ETV Bharat / state

সরস্বতী পুজোর দিনে বইপুজো করার রীতি কেন ? জানুন বিশেষজ্ঞের মতামত - Book

Saraswati Puja 2024: বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজো হয় আমাদের সকলেরই প্রায় জানা ৷ কিন্তু জানেন কী বাগদেবীর পাশে কেন বই-খাতা, শ্লেট-পেনসিল এই ধরনের জিনিস দেওয়া হয় ? পাশাপাশি জেনে নিন কখন পঞ্চমী পড়ছে, পুজোর শুভ মুহূর্তই বা কখন ৷

ETV Bharat
সরস্বতী পুজোর দিনে বইপুজো করার রীতি কেন
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 5, 2024, 5:30 AM IST

হায়দরাবাদ: প্রতি বছর, হিন্দু পঞ্জিকা অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয়ে থাকে । হিন্দু ধর্ম অনুসারে এই দিনে জ্ঞান ও প্রজ্ঞার দেবী সরস্বতীর পুজো করা হয় ৷ এছাড়াও বসন্ত পঞ্চমীর এই দিনে বইপুজো করারও প্রথা রয়েছে ।

বসন্ত পঞ্চমীতে কেন বই পুজো করা হয় ?

বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বাস করা হয় এই দিনে বই পুজো করলে তা থেকে প্রাপ্ত জ্ঞান আশীর্বাদস্বরূপ হয় । এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় । শুধু বই নয়, সরস্বতী পুজোর দিনে জ্ঞান দানকারী এমন প্রতিটি বস্তুরই পুজো করা উচিত । এই কারণে অনেকেই নিজেদের ল্যাপটপ, ট্যাবলেট এবং এই জাতীয় অন্যান্য জিনিসও পুজো করে থাকেন । এটি দেবী সরস্বতীর পুজোর সমতুল্য বলেই মনে করা হয় ।

এই জন্য পুজোর দিন দেবী সরস্বতীর সামনে বা পাশে আপনার বইগুলি রাখতে পরামর্শ দেওয়া হচ্ছে ৷ এরপর বইতে তিলক লাগান এবং ফুল অর্পণ করুন । সারাদিন এভাবেই রাখুন । মনে করা হয় এটি আপনাকে দেবী সরস্বতীর অপার আশীর্বাদ, জ্ঞান এবং প্রজ্ঞা নিয়ে আসতে সাহায্য করে ।

সরস্বতী পুজোর তাৎপর্য :

প্রাচীন শাস্ত্র অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর জন্ম হয়েছিল । বিশ্বাস করা হয় যে এই দিনে মা সরস্বতীর আরাধনা করলে তা আপনাকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যায় । দেবীর কৃপায়, জীবনে উন্নতি এবং জ্ঞান অর্জন হয় ।

এ বছর সরস্বতী পুজোর শুভ মুহূর্ত :

প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয়ে থাকে । এই বছর 13 ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর 2টো 41 মিনিটে পঞ্চমী শুরু হবে ৷ ছাড়বে 14 ফেব্রুয়ারি বুধবার রাত 12টা 10 মিনিটে শেষ হবে । তাই উদয় তিথি অনুসারে, এবছর সরস্বতী পুজো 14 ফেব্রুয়ারি পালিত হবে । এই দিন সরস্বতী পুজোর শুভ মুহূর্ত শুরু হবে সকাল সাড়ে 10টায় ৷ শেষ হবে দুপুর 1টা 30 মিনিটে । এই শুভ মুহূর্তে দেবীর মন্ত্র উচ্চারণ এবং সরস্বতী স্তোত্র ও চালিসা পাঠ করতে পারেন । এর পাশাপাশি এই দিনে আপনি বই পুজোও করতে পারেন ৷

আরও পড়ুন :

  1. তত্ত্বের আড়ালে হারায় মন, সম্প্রীতির বন্ধনে বাঁধা পড়ে ছাত্রছাত্রী নিবাস
  2. শিক্ষকের সংখ্যা 1, স্কুলে পুজো বন্ধে মুখভার পড়ুয়াদের
  3. এক ছাত্র ও তিন শিক্ষক, জুনিয়র হাইস্কুলে ব্রাত্য দেশ ও বাণী বন্দনা

হায়দরাবাদ: প্রতি বছর, হিন্দু পঞ্জিকা অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয়ে থাকে । হিন্দু ধর্ম অনুসারে এই দিনে জ্ঞান ও প্রজ্ঞার দেবী সরস্বতীর পুজো করা হয় ৷ এছাড়াও বসন্ত পঞ্চমীর এই দিনে বইপুজো করারও প্রথা রয়েছে ।

বসন্ত পঞ্চমীতে কেন বই পুজো করা হয় ?

বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বাস করা হয় এই দিনে বই পুজো করলে তা থেকে প্রাপ্ত জ্ঞান আশীর্বাদস্বরূপ হয় । এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় । শুধু বই নয়, সরস্বতী পুজোর দিনে জ্ঞান দানকারী এমন প্রতিটি বস্তুরই পুজো করা উচিত । এই কারণে অনেকেই নিজেদের ল্যাপটপ, ট্যাবলেট এবং এই জাতীয় অন্যান্য জিনিসও পুজো করে থাকেন । এটি দেবী সরস্বতীর পুজোর সমতুল্য বলেই মনে করা হয় ।

এই জন্য পুজোর দিন দেবী সরস্বতীর সামনে বা পাশে আপনার বইগুলি রাখতে পরামর্শ দেওয়া হচ্ছে ৷ এরপর বইতে তিলক লাগান এবং ফুল অর্পণ করুন । সারাদিন এভাবেই রাখুন । মনে করা হয় এটি আপনাকে দেবী সরস্বতীর অপার আশীর্বাদ, জ্ঞান এবং প্রজ্ঞা নিয়ে আসতে সাহায্য করে ।

সরস্বতী পুজোর তাৎপর্য :

প্রাচীন শাস্ত্র অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর জন্ম হয়েছিল । বিশ্বাস করা হয় যে এই দিনে মা সরস্বতীর আরাধনা করলে তা আপনাকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যায় । দেবীর কৃপায়, জীবনে উন্নতি এবং জ্ঞান অর্জন হয় ।

এ বছর সরস্বতী পুজোর শুভ মুহূর্ত :

প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয়ে থাকে । এই বছর 13 ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর 2টো 41 মিনিটে পঞ্চমী শুরু হবে ৷ ছাড়বে 14 ফেব্রুয়ারি বুধবার রাত 12টা 10 মিনিটে শেষ হবে । তাই উদয় তিথি অনুসারে, এবছর সরস্বতী পুজো 14 ফেব্রুয়ারি পালিত হবে । এই দিন সরস্বতী পুজোর শুভ মুহূর্ত শুরু হবে সকাল সাড়ে 10টায় ৷ শেষ হবে দুপুর 1টা 30 মিনিটে । এই শুভ মুহূর্তে দেবীর মন্ত্র উচ্চারণ এবং সরস্বতী স্তোত্র ও চালিসা পাঠ করতে পারেন । এর পাশাপাশি এই দিনে আপনি বই পুজোও করতে পারেন ৷

আরও পড়ুন :

  1. তত্ত্বের আড়ালে হারায় মন, সম্প্রীতির বন্ধনে বাঁধা পড়ে ছাত্রছাত্রী নিবাস
  2. শিক্ষকের সংখ্যা 1, স্কুলে পুজো বন্ধে মুখভার পড়ুয়াদের
  3. এক ছাত্র ও তিন শিক্ষক, জুনিয়র হাইস্কুলে ব্রাত্য দেশ ও বাণী বন্দনা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.