কলকাতা, 26 সেপ্টেম্বর: ফের মুখ্যসচিবকে চিঠি দিলেন জুনিয়র চিকিৎসকরা । তাঁদের দাবি নিয়ে ফের আলোচনায় বসার জন্য আবেদন করেছেন তাঁরা । 19 সেপ্টেম্বর তাঁদেরকে মুখ্যসচিব মনোজ পন্থ যে চিঠি দিয়েছিলেন, সেই চিঠির অপূর্ণ সাত দফা দাবি ছিল ৷ সেই সাত দফা দাবি পূরণে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে ইমেলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা ।
চিঠিতে মূলত থ্রেট কালচার এবং নিরাপত্তার বিষয়টিকে রাখা হয়েছে ৷ ইমেলে লেখা হয়েছে, একটি কেন্দ্রীয় তদন্ত কমিটি গঠন করতে হবে । যারা থ্রেট কালচারের বিষয়টি খতিয়ে দেখবে । এর সঙ্গে প্রতি মেডিক্যাল কলেজে তদন্ত কমিটি গঠন করতে হবে । অবিলম্বে কলেজ কাউন্সিল বৈঠকেরও দাবি জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা । যাতে বৈঠকের সিদ্ধান্ত মেনে গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচন করানো হয় ।
এছাড়াও 7 দিনের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করতে হবে বলে তাঁরা দাবি করেছেন । যে কমিটি খতিয়ে দেখবে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সদস্যদের মধ্যে কারা থ্রেট কালচারে অভিযুক্ত ।
বর্তমানে রাজ্যের একটিও মেডিক্যাল কলেজে রোগী কল্যাণ সমিতি নেই । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের সঙ্গে স্বাস্থ্যভবনের অবস্থানে কথা বলতে এসে বলেছিলেন যে, সব রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হয়েছে । সেক্ষেত্রে অবিলম্বে এই কমিটিগুলো তৈরির কথা বলেছেন জুনিয়র ডাক্তাররা ।
এমনকি জুনিয়র চিকিৎসকরা এদিনের চিঠিতে নজরে এনেছেন বদলির বিষয়টিও । তাঁরা মুখ্যসচিবকে চিঠি দিয়ে বলেছেন, বদলির বিষয়ে স্বচ্ছতা আনতে হবে । জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, সুপ্রিম কোর্টের 9 তারিখের শুনানির পরেও এখনও রাজ্য সরকার এই বিষয়গুলিতে নজর দেয়নি । এই বিষয়গুলিকে তাই অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিতে আবেদন জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা ।