কলকাতা, 12 ফেব্রুয়ারি: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশখালি গেলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে ৷ এই জন্য বসিরহাট পুলিশ জেলার তরফ থেকে কলকাতা পুলিশকে চিঠি দিয়ে বলা হয়েছিল কলকাতা পুলিশের আওতাধীন এলাকাতেই যেন বিজেপি বিধায়ক-সহ শুভেন্দু অধিকারীকে আটকে দেওয়া হয় । সেইমতো বাসন্তী হাইওয়েতেই শুভেন্দু অধিকারী-সহ বিজেপির বিধায়কদের বাস আটকে দিল কলকাতা পুলিশ ।
শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও বাসন্তী হাইওয়ের কাছে সায়েন্স সিটির কাছে আটকে রয়েছেন শুভেন্দু অধিকারীরা ৷ সেখানেই জমায়েত চলছে তাঁদের ৷ কলকাতা পুলিশের একাধিক প্রিজন ভ্যান সেখানে এনে রাখা হয়েছে ৷
কেরল থেকে ফিরে সোমবার সন্দেশখালিতে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ এদিকে আজই সন্দেশখালি যাওয়ার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৷ এছাড়াও বিজেপি বিধায়করা সন্দেশখালিতে যাওয়ার চেষ্টা করলে তাদের গতকাল রবিবার থেকেই বাধা দিচ্ছে পুলিশ । সন্দেশখালিতে শুধুমাত্র যে ন্যাজাট থানার তরফ থেকে সেখানে নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে তেমনটা নয়, বরং ওই জায়গায় রয়েছে উত্তর 24 পরগনার বারাসত জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ৷ এছাড়াও রয়েছেন বসিরহাট জেলা পুলিশের তদন্তকারীরা ।
ফলে সেখানে যাতে নতুন করে অশান্তি না-ছড়ায় তার জন্য এবার বসিরহাট পুলিশ জেলার তরফ থেকে চিঠি দেওয়া হয় লালবাজারে। খবর ছিল বিধানসভা থেকে বিধায়কদের নিয়ে শুভেন্দু অধিকারী আসছেন সন্দেশখালিতে। কিন্তু আজই এসেছেন সেখানে রাজ্যপাল। ফলে সেখানে যদি শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়করা চলে আসে ফলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। সেই কারণেই তাঁদের আটকে দেওয়ার কথা বলা হয় ৷
পাশাপাশি শুভেন্দু অধিকারীকে যখন বাসন্তী হাইওয়ের উপর আটকে দেওয়া হয় ঠিক সেই সময় কলকাতা পুলিশের ডিসি ইডি আরিস বিলালের নেতৃত্বে সেখানে জড়ো হয় বিরাট পুলিশবাহিনী। এরপরেই শুভেন্দু অধিকারীর তরফ থেকে আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করে জানতে চাওয়া হয় কেন কলকাতা পুলিশের এলাকাতেই আটকে দেওয়া হল তাদের ৷ কিন্তু তাতেও কোনও জবাব দিতে চায়নি কলকাতা পুলিশ। বিজেপির তরফ থেকে বলা হয় যে, বিষয়টি নিয়ে মঙ্গলবার আদালতের দ্বারস্থ হবেন তাঁরা ।
আরও পড়ুন :