ETV Bharat / state

ধনধান্য অডিটোরিয়াম চেয়েও পেলেন না জুনিয়র ডাক্তাররা, সরকারের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ - Junior Doctors Convention Cancelled - JUNIOR DOCTORS CONVENTION CANCELLED

Junior Doctors Mass convention Cancelled: জুনিয়র ডাক্তারদের হেনস্তার অভিযোগ এবার সরকারের বিরুদ্ধে ৷ গণকনভেনশনের জন্য ধনধান্য অডিটোরিয়াম চেয়েও পেলেন না জুনিয়র ডাক্তাররা ৷ এমনকি এর জন্য পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েও, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে ফিরলেন তাঁরা ৷

Junior Doctors Mass convention Cancelled
বাতিল জুনিয়র ডাক্তারদের গণকনভেনশন ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2024, 9:53 PM IST

কলকাতা, 25 সেপ্টেম্বর: জুনিয়র ডাক্তারদের গণকনভেনশন হওয়ার কথা ছিল শুক্রবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে ৷ তবে, সেই অডিটোরিয়াম পেলেন না তাঁরা ৷ এই বিষয় পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করতে কলকাতা পুরনিগমে এলেও, ফিরে যেতে হল জুনিয়র ডাক্তারদের ৷ তাঁদের অভিযোগ, দীর্ঘ সময় দরজার বাইরে দাঁড়িয়ে থাকেন তাঁরা ৷ কিন্তু, তাঁদের সঙ্গে দেখা করেননি মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম ৷ অন্যদিকে, আজ চিকিৎসকদের একটি অনুষ্ঠান ছিল বাইপাস সংলগ্ন একটি মাল্টিপ্লেক্সে ৷ সেই অনুষ্ঠানও বাতিল করা হয়েছে ৷

আজ বাইপাস লাগোয়া একটি মাল্টি প্লেক্স ছিল এসএসকেএমের চিকিৎসকদের একটি অনুষ্ঠান ছিল ৷ সেখানে উপস্থিত থাকার কথা ছিল বিশিষ্ট গায়িকা অন্বেষা এবং উৎসব দাসের ৷ সেই অনুষ্ঠান আচমকাই বাতিল করে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ ৷ চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষের দাবি, তাদের নিয়ম বা শর্তের সঙ্গে না-মেলাতেই অনুষ্ঠানের অনুমতি বাতিল করা হয়েছে ৷ একইভাবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের তরফে আগামী শুক্রবার ধনধান্য অডিটোরিয়ামে গণকনভেনশনের আয়োজন করা হয় ৷ এর জন্য আবেদনও করা হয়েছিল ৷

Junior Doctors Mass convention Cancelled
বাতিল জুনিয়র ডাক্তারদের গণকনভেনশন ৷ (নিজস্ব চিত্র)

এসএসকেএমের জুনিয়র ডাক্তাররা এই কর্মসূচির আয়োজনের দায়িত্বে ছিলেন ৷ তাঁরা জানান, পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর তরফে মৌখিক আশ্বাস ছিল, অডিটোরিয়াম পেতে অসুবিধা হবে না ৷ পরে জানানো হয়, অডিটোরিয়াম দেওয়া যাচ্ছে না ৷ তারপর তাঁরা ফের ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করতে কলকাতা পুরনিগমে আসেন ৷ অভিযোগ, মেয়রের ঘরের বাইরে দীর্ঘ অপেক্ষা করলেও, ফিরহাদ হাকিম তাঁদের সঙ্গে দেখাই করেননি ৷ বাধ্য হয়ে তাঁরা ফিরে যান ৷ এরপর কলা মন্দির থেকে শুরু করে, রবীন্দ্র সদন, উত্তম মঞ্চ, নজরুল মঞ্চ, সর্বত্র যোগাযোগ করলেও, না-করে দেওয়া হয় ৷

এই ঘটনায় ফের নতুন করে বিতর্ক তৈরি হয়েছে ৷ সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে ৷ রাজ্যে পালাবদলের পর সরকারের বিরুদ্ধে, ঠিক এমনই অভিযোগ বারেবারে তুলতো বামেরা ৷ বিভিন্ন অনুষ্ঠানে সরকারি হল চেয়ে না-পাওয়ার ৷ এমনকি, বেসরকারি হল চাইলেও, সরকারি চাপের মুখে পাওয়া যেত না বলে অভিযোগ উঠেছিল ৷ ফলে প্রশ্ন উঠছে, আরজি করের ঘটনায় কার্যত সরকারের বিরুদ্ধে আন্দোলনের জেরেই কি, এবার জুনিয়র ডাক্তারদের এই হেনস্তার মুখোমুখি হতে হচ্ছে ? তবে, এই প্রসঙ্গে সরকারের তরফে কেউ মুখ খুলতে চাননি ৷

কলকাতা, 25 সেপ্টেম্বর: জুনিয়র ডাক্তারদের গণকনভেনশন হওয়ার কথা ছিল শুক্রবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে ৷ তবে, সেই অডিটোরিয়াম পেলেন না তাঁরা ৷ এই বিষয় পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করতে কলকাতা পুরনিগমে এলেও, ফিরে যেতে হল জুনিয়র ডাক্তারদের ৷ তাঁদের অভিযোগ, দীর্ঘ সময় দরজার বাইরে দাঁড়িয়ে থাকেন তাঁরা ৷ কিন্তু, তাঁদের সঙ্গে দেখা করেননি মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম ৷ অন্যদিকে, আজ চিকিৎসকদের একটি অনুষ্ঠান ছিল বাইপাস সংলগ্ন একটি মাল্টিপ্লেক্সে ৷ সেই অনুষ্ঠানও বাতিল করা হয়েছে ৷

আজ বাইপাস লাগোয়া একটি মাল্টি প্লেক্স ছিল এসএসকেএমের চিকিৎসকদের একটি অনুষ্ঠান ছিল ৷ সেখানে উপস্থিত থাকার কথা ছিল বিশিষ্ট গায়িকা অন্বেষা এবং উৎসব দাসের ৷ সেই অনুষ্ঠান আচমকাই বাতিল করে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ ৷ চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষের দাবি, তাদের নিয়ম বা শর্তের সঙ্গে না-মেলাতেই অনুষ্ঠানের অনুমতি বাতিল করা হয়েছে ৷ একইভাবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের তরফে আগামী শুক্রবার ধনধান্য অডিটোরিয়ামে গণকনভেনশনের আয়োজন করা হয় ৷ এর জন্য আবেদনও করা হয়েছিল ৷

Junior Doctors Mass convention Cancelled
বাতিল জুনিয়র ডাক্তারদের গণকনভেনশন ৷ (নিজস্ব চিত্র)

এসএসকেএমের জুনিয়র ডাক্তাররা এই কর্মসূচির আয়োজনের দায়িত্বে ছিলেন ৷ তাঁরা জানান, পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর তরফে মৌখিক আশ্বাস ছিল, অডিটোরিয়াম পেতে অসুবিধা হবে না ৷ পরে জানানো হয়, অডিটোরিয়াম দেওয়া যাচ্ছে না ৷ তারপর তাঁরা ফের ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করতে কলকাতা পুরনিগমে আসেন ৷ অভিযোগ, মেয়রের ঘরের বাইরে দীর্ঘ অপেক্ষা করলেও, ফিরহাদ হাকিম তাঁদের সঙ্গে দেখাই করেননি ৷ বাধ্য হয়ে তাঁরা ফিরে যান ৷ এরপর কলা মন্দির থেকে শুরু করে, রবীন্দ্র সদন, উত্তম মঞ্চ, নজরুল মঞ্চ, সর্বত্র যোগাযোগ করলেও, না-করে দেওয়া হয় ৷

এই ঘটনায় ফের নতুন করে বিতর্ক তৈরি হয়েছে ৷ সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে ৷ রাজ্যে পালাবদলের পর সরকারের বিরুদ্ধে, ঠিক এমনই অভিযোগ বারেবারে তুলতো বামেরা ৷ বিভিন্ন অনুষ্ঠানে সরকারি হল চেয়ে না-পাওয়ার ৷ এমনকি, বেসরকারি হল চাইলেও, সরকারি চাপের মুখে পাওয়া যেত না বলে অভিযোগ উঠেছিল ৷ ফলে প্রশ্ন উঠছে, আরজি করের ঘটনায় কার্যত সরকারের বিরুদ্ধে আন্দোলনের জেরেই কি, এবার জুনিয়র ডাক্তারদের এই হেনস্তার মুখোমুখি হতে হচ্ছে ? তবে, এই প্রসঙ্গে সরকারের তরফে কেউ মুখ খুলতে চাননি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.