ETV Bharat / state

দশ বছরে 48 শতাংশ কমে তলানিতে তিলোত্তমার 'সবুজ'! দুশ্চিন্তায় পরিবেশকর্মীরা - Greenery in Kolkata - GREENERY IN KOLKATA

Greenery in Megacities: দেশের মেগাসিটিগুলি থেকে হারিয়ে যাচ্ছে সবুজের আচ্ছাদন ৷ তার মধ্যে রয়েছে কলকাতাও ৷ এই হারানো সবুজ ফিরিয়ে আনা সম্ভব নয় বলেই জানিয়েছে কলকাতা পৌরনিগম ৷

Kolkata
কলকাতায় কমছে সবুজ (Getty Images)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 5, 2024, 12:29 PM IST

কলকাতা, 5 মে: দেশের মেগা সিটিগুলির বনাঞ্চল নিয়ে কেন্দ্রীয় সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়েছে সম্প্রতি ৷ রিপোর্ট বলছে, 2011 থেকে 2021 সাল পর্যন্ত 10 বছরে দেশের মধ্যে সবুজের আচ্ছাদন সবচেয়ে বেশি কমেছে মোদিরাজ্যের আমেদাবাদ শহরে, যা প্রায় 48 শতাংশ ৷ এর পরের স্থানেই আছে পশ্চিমবঙ্গের কলকাতা ৷ বিগত দশ বছরে সবুজ কমেছে 30 শতাংশ ৷ তৃতীয় স্থানে বেঙ্গালুরু ৷ একই সময়কালে মাত্র 5 শতাংশ সবুজ কমেছে গার্ডেন সিটিতে ৷ তবে সবুজের যে আচ্ছাদন কলকাতা হারিয়েছে, তা ফেরানো কঠিন বলেই জানাচ্ছে কলকাতা পৌরনিগম ৷

  • দেশের অন্যতম মেগা সিটি আমেদাবাদে 2011 সালে বনাঞ্চল ছিল 17.96 বর্গ কিলোমিটার ৷ কমে হয়েছে 9.41 বর্গ কিলোমিটার ৷ মাঝারি গভীর অরণ্য ও গাছগাছালি রয়েছে এমন জায়গা 9.41 বর্গ কিলোমিটার ৷
  • কলকাতায় 2.52 বর্গ কিলোমিটার অরণ্যাঞ্চল ছিল ৷ মাঝারি-গভীর অরণ্য, গাছগাছালি এলাকা কমে 2021 সালে দাঁড়িয়েছে 1.77 বর্গ কিলোমিটার ৷ বেঙ্গালুরু শহরে 94 বর্গ কিলোমিটার সবুজ কমে দাঁড়িয়েছে 89.02 বর্গ কিলোমিটার ৷
  • তবে এই তিন শহর ছাড়া অন্যান্য শহরগুলিতে সবুজ বেড়েছে ৷ তামিলনাড়ুর চেন্নাইয়ে 2011 সালে ছিল 18.2 বর্গ কিলোমিটার ৷ 2021 সালে 26 শতাংশ বেড়ে হয়েছে 22.70 বর্গ কিলোমিটার ৷ দিল্লির সবুজ বেড়েছে 11 শতাংশ এবং মুম্বইতে 9 শতাংশ ৷ এই শহরগুলিকে ছাড়িয়ে গিয়েছে হায়দরাবাদ ৷ এই 10 বছর সময়কালে সবুজ বেড়েছে প্রায় 147 শতাংশ ৷

কলকাতার এই অবস্থায় উদ্বিগ্ন পরিবেশ সচেতন মানুষ থেকে পরিবেশ আন্দোলনের কর্মীরা ৷ তাদের প্রশ্ন ফের সবুজ হবে শহর ? কমবে দূষণ, নিয়ন্ত্রণ আসবে তাপমাত্রা ?

এই প্রসঙ্গে কলকাতা পৌরনিগমের এক আধিকারিক জানান, বিপুল সংখ্যক মানুষ বাস করে কলকাতায় ৷ উন্নয়নের স্বার্থে বহুতল আবাসন থেকে মেট্রো, ফ্লাইওভার, জলাধার তৈরি হচ্ছে ৷ আর সেইসব উন্নয়নের কাজে বলি হচ্ছে বড় বড় গাছ ৷ কোনওটির বয়স 80 তো কোনওটির 100 বছর ৷ সেই গাছের যে উপকারিতা ছিল, তা ফেরানো আদৌ সম্ভব নয় ৷

তবে হাত গুটিয়ে বসে থাকেনি উদ্যান বিভাগ ৷ প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস ও অরণ্য সপ্তাহে শহরজুড়ে লাগানো হয় হাজার হাজার গাছ ৷ সেই গাছ বড় হতে লাগবে বেশ কয়েক বছর ৷ তাও 80-100 বছর বয়সের গাছের পরিপূরক হবে না সেগুলি ৷ কিন্তু বৈজ্ঞানিক ভিত্তিতে গাছ লাগিয়ে তার পরিচর্যা করা হচ্ছে ৷ যাতে কয়েকবছর পর সেই গাছগুলি 6-7 ফুট লম্বা হয় এবং জ্বালানি থেকে উৎপন্ন কর্বন-ডাই-অক্সাইড শোষণ করতে পারে ৷ ছায়া পেতে, জীব বৈচিত্র্য ও বাস্তুতন্ত্র রক্ষার্থে বড় গাছও রোপণ হচ্ছে ৷ যদিও লাগামহীন গরমে এখন বন্ধ রয়েছে গাছ লাগানো ৷ উল্লেখ্য, আমফানের ধাক্কায় শহরের গাছগাছালির ব্যাপক ক্ষতি হয় ৷ সেই ক্ষতে এখনও মলম লাগাতে পারেনি কলকাতা পৌরনিগমের উদ্যান বিভাগ ৷

আরও পড়ুন:

  1. গার্ডেনরিচ বিপর্যয়ের রেশ! নজিরবিহীন রদবদল কলকাতা কর্পোরেশনে
  2. বেআইনি নির্মাণ ভাঙতে পুলিশকে স্পেশাল টাস্ক ফোর্স গঠনের নির্দেশ হাইকোর্টের

কলকাতা, 5 মে: দেশের মেগা সিটিগুলির বনাঞ্চল নিয়ে কেন্দ্রীয় সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়েছে সম্প্রতি ৷ রিপোর্ট বলছে, 2011 থেকে 2021 সাল পর্যন্ত 10 বছরে দেশের মধ্যে সবুজের আচ্ছাদন সবচেয়ে বেশি কমেছে মোদিরাজ্যের আমেদাবাদ শহরে, যা প্রায় 48 শতাংশ ৷ এর পরের স্থানেই আছে পশ্চিমবঙ্গের কলকাতা ৷ বিগত দশ বছরে সবুজ কমেছে 30 শতাংশ ৷ তৃতীয় স্থানে বেঙ্গালুরু ৷ একই সময়কালে মাত্র 5 শতাংশ সবুজ কমেছে গার্ডেন সিটিতে ৷ তবে সবুজের যে আচ্ছাদন কলকাতা হারিয়েছে, তা ফেরানো কঠিন বলেই জানাচ্ছে কলকাতা পৌরনিগম ৷

  • দেশের অন্যতম মেগা সিটি আমেদাবাদে 2011 সালে বনাঞ্চল ছিল 17.96 বর্গ কিলোমিটার ৷ কমে হয়েছে 9.41 বর্গ কিলোমিটার ৷ মাঝারি গভীর অরণ্য ও গাছগাছালি রয়েছে এমন জায়গা 9.41 বর্গ কিলোমিটার ৷
  • কলকাতায় 2.52 বর্গ কিলোমিটার অরণ্যাঞ্চল ছিল ৷ মাঝারি-গভীর অরণ্য, গাছগাছালি এলাকা কমে 2021 সালে দাঁড়িয়েছে 1.77 বর্গ কিলোমিটার ৷ বেঙ্গালুরু শহরে 94 বর্গ কিলোমিটার সবুজ কমে দাঁড়িয়েছে 89.02 বর্গ কিলোমিটার ৷
  • তবে এই তিন শহর ছাড়া অন্যান্য শহরগুলিতে সবুজ বেড়েছে ৷ তামিলনাড়ুর চেন্নাইয়ে 2011 সালে ছিল 18.2 বর্গ কিলোমিটার ৷ 2021 সালে 26 শতাংশ বেড়ে হয়েছে 22.70 বর্গ কিলোমিটার ৷ দিল্লির সবুজ বেড়েছে 11 শতাংশ এবং মুম্বইতে 9 শতাংশ ৷ এই শহরগুলিকে ছাড়িয়ে গিয়েছে হায়দরাবাদ ৷ এই 10 বছর সময়কালে সবুজ বেড়েছে প্রায় 147 শতাংশ ৷

কলকাতার এই অবস্থায় উদ্বিগ্ন পরিবেশ সচেতন মানুষ থেকে পরিবেশ আন্দোলনের কর্মীরা ৷ তাদের প্রশ্ন ফের সবুজ হবে শহর ? কমবে দূষণ, নিয়ন্ত্রণ আসবে তাপমাত্রা ?

এই প্রসঙ্গে কলকাতা পৌরনিগমের এক আধিকারিক জানান, বিপুল সংখ্যক মানুষ বাস করে কলকাতায় ৷ উন্নয়নের স্বার্থে বহুতল আবাসন থেকে মেট্রো, ফ্লাইওভার, জলাধার তৈরি হচ্ছে ৷ আর সেইসব উন্নয়নের কাজে বলি হচ্ছে বড় বড় গাছ ৷ কোনওটির বয়স 80 তো কোনওটির 100 বছর ৷ সেই গাছের যে উপকারিতা ছিল, তা ফেরানো আদৌ সম্ভব নয় ৷

তবে হাত গুটিয়ে বসে থাকেনি উদ্যান বিভাগ ৷ প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস ও অরণ্য সপ্তাহে শহরজুড়ে লাগানো হয় হাজার হাজার গাছ ৷ সেই গাছ বড় হতে লাগবে বেশ কয়েক বছর ৷ তাও 80-100 বছর বয়সের গাছের পরিপূরক হবে না সেগুলি ৷ কিন্তু বৈজ্ঞানিক ভিত্তিতে গাছ লাগিয়ে তার পরিচর্যা করা হচ্ছে ৷ যাতে কয়েকবছর পর সেই গাছগুলি 6-7 ফুট লম্বা হয় এবং জ্বালানি থেকে উৎপন্ন কর্বন-ডাই-অক্সাইড শোষণ করতে পারে ৷ ছায়া পেতে, জীব বৈচিত্র্য ও বাস্তুতন্ত্র রক্ষার্থে বড় গাছও রোপণ হচ্ছে ৷ যদিও লাগামহীন গরমে এখন বন্ধ রয়েছে গাছ লাগানো ৷ উল্লেখ্য, আমফানের ধাক্কায় শহরের গাছগাছালির ব্যাপক ক্ষতি হয় ৷ সেই ক্ষতে এখনও মলম লাগাতে পারেনি কলকাতা পৌরনিগমের উদ্যান বিভাগ ৷

আরও পড়ুন:

  1. গার্ডেনরিচ বিপর্যয়ের রেশ! নজিরবিহীন রদবদল কলকাতা কর্পোরেশনে
  2. বেআইনি নির্মাণ ভাঙতে পুলিশকে স্পেশাল টাস্ক ফোর্স গঠনের নির্দেশ হাইকোর্টের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.