ETV Bharat / state

বৃষ্টি মাথায় নিয়ে প্রতিবাদ, পথে নামল বিধাননগর থেকে বারাসত - LIVE UPDATE - LIVE UPDATE

junior-doctors-protest-
আরজি কর কাণ্ডে ব্যস্ত রবিবার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2024, 12:37 PM IST

Updated : Sep 15, 2024, 9:37 PM IST

আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় শনিবার রাতে সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই । সন্দীপ ছাড়াও এই মামলায় টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে সিবিআই বার বার ঘটনার তথ্য-প্রমাণ লোপাট করার দাবি করেছে হয়েছে । সেই অভিযোগের ভিত্তিতেই শনিবার গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে। রবিবার জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পাশাপাশি আরজি কর কাণ্ডে গ্রেফতার হওয়া সন্দীপ-অভিজিৎকে নিয়ে জল কোন দিকে গড়ায়, তা-ই এখন দেখার...

LIVE FEED

9:35 PM, 15 Sep 2024 (IST)

পথে নামলেন বারাসত কলেজের প্রাক্তনীরা

আরজি কর-কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে এবার পথে নামলেন বারাসত কলেজের প্রাক্তনীরা। শঙ্খ বাজিয়ে স্লোগান তুলে সরব হলেন প্রতিবাদে।

7:33 PM, 15 Sep 2024 (IST)

ধুনুচি হাতে প্রতিবাদ

আরজি করের ঘটনায় উল্টোডাঙায় পথে নামলেন সাধারণ মানুষ । ধুনুচি নিয়ে পথে নামলেন মহিলারা।

6:36 PM, 15 Sep 2024 (IST)

বিশ্বাস যোগ্যতা হারিয়েছেন দিদি, মুখ্যমন্ত্রীত্ব ছেড়ে ভাইপোকে দায়িত্ব দেওয়া, কটাক্ষ অধীরের

বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন দিদি। তাঁর উচিত। মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে ভাইপোকে দায়িত্ব দেওয়া। রবিবার এটাই দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আরজি কর কাণ্ডে বেকাদায় রাজ্যের সরকার। ইতিমধ্যে, টালা থানার ওসি ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। এতে কিছুটা হলেও সিবিআইয়ের প্রতি অধীরের আস্থা ফিরিছে বলেই মনে করেন অধীর।

6:21 PM, 15 Sep 2024 (IST)

আবারও স্বাস্থ্যভবন অভিযান

পাঁচ দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে হওয়া আলোচনা ভেস্তে যাওয়ার পর ফিরে এসে আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছিলেন জুনিয়ার ডাক্তাররা। সেই মতো রবিবার তাঁরা সেন্ট্রাল পার্ক থেকে বৃষ্টি উপেক্ষা করেই ফের স্বাস্থ্য ভবন অভিযানে সামিল হলেন। জুনিয়র ডাক্তারদের সঙ্গে মিছিলে পা মিলাচ্ছেন অসংখ্য নার্স ও সিস্টাররা। আছেন সিনিয়র চিকিৎসকরাও

junior doctors protest
স্বাস্থ্যভবন অভিযান (নিজস্ব চিত্র)

6:09 PM, 15 Sep 2024 (IST)

বৃষ্টি মাথায় নিয়ে প্রতিবাদ

রবিবা আরও একবার প্রতিবাদে নামল শহর কলকাতা । বৃষ্টির মধ্যে ছাতা মাথায় নিয়েই হল প্রতিবাদ।

5:58 PM, 15 Sep 2024 (IST)

'আরজি করে বৃহত্তর ষড়যন্ত্র', 3 দিনের সিবিআই হেফাজতে সন্দীপ-টালা থানার ওসি

আরজি করে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্রের যোগ রয়েছে বলে আদালতে দাবি করল সিবিআই ৷ তাদের দাবি, ঘটনার দিন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে ফোনে একাধিকবার কথা বলেছিলেন টালা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডল । এই ঘটনায় ধৃত এই দু'জনকে তিনদিনের জন্য সিবিআই হেফাজতে পাঠিয়েছে আদালত ৷

2:04 PM, 15 Sep 2024 (IST)

সন্দীপ-অভিজিৎদের 3 দিনের হেফাজত চাইবে সিবিআই

রবিবার 12টা 30 মিনিট নাগাদ সন্দীপ ঘোষকে নিয়ে শিয়ালদা আদালতে পৌঁছয় সিবিআই । সন্দীপ ঘোষ আর টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে 3 দিনের হেফাজতের জন্য আবেদন করতে পারে সিবিআই । শিয়ালদা আদালতে দুপুর 2টো নাগাদ থেকে সওয়াল-জবাব শুরু হয়েছে।

12:16 PM, 15 Sep 2024 (IST)

সন্দীপ ঘোষকে হেফাজতে নেওয়ার তোড়জোড় শুরু

সন্দীপ ঘোষকে হেফাজতে নেওয়ার তোড়জোড় শুরু করে দিল সিবিআই। আরজি করে আর্থিক দুর্নীতির অভিযোগে আগেই গ্রেফতার হয়েছিলেন তিনি । এখন সেই মামলাতেই প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন সন্দীপ । শনিবার রাতে চিকিৎসক খুনের ঘটনায় তাঁকে গ্রেফতার করে সিবিআই। সূত্রের খবর, আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে রবিবার নিজেদের হেফাজতে নেওয়ার জন্য শিয়ালদহ আদালতে আবেদন করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

11:30 AM, 15 Sep 2024 (IST)

সিজিও থেকে হাসপাতালের পথে টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল

রবিবার সকাল 11টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বের করা হল টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে । তাঁকে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে । আদালতে হাজির করানোর আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য অভিজিৎকে বিআর সিংহ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে । এখান থেকে টালা থানার তৎকালীন ওসিকে শিয়ালদা আদালতে নিয়ে যাওয়া হবে।

10:50 PM, 14 Sep 2024 (IST)

আরও বড় মাথার হাত আছে, দাবি সুকান্তর

আরজি করে নির্যাতিতাকে ধর্ষণ ও খুনের ঘটনায় টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে। এ নিয়ে প্রতিক্রিয়া দিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এক ভিডিয়ো বার্তায় তিনি বলেন, "আমরা আশা করব সিবিআই সঠিক জায়গায় পৌঁছবে। কিন্তু ওসি বা প্রিন্সিপাল নিজে থেকে এই কাজ করতে পারেন না। তাঁদের পেছনে বড় কোনও মাথা আছে। আমার ধারনা গ্রেফতারি এই সবে শুরু হল। আরও অনেকে গ্রেফতার হবেন।"

10:23 PM, 14 Sep 2024 (IST)

7 ঘণ্টা জেরার পর গ্রেফতার ওসি

সিবিআই সূত্রে খবর, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতারের আগে টানা 7 ঘণ্টা জেরা করা হয়।

9:55 PM, 14 Sep 2024 (IST)

খুন-ধর্ষণের মামলাতেও গ্রেফতার সন্দীপ

আরজি করের নির্যাতিতাকে ধর্ষণ ও খুনের ঘটনায় এবার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হল । আগেই হাসপাতালের কয়েকটি দুর্নীতির ঘটনায় তিনি গ্রেফতার হন। এবার ধর্ষণ ও খুনের মামলাতেও তাঁকে গ্রেফতার করা হল। পাশপাশি টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার করলেন সিবিআই আধিকারিকরা

9:31 PM, 14 Sep 2024 (IST)

আমরা হতাশ-নির্বাক, দাবি জুনিয়র চিকিৎসকদের

আবারও মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক ভেস্তে গেল । আর এই প্রসঙ্গেই বিস্ফোরক দাবি করেলন জুনিয়র চিকিৎসরা । তাঁদের দাবি মুখ্যমন্ত্রী বাডির বাইরে এসে কথা বলার পর তাঁরা সমস্ত দাবি ছেড়ে বৈঠকে বসতে রাজি ছিলেন । কিন্তু জুনিয়র চিকিৎসকদের দাবি তাঁদের প্রশাসনের তরফে বলা হয়, তিন ঘণ্টা অপেক্ষা করা হয়েছে। আর বৈঠক করা হবে না। তাঁরা যেন বেরিয়ে যান। নইলে বাস ডেকে বের করে দেওয়া হবে । পড়ুয়াদের দাবি, প্রশাসনের এমন ব্যবহারে তাঁরা হতাশ ও নির্বাক ।

9:09 PM, 14 Sep 2024 (IST)

মমতার বাড়ি ছাড়লেন মনোজ-চন্দ্রিমারা

বৈঠক নিয়ে সংশয়। মুখ্যসচিব মনোজ পন্থ থেকে শুরু করে স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্য় পুলিশের ডিজি রাজীব কুমার মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে গেলেন। মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

8:32 PM, 14 Sep 2024 (IST)

জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা মমতার

বৈঠকের লাইভ সম্প্রচার নিয়ে জটিলতার মাঝেই বাড়ি থেকে বেরিয়ে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বললেন মমতা। তাঁদের বৃষ্টিতে ভিজতে বারণ করলেন । জানালেন, কারও বৃষ্টিচে ভেজার দরকার নেই। সকলের জন্য ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয় তাঁকে এও বলতে শোনা যায়, বৈঠক করতে না চাইলে চা খেয়ে যাও। পরে তিনি বলেন, "লক্ষ্মী ভাইবোনেরা ভিতরে এসো । কথা বলতে না চাইলে চা খেয়ে যাও। বৈঠকের মিনিটস আজ করে দেব। বৈঠক নিয়ে আপনারা অনেক অসম্মান করছেন। বৈঠক করতে না চাইলে চিঠি কেন দিয়েছেন? আমি আন্দোলন করা লোক । আন্দোলনকে আমি মর্যাদা দিতে চাই । মিনিটস করে মিনিটস সই করে দেব । পরে সুপ্রিম কোর্ট থেকে অনুমতি নিয়ে ভিডিয়ো তোমরা দিয়ে দেব ।"

ছাত্রছাত্রীদের বক্তব্য (ইটিভি ভারত)

8:18 PM, 14 Sep 2024 (IST)

বাড়ির দরজায় অপেক্ষায় মমতা

জুনিয়র চিকিৎসকরা তাঁর বাড়িতে গেলেও এখনও শুরু হয়নি বৈঠক। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর বাড়ির কিছু ছবি প্রকাশ্যে এসেছে । তাতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন ।

Mamata Banerjee
বৈঠকের অপেক্ষায় মমতা (ইটিভি ভারত)

8:09 PM, 14 Sep 2024 (IST)

নিজেদের ভিডিয়োগ্রাফার নিয়ে যেতে চান জুনিয়র চিকিৎসকরা

চিকিৎসকদের দাবি, স্বচ্ছতা নিয়েই তাঁরা বৈঠকে যোগ দিতে এসেছেন । কিন্তু প্রশাসনের তরফে বলা হয় মুখ্যমন্ত্রীর বাড়ি বলে এখানে লাইভ করা সম্ভব নয়। পরে জুনিয়র চিকিৎসকদের তরফে নিজেদের ভিডিয়োগ্রাফার নিয়ে যাওয়ার কথা বলা হয়। তাতে প্রশাসন রাজি হয় না ।

7:48 PM, 14 Sep 2024 (IST)

কালীঘাটেও লাইভ স্ট্রিমিং নিয়ে জটিলতা

নবান্নর পর কালীঘাটেও লাইভ স্ট্রিমিং নিয়ে জটিলতা তৈরি হল। বৈঠক শুরু হলেও পরে লাইভ সম্প্রচারের প্রশ্নে জটিলতা দেখা যায়

6:50 PM, 14 Sep 2024 (IST)

জাস্টিস ফর আরজি কর স্লোগান...

জাস্টিস ফর আরজি কর স্লোগান দিতে দিতে মমতার বাড়ির ভিতরে প্রবেশ করলেন জুনিয়র চিকিৎসকরা ।

6:41 PM, 14 Sep 2024 (IST)

পৌঁছলেন জুনিয়র চিকিৎসকরা

মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছলেন জুনিয়র চিকিৎসকরা । আগেই পৌঁছে গিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ ও স্বারাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী ।

5:54 PM, 14 Sep 2024 (IST)

আলোচনায় অংশ নিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা

কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে আলোচনায় অংশ নিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। তবে 15 জন নয় 30 থেকে 35 জন যাচ্ছেন আলোচনায় অংশ নিতে। বৃষ্টির মধ্যেই বাসে চেপে রওনা দিলেন তাঁরা। পাঁচ দফা দাবি নিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বাসভবনে আলোচনায় অংশ নিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, "উনি (মুখ্যমন্ত্রী) এখানে এসেছেন মানে আমাদের আন্দোলন ন্যায্য। কিন্তু আমরা ভেবেছিলাম কোনও একটা প্রশাসনিক জায়গায় ডাক আসবে। কিন্তু এখন দেখছি ওঁর বাড়িতে আমাদের ডাকলেন। আমরা যাচ্ছি। আমাদের দাবি গুলি ওঁর কানে শুনিয়ে আসতে চাই। বৈঠক যাতে স্বচ্ছভাবে হয় তার সব ব্যবস্থা করব। আমাদের মাথায় বুলিয়ে আন্দোলন তোলা যাবে না।"

CS EMAIL
মুখ্যসচিবের মেইল (ইটিভি ভারত)

5:40 PM, 14 Sep 2024 (IST)

15 জন আসতে বললেনম মুখ্যসচিব

জুনিয়র চিকিৎসকদের পাঠানো চিঠিতে মুখ্যসচিব জানিয়েছেন, মমতার বাড়ির বৈঠকে 15 জন জুনিয়র চিকিৎসক আসতে পারবেন।

5:21 PM, 14 Sep 2024 (IST)

মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক

জুনিয়র চিকিৎসকদের মেইলের উত্তর এল নবান্ন থেকে । মুখ্যসচিব জাানান, 6টার সময় কালীঘাটের বাড়িতে বৈঠক হবে ।

4:57 PM, 14 Sep 2024 (IST)

মেইলের উত্তরের অপেক্ষায়

মেইলের উত্তর এলেই ফের সাংবাদিক সম্মেলন করবেন বলে জানলেন জুনিয়র চিকিৎসকরা। তাঁরা জানান, অভিভাবক হিসাবে মাননীয়ার কাছে আবেদন থাকবে দ্রুত আলোচনায় বসার ব্যবস্থা করা হোক ৷ মেলের উত্তরে অপেক্ষা করছি ৷

4:48 PM, 14 Sep 2024 (IST)

নবান্নে মেইল করলেন জুনিয়র চিকিৎসকরা

মুখ্যমন্ত্রী গিয়ে কথা বলার পর আলোচনা চেয়ে উদ্যোগ নিল জুনিয়র চিকিৎসকরা। তাঁদের তরফে আবারও নবান্নেও মেইল করা হয়েছে।

আলোচনা চেয়ে ফের মেইল চিকিৎসকদের
জুনিয়র চিকিৎসকদের মেইল (চিকিৎসকদের থেকে পাওয়া ছবি)

1:52 PM, 14 Sep 2024 (IST)

আলোচনার রাস্তা খোলা রেখে অবস্থানে অনড় চিকিৎসকরা

আমরা পাঁচ দফা দাবি থেকে সরছি না ৷ মুখ্যমন্ত্রীর রোগীকল্যাণ সমিতি ভাঙার সিদ্ধান্তকে স্বাগত ৷ মমতার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েও আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকরা ৷

1:47 PM, 14 Sep 2024 (IST)

যাদের আমার বন্ধু বলছেন, তাদের আমি চিনি না: মমতা

যাদের আমার বন্ধু বলছেন, তাদের আমি চিনি না ৷ ওরা প্রসেসের মাধ্যমে এসেছেন ৷ আমি যখন ধরনা মঞ্চে এসেছি ৷ আমি আপনাদেরই লোক ৷ আমি সাধ্য়মতো চেষ্টা করব ৷

1:35 PM, 14 Sep 2024 (IST)

মুখ্যমন্ত্রী নয়, দিদি ও সহযোদ্ধা হিসেবে এসেছি: মমতা

আমি মুখ্যমন্ত্রী হিসেবে আসিনি ৷ আপনাদের কাছে আজ আমি দিদি ও সহযোদ্ধা হিসেবে এসেছি ৷ আপনাদের অনুরোধ করব ৷ আমাকে এটুকু সময় দিন ৷ আরেকটা কথা বলব, যে যা খাবার দিচ্ছে, সবটা খাবেন না ৷ আমি আবেদন করে গেলাম, আমি 26 দিন অনশন করেছিলাম, বামেদের কেউ আসেননি ৷ আমি এসেছি ৷ আপনারা আলোচনা করুন, সিদ্ধান্ত নিন ৷ আপনারা আমার উপর ছাড়লে জাস্টিস পাবেন ৷

1:33 PM, 14 Sep 2024 (IST)

সব হাসপাতালের রোগীকল্যাণ সমিতি ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী

কেউ দোষী হলে শাস্তি পাবেন ৷ তিন মাসের মধ্যে সিবিআই যেন ফাঁসির অর্ডার দেয় ৷ আপনাদের আস্থা থাকলে আমাকে সময় দিন ৷ আমি নিজে ব্যবস্থা নেব ৷ আমি এটা বলার জন্যই এসেছিলাম ৷ আপনারা আমাদেরই ভাইবোন ৷ আপনারা দয়া করে কাজে ফিরুন ৷ হাসপাতালের উন্নয়ন শুরু হয়েছে ৷ হাসপাতালের রোগীকল্যাণ সমিতিতে আমি প্রিন্সিপালদের চেয়ারম্যান করব ৷ তাতে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্স, পাবলিক প্রতিনিধি, পুলিশ থাকবে ৷ আমি সব হাসপাতালের রোগীকল্যাণ সমিতি ভেঙে দিলাম ৷

1:28 PM, 14 Sep 2024 (IST)

চিকিৎসকদের ধর্নামঞ্চে মুখ্যমন্ত্রী, এটাই আমার শেষ চেষ্টা: মমতা

বলা শুরু করলেন মমতা ৷ ধৈর্য ধরে শুনুন ৷ স্লোগানে আমার আপত্তি নেই ৷ আমি 5 মিনিট সময় নেব ৷ আমাকে বলতে দিন ৷ আমার সেফটি সিকিউরিটির বারণ থাকা সত্ত্বেও এখানে এসেছি ৷ আমি কুর্নিশ জানাই আপনাদের আন্দোলনকে ৷ আমার পোস্ট বড় নয়, মানুষই শেষ কথা ৷ আমারও কাল কষ্ট হয়েছে, কাল আপনারা যেভাবে বসে আছেন ৷ আপনাদের জন্য আমাকেও জেগে থাকতে হয় ৷ আমি যেটা বলতে এসেছি, এত দুর্যোগের মধ্যে আপনারা কষ্ট পেয়েছেন ৷ আর কষ্ট না-পেয়ে যদি কাজে ফিরতে চান, আপনাদের দাবি আমি পূরণ করব ৷

1:11 PM, 14 Sep 2024 (IST)

জুনিয়র চিকিৎসদের আন্দোলনের 35তম দিনে ধরনা মঞ্চে মমতা

আরজি করে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় কর্মবিরতির পাশাপাশি আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা ৷ আন্দোলনের 35তম দিনে শনিবার দুপুরে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে তাঁদের মঞ্চে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা ৷ তাঁর সঙ্গে রয়েছএন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ৷ আন্দোলনরত চিকিৎসকদের উদেশ্যে মমতা বলেন, "দয়া করে চুপ করুন ৷ আমাকে বলতে দিন ৷ অপরাধী শাস্তি পাবে ৷" কিন্তু আন্দোলনকারীদের স্লোগানিংয়ে কথা বলতে পারছেন না মুখ্যমন্ত্রী ৷ তবুও তিনি বলেন, "আমি নিজে ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি ৷ আন্দোলনের ব্যথা বুঝি ৷ আমি অনুরোধ করতে এসেছি ৷ আপনারা যদি আমাকে বলতে দেন তাহলে খুশি হব ৷"

1:08 PM, 14 Sep 2024 (IST)

জুনিয়র চিকিৎসকদের ধর্নামঞ্চে মুখ্যমন্ত্রী মমতা

রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সঙ্গে নিয়ে জুনিয়র চিকিৎসকদের ধর্নামঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আন্দোলনকারীদের উদ্দেশে বলতে শুরু করেন মমতা ৷ একই সঙ্গে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা ৷ আন্দোলনকারীদের উদ্দেশে বলার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী ৷ পালটা স্লোগানের তীব্রতা বাড়াচ্ছেন আন্দোলনকারীরা ৷

12:55 PM, 14 Sep 2024 (IST)

ফের রাত দখলের ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা

ফের রাত দখলের ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা ৷ শনিবার রাতে সবাইকে তাঁরা রাস্তায় নামার আহ্বান জানান। রাস্তায় নেমে তাঁদের 5 দফা দাবি নিয়ে সোচ্চার হওয়ার কথা বলেন। জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবনের সামনেই অবস্থান বিক্ষোভ চলছে। সেখানেই তাঁরা রাত দখলের কর্মসুচি চালিয়ে নিয়ে যাবেন ৷ তবে জুনিয়র চিকিৎসকরা আবেদন জানিয়েছেন, যে যেখানে পারবেন, সেখানেই রাত দখলের এই কর্মসূচিতে অংশ নিন ৷

12:42 PM, 14 Sep 2024 (IST)

অডিয়ো-কাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা কলতান

স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্নামঞ্চে হামলার পরিকল্পনা ! এ নিয়ে শুক্রবার এ নিয়ে একটি অডিয়ো প্রকাশ্যে আনেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ এই অডিয়ো-কাণ্ডে শনিবার গ্রেফতার হন বাম যুবনেতা কলতান দাশগুপ্ত । তৃণমূল নেতা কুণাল ঘোষ ওই অডিয়ো প্রকাশ্যে আনার পর তদন্তে নামে বিধাননগর সিটি পুলিশ ৷ গতকাল এই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল সঞ্জীব দাসকে ৷ এবার গ্রেফতার করা হল ডিওয়াইএফআইয়ের মুখপত্রের সম্পাদক কলতান দাশগুপ্তকে ।

12:38 PM, 14 Sep 2024 (IST)

বৃষ্টিতে ভিজেও অবস্থান বিক্ষোভে অনড় জুনিয়র চিকিৎসক

গত মঙ্গলবার স্বাস্থ্যভবন অভিযানের ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা ৷ তারপর থেকে সেখানেই চলছে তাঁদের অবস্থান বিক্ষোভ ৷ শনিবার পঞ্চম দিনেও নিজেদের অবস্থানে অনড় ৷ শুক্রবার রাত থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে বিধাননগর সংলগ্ন এলাকায় ৷ সেই বৃষ্টিকে মাথায় নিয়েই আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা ৷ বৃষ্টিতে ভিজে গিয়েছে তাঁদের জামাকাপড় ৷ তাও রাতভোর না-ঘুমিয়ে বৃষ্টির মধ্যে ছাতা ও ত্রিপলের মধ্যে কোনওরকমে মাথাগুজে দিচ্ছেন স্লোগান ৷ বৃষ্টিও ভাঁটা ফেলতে পারেনি জুনিয়র ডাক্তারদের আন্দোলনে ৷

আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় শনিবার রাতে সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই । সন্দীপ ছাড়াও এই মামলায় টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে সিবিআই বার বার ঘটনার তথ্য-প্রমাণ লোপাট করার দাবি করেছে হয়েছে । সেই অভিযোগের ভিত্তিতেই শনিবার গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে। রবিবার জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পাশাপাশি আরজি কর কাণ্ডে গ্রেফতার হওয়া সন্দীপ-অভিজিৎকে নিয়ে জল কোন দিকে গড়ায়, তা-ই এখন দেখার...

LIVE FEED

9:35 PM, 15 Sep 2024 (IST)

পথে নামলেন বারাসত কলেজের প্রাক্তনীরা

আরজি কর-কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে এবার পথে নামলেন বারাসত কলেজের প্রাক্তনীরা। শঙ্খ বাজিয়ে স্লোগান তুলে সরব হলেন প্রতিবাদে।

7:33 PM, 15 Sep 2024 (IST)

ধুনুচি হাতে প্রতিবাদ

আরজি করের ঘটনায় উল্টোডাঙায় পথে নামলেন সাধারণ মানুষ । ধুনুচি নিয়ে পথে নামলেন মহিলারা।

6:36 PM, 15 Sep 2024 (IST)

বিশ্বাস যোগ্যতা হারিয়েছেন দিদি, মুখ্যমন্ত্রীত্ব ছেড়ে ভাইপোকে দায়িত্ব দেওয়া, কটাক্ষ অধীরের

বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন দিদি। তাঁর উচিত। মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে ভাইপোকে দায়িত্ব দেওয়া। রবিবার এটাই দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আরজি কর কাণ্ডে বেকাদায় রাজ্যের সরকার। ইতিমধ্যে, টালা থানার ওসি ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। এতে কিছুটা হলেও সিবিআইয়ের প্রতি অধীরের আস্থা ফিরিছে বলেই মনে করেন অধীর।

6:21 PM, 15 Sep 2024 (IST)

আবারও স্বাস্থ্যভবন অভিযান

পাঁচ দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে হওয়া আলোচনা ভেস্তে যাওয়ার পর ফিরে এসে আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছিলেন জুনিয়ার ডাক্তাররা। সেই মতো রবিবার তাঁরা সেন্ট্রাল পার্ক থেকে বৃষ্টি উপেক্ষা করেই ফের স্বাস্থ্য ভবন অভিযানে সামিল হলেন। জুনিয়র ডাক্তারদের সঙ্গে মিছিলে পা মিলাচ্ছেন অসংখ্য নার্স ও সিস্টাররা। আছেন সিনিয়র চিকিৎসকরাও

junior doctors protest
স্বাস্থ্যভবন অভিযান (নিজস্ব চিত্র)

6:09 PM, 15 Sep 2024 (IST)

বৃষ্টি মাথায় নিয়ে প্রতিবাদ

রবিবা আরও একবার প্রতিবাদে নামল শহর কলকাতা । বৃষ্টির মধ্যে ছাতা মাথায় নিয়েই হল প্রতিবাদ।

5:58 PM, 15 Sep 2024 (IST)

'আরজি করে বৃহত্তর ষড়যন্ত্র', 3 দিনের সিবিআই হেফাজতে সন্দীপ-টালা থানার ওসি

আরজি করে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্রের যোগ রয়েছে বলে আদালতে দাবি করল সিবিআই ৷ তাদের দাবি, ঘটনার দিন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে ফোনে একাধিকবার কথা বলেছিলেন টালা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডল । এই ঘটনায় ধৃত এই দু'জনকে তিনদিনের জন্য সিবিআই হেফাজতে পাঠিয়েছে আদালত ৷

2:04 PM, 15 Sep 2024 (IST)

সন্দীপ-অভিজিৎদের 3 দিনের হেফাজত চাইবে সিবিআই

রবিবার 12টা 30 মিনিট নাগাদ সন্দীপ ঘোষকে নিয়ে শিয়ালদা আদালতে পৌঁছয় সিবিআই । সন্দীপ ঘোষ আর টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে 3 দিনের হেফাজতের জন্য আবেদন করতে পারে সিবিআই । শিয়ালদা আদালতে দুপুর 2টো নাগাদ থেকে সওয়াল-জবাব শুরু হয়েছে।

12:16 PM, 15 Sep 2024 (IST)

সন্দীপ ঘোষকে হেফাজতে নেওয়ার তোড়জোড় শুরু

সন্দীপ ঘোষকে হেফাজতে নেওয়ার তোড়জোড় শুরু করে দিল সিবিআই। আরজি করে আর্থিক দুর্নীতির অভিযোগে আগেই গ্রেফতার হয়েছিলেন তিনি । এখন সেই মামলাতেই প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন সন্দীপ । শনিবার রাতে চিকিৎসক খুনের ঘটনায় তাঁকে গ্রেফতার করে সিবিআই। সূত্রের খবর, আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে রবিবার নিজেদের হেফাজতে নেওয়ার জন্য শিয়ালদহ আদালতে আবেদন করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

11:30 AM, 15 Sep 2024 (IST)

সিজিও থেকে হাসপাতালের পথে টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল

রবিবার সকাল 11টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বের করা হল টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে । তাঁকে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে । আদালতে হাজির করানোর আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য অভিজিৎকে বিআর সিংহ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে । এখান থেকে টালা থানার তৎকালীন ওসিকে শিয়ালদা আদালতে নিয়ে যাওয়া হবে।

10:50 PM, 14 Sep 2024 (IST)

আরও বড় মাথার হাত আছে, দাবি সুকান্তর

আরজি করে নির্যাতিতাকে ধর্ষণ ও খুনের ঘটনায় টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে। এ নিয়ে প্রতিক্রিয়া দিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এক ভিডিয়ো বার্তায় তিনি বলেন, "আমরা আশা করব সিবিআই সঠিক জায়গায় পৌঁছবে। কিন্তু ওসি বা প্রিন্সিপাল নিজে থেকে এই কাজ করতে পারেন না। তাঁদের পেছনে বড় কোনও মাথা আছে। আমার ধারনা গ্রেফতারি এই সবে শুরু হল। আরও অনেকে গ্রেফতার হবেন।"

10:23 PM, 14 Sep 2024 (IST)

7 ঘণ্টা জেরার পর গ্রেফতার ওসি

সিবিআই সূত্রে খবর, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতারের আগে টানা 7 ঘণ্টা জেরা করা হয়।

9:55 PM, 14 Sep 2024 (IST)

খুন-ধর্ষণের মামলাতেও গ্রেফতার সন্দীপ

আরজি করের নির্যাতিতাকে ধর্ষণ ও খুনের ঘটনায় এবার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হল । আগেই হাসপাতালের কয়েকটি দুর্নীতির ঘটনায় তিনি গ্রেফতার হন। এবার ধর্ষণ ও খুনের মামলাতেও তাঁকে গ্রেফতার করা হল। পাশপাশি টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার করলেন সিবিআই আধিকারিকরা

9:31 PM, 14 Sep 2024 (IST)

আমরা হতাশ-নির্বাক, দাবি জুনিয়র চিকিৎসকদের

আবারও মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক ভেস্তে গেল । আর এই প্রসঙ্গেই বিস্ফোরক দাবি করেলন জুনিয়র চিকিৎসরা । তাঁদের দাবি মুখ্যমন্ত্রী বাডির বাইরে এসে কথা বলার পর তাঁরা সমস্ত দাবি ছেড়ে বৈঠকে বসতে রাজি ছিলেন । কিন্তু জুনিয়র চিকিৎসকদের দাবি তাঁদের প্রশাসনের তরফে বলা হয়, তিন ঘণ্টা অপেক্ষা করা হয়েছে। আর বৈঠক করা হবে না। তাঁরা যেন বেরিয়ে যান। নইলে বাস ডেকে বের করে দেওয়া হবে । পড়ুয়াদের দাবি, প্রশাসনের এমন ব্যবহারে তাঁরা হতাশ ও নির্বাক ।

9:09 PM, 14 Sep 2024 (IST)

মমতার বাড়ি ছাড়লেন মনোজ-চন্দ্রিমারা

বৈঠক নিয়ে সংশয়। মুখ্যসচিব মনোজ পন্থ থেকে শুরু করে স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্য় পুলিশের ডিজি রাজীব কুমার মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে গেলেন। মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

8:32 PM, 14 Sep 2024 (IST)

জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা মমতার

বৈঠকের লাইভ সম্প্রচার নিয়ে জটিলতার মাঝেই বাড়ি থেকে বেরিয়ে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বললেন মমতা। তাঁদের বৃষ্টিতে ভিজতে বারণ করলেন । জানালেন, কারও বৃষ্টিচে ভেজার দরকার নেই। সকলের জন্য ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয় তাঁকে এও বলতে শোনা যায়, বৈঠক করতে না চাইলে চা খেয়ে যাও। পরে তিনি বলেন, "লক্ষ্মী ভাইবোনেরা ভিতরে এসো । কথা বলতে না চাইলে চা খেয়ে যাও। বৈঠকের মিনিটস আজ করে দেব। বৈঠক নিয়ে আপনারা অনেক অসম্মান করছেন। বৈঠক করতে না চাইলে চিঠি কেন দিয়েছেন? আমি আন্দোলন করা লোক । আন্দোলনকে আমি মর্যাদা দিতে চাই । মিনিটস করে মিনিটস সই করে দেব । পরে সুপ্রিম কোর্ট থেকে অনুমতি নিয়ে ভিডিয়ো তোমরা দিয়ে দেব ।"

ছাত্রছাত্রীদের বক্তব্য (ইটিভি ভারত)

8:18 PM, 14 Sep 2024 (IST)

বাড়ির দরজায় অপেক্ষায় মমতা

জুনিয়র চিকিৎসকরা তাঁর বাড়িতে গেলেও এখনও শুরু হয়নি বৈঠক। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর বাড়ির কিছু ছবি প্রকাশ্যে এসেছে । তাতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন ।

Mamata Banerjee
বৈঠকের অপেক্ষায় মমতা (ইটিভি ভারত)

8:09 PM, 14 Sep 2024 (IST)

নিজেদের ভিডিয়োগ্রাফার নিয়ে যেতে চান জুনিয়র চিকিৎসকরা

চিকিৎসকদের দাবি, স্বচ্ছতা নিয়েই তাঁরা বৈঠকে যোগ দিতে এসেছেন । কিন্তু প্রশাসনের তরফে বলা হয় মুখ্যমন্ত্রীর বাড়ি বলে এখানে লাইভ করা সম্ভব নয়। পরে জুনিয়র চিকিৎসকদের তরফে নিজেদের ভিডিয়োগ্রাফার নিয়ে যাওয়ার কথা বলা হয়। তাতে প্রশাসন রাজি হয় না ।

7:48 PM, 14 Sep 2024 (IST)

কালীঘাটেও লাইভ স্ট্রিমিং নিয়ে জটিলতা

নবান্নর পর কালীঘাটেও লাইভ স্ট্রিমিং নিয়ে জটিলতা তৈরি হল। বৈঠক শুরু হলেও পরে লাইভ সম্প্রচারের প্রশ্নে জটিলতা দেখা যায়

6:50 PM, 14 Sep 2024 (IST)

জাস্টিস ফর আরজি কর স্লোগান...

জাস্টিস ফর আরজি কর স্লোগান দিতে দিতে মমতার বাড়ির ভিতরে প্রবেশ করলেন জুনিয়র চিকিৎসকরা ।

6:41 PM, 14 Sep 2024 (IST)

পৌঁছলেন জুনিয়র চিকিৎসকরা

মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছলেন জুনিয়র চিকিৎসকরা । আগেই পৌঁছে গিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ ও স্বারাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী ।

5:54 PM, 14 Sep 2024 (IST)

আলোচনায় অংশ নিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা

কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে আলোচনায় অংশ নিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। তবে 15 জন নয় 30 থেকে 35 জন যাচ্ছেন আলোচনায় অংশ নিতে। বৃষ্টির মধ্যেই বাসে চেপে রওনা দিলেন তাঁরা। পাঁচ দফা দাবি নিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বাসভবনে আলোচনায় অংশ নিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, "উনি (মুখ্যমন্ত্রী) এখানে এসেছেন মানে আমাদের আন্দোলন ন্যায্য। কিন্তু আমরা ভেবেছিলাম কোনও একটা প্রশাসনিক জায়গায় ডাক আসবে। কিন্তু এখন দেখছি ওঁর বাড়িতে আমাদের ডাকলেন। আমরা যাচ্ছি। আমাদের দাবি গুলি ওঁর কানে শুনিয়ে আসতে চাই। বৈঠক যাতে স্বচ্ছভাবে হয় তার সব ব্যবস্থা করব। আমাদের মাথায় বুলিয়ে আন্দোলন তোলা যাবে না।"

CS EMAIL
মুখ্যসচিবের মেইল (ইটিভি ভারত)

5:40 PM, 14 Sep 2024 (IST)

15 জন আসতে বললেনম মুখ্যসচিব

জুনিয়র চিকিৎসকদের পাঠানো চিঠিতে মুখ্যসচিব জানিয়েছেন, মমতার বাড়ির বৈঠকে 15 জন জুনিয়র চিকিৎসক আসতে পারবেন।

5:21 PM, 14 Sep 2024 (IST)

মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক

জুনিয়র চিকিৎসকদের মেইলের উত্তর এল নবান্ন থেকে । মুখ্যসচিব জাানান, 6টার সময় কালীঘাটের বাড়িতে বৈঠক হবে ।

4:57 PM, 14 Sep 2024 (IST)

মেইলের উত্তরের অপেক্ষায়

মেইলের উত্তর এলেই ফের সাংবাদিক সম্মেলন করবেন বলে জানলেন জুনিয়র চিকিৎসকরা। তাঁরা জানান, অভিভাবক হিসাবে মাননীয়ার কাছে আবেদন থাকবে দ্রুত আলোচনায় বসার ব্যবস্থা করা হোক ৷ মেলের উত্তরে অপেক্ষা করছি ৷

4:48 PM, 14 Sep 2024 (IST)

নবান্নে মেইল করলেন জুনিয়র চিকিৎসকরা

মুখ্যমন্ত্রী গিয়ে কথা বলার পর আলোচনা চেয়ে উদ্যোগ নিল জুনিয়র চিকিৎসকরা। তাঁদের তরফে আবারও নবান্নেও মেইল করা হয়েছে।

আলোচনা চেয়ে ফের মেইল চিকিৎসকদের
জুনিয়র চিকিৎসকদের মেইল (চিকিৎসকদের থেকে পাওয়া ছবি)

1:52 PM, 14 Sep 2024 (IST)

আলোচনার রাস্তা খোলা রেখে অবস্থানে অনড় চিকিৎসকরা

আমরা পাঁচ দফা দাবি থেকে সরছি না ৷ মুখ্যমন্ত্রীর রোগীকল্যাণ সমিতি ভাঙার সিদ্ধান্তকে স্বাগত ৷ মমতার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েও আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকরা ৷

1:47 PM, 14 Sep 2024 (IST)

যাদের আমার বন্ধু বলছেন, তাদের আমি চিনি না: মমতা

যাদের আমার বন্ধু বলছেন, তাদের আমি চিনি না ৷ ওরা প্রসেসের মাধ্যমে এসেছেন ৷ আমি যখন ধরনা মঞ্চে এসেছি ৷ আমি আপনাদেরই লোক ৷ আমি সাধ্য়মতো চেষ্টা করব ৷

1:35 PM, 14 Sep 2024 (IST)

মুখ্যমন্ত্রী নয়, দিদি ও সহযোদ্ধা হিসেবে এসেছি: মমতা

আমি মুখ্যমন্ত্রী হিসেবে আসিনি ৷ আপনাদের কাছে আজ আমি দিদি ও সহযোদ্ধা হিসেবে এসেছি ৷ আপনাদের অনুরোধ করব ৷ আমাকে এটুকু সময় দিন ৷ আরেকটা কথা বলব, যে যা খাবার দিচ্ছে, সবটা খাবেন না ৷ আমি আবেদন করে গেলাম, আমি 26 দিন অনশন করেছিলাম, বামেদের কেউ আসেননি ৷ আমি এসেছি ৷ আপনারা আলোচনা করুন, সিদ্ধান্ত নিন ৷ আপনারা আমার উপর ছাড়লে জাস্টিস পাবেন ৷

1:33 PM, 14 Sep 2024 (IST)

সব হাসপাতালের রোগীকল্যাণ সমিতি ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী

কেউ দোষী হলে শাস্তি পাবেন ৷ তিন মাসের মধ্যে সিবিআই যেন ফাঁসির অর্ডার দেয় ৷ আপনাদের আস্থা থাকলে আমাকে সময় দিন ৷ আমি নিজে ব্যবস্থা নেব ৷ আমি এটা বলার জন্যই এসেছিলাম ৷ আপনারা আমাদেরই ভাইবোন ৷ আপনারা দয়া করে কাজে ফিরুন ৷ হাসপাতালের উন্নয়ন শুরু হয়েছে ৷ হাসপাতালের রোগীকল্যাণ সমিতিতে আমি প্রিন্সিপালদের চেয়ারম্যান করব ৷ তাতে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্স, পাবলিক প্রতিনিধি, পুলিশ থাকবে ৷ আমি সব হাসপাতালের রোগীকল্যাণ সমিতি ভেঙে দিলাম ৷

1:28 PM, 14 Sep 2024 (IST)

চিকিৎসকদের ধর্নামঞ্চে মুখ্যমন্ত্রী, এটাই আমার শেষ চেষ্টা: মমতা

বলা শুরু করলেন মমতা ৷ ধৈর্য ধরে শুনুন ৷ স্লোগানে আমার আপত্তি নেই ৷ আমি 5 মিনিট সময় নেব ৷ আমাকে বলতে দিন ৷ আমার সেফটি সিকিউরিটির বারণ থাকা সত্ত্বেও এখানে এসেছি ৷ আমি কুর্নিশ জানাই আপনাদের আন্দোলনকে ৷ আমার পোস্ট বড় নয়, মানুষই শেষ কথা ৷ আমারও কাল কষ্ট হয়েছে, কাল আপনারা যেভাবে বসে আছেন ৷ আপনাদের জন্য আমাকেও জেগে থাকতে হয় ৷ আমি যেটা বলতে এসেছি, এত দুর্যোগের মধ্যে আপনারা কষ্ট পেয়েছেন ৷ আর কষ্ট না-পেয়ে যদি কাজে ফিরতে চান, আপনাদের দাবি আমি পূরণ করব ৷

1:11 PM, 14 Sep 2024 (IST)

জুনিয়র চিকিৎসদের আন্দোলনের 35তম দিনে ধরনা মঞ্চে মমতা

আরজি করে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় কর্মবিরতির পাশাপাশি আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা ৷ আন্দোলনের 35তম দিনে শনিবার দুপুরে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে তাঁদের মঞ্চে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা ৷ তাঁর সঙ্গে রয়েছএন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ৷ আন্দোলনরত চিকিৎসকদের উদেশ্যে মমতা বলেন, "দয়া করে চুপ করুন ৷ আমাকে বলতে দিন ৷ অপরাধী শাস্তি পাবে ৷" কিন্তু আন্দোলনকারীদের স্লোগানিংয়ে কথা বলতে পারছেন না মুখ্যমন্ত্রী ৷ তবুও তিনি বলেন, "আমি নিজে ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি ৷ আন্দোলনের ব্যথা বুঝি ৷ আমি অনুরোধ করতে এসেছি ৷ আপনারা যদি আমাকে বলতে দেন তাহলে খুশি হব ৷"

1:08 PM, 14 Sep 2024 (IST)

জুনিয়র চিকিৎসকদের ধর্নামঞ্চে মুখ্যমন্ত্রী মমতা

রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সঙ্গে নিয়ে জুনিয়র চিকিৎসকদের ধর্নামঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আন্দোলনকারীদের উদ্দেশে বলতে শুরু করেন মমতা ৷ একই সঙ্গে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা ৷ আন্দোলনকারীদের উদ্দেশে বলার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী ৷ পালটা স্লোগানের তীব্রতা বাড়াচ্ছেন আন্দোলনকারীরা ৷

12:55 PM, 14 Sep 2024 (IST)

ফের রাত দখলের ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা

ফের রাত দখলের ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা ৷ শনিবার রাতে সবাইকে তাঁরা রাস্তায় নামার আহ্বান জানান। রাস্তায় নেমে তাঁদের 5 দফা দাবি নিয়ে সোচ্চার হওয়ার কথা বলেন। জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবনের সামনেই অবস্থান বিক্ষোভ চলছে। সেখানেই তাঁরা রাত দখলের কর্মসুচি চালিয়ে নিয়ে যাবেন ৷ তবে জুনিয়র চিকিৎসকরা আবেদন জানিয়েছেন, যে যেখানে পারবেন, সেখানেই রাত দখলের এই কর্মসূচিতে অংশ নিন ৷

12:42 PM, 14 Sep 2024 (IST)

অডিয়ো-কাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা কলতান

স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্নামঞ্চে হামলার পরিকল্পনা ! এ নিয়ে শুক্রবার এ নিয়ে একটি অডিয়ো প্রকাশ্যে আনেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ এই অডিয়ো-কাণ্ডে শনিবার গ্রেফতার হন বাম যুবনেতা কলতান দাশগুপ্ত । তৃণমূল নেতা কুণাল ঘোষ ওই অডিয়ো প্রকাশ্যে আনার পর তদন্তে নামে বিধাননগর সিটি পুলিশ ৷ গতকাল এই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল সঞ্জীব দাসকে ৷ এবার গ্রেফতার করা হল ডিওয়াইএফআইয়ের মুখপত্রের সম্পাদক কলতান দাশগুপ্তকে ।

12:38 PM, 14 Sep 2024 (IST)

বৃষ্টিতে ভিজেও অবস্থান বিক্ষোভে অনড় জুনিয়র চিকিৎসক

গত মঙ্গলবার স্বাস্থ্যভবন অভিযানের ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা ৷ তারপর থেকে সেখানেই চলছে তাঁদের অবস্থান বিক্ষোভ ৷ শনিবার পঞ্চম দিনেও নিজেদের অবস্থানে অনড় ৷ শুক্রবার রাত থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে বিধাননগর সংলগ্ন এলাকায় ৷ সেই বৃষ্টিকে মাথায় নিয়েই আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা ৷ বৃষ্টিতে ভিজে গিয়েছে তাঁদের জামাকাপড় ৷ তাও রাতভোর না-ঘুমিয়ে বৃষ্টির মধ্যে ছাতা ও ত্রিপলের মধ্যে কোনওরকমে মাথাগুজে দিচ্ছেন স্লোগান ৷ বৃষ্টিও ভাঁটা ফেলতে পারেনি জুনিয়র ডাক্তারদের আন্দোলনে ৷

Last Updated : Sep 15, 2024, 9:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.