ETV Bharat / state

নবান্ন অভিযান ভণ্ডুল করতে হুমকি পুলিশের ! আইসি'র বাড়ির সামনে ধরনা তরুণীর - RG Kar Doctor Rape and Murder

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2024, 2:31 PM IST

Updated : Aug 26, 2024, 6:57 PM IST

Nabanna Abhijan: নবান্ন অভিযান ভণ্ডুল করতে হুমকি দিচ্ছে পুলিশ ৷ এই অভিযোগে আইসি'র বাড়ির সামনে ধরনা দিলেন তরুণী ৷ তবে গোটা ঘটনায় পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷

ETV BHARAT
নবান্ন অভিযান ভণ্ডুল করতে হুমকি পুলিশের ! আইসির বাড়ির সামনে ধরনা তরুণীর (নিজস্ব চিত্র)

মালদা, 26 অগস্ট: আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে 27 অগস্ট নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে ৷ সেই অভিযান বন্ধ করতে ইতিমধ্যে তৎপর পুলিশ ৷ শুধু কলকাতা নয়, ওই অভিযানে মালদা থেকে যাতে কেউ যোগ না-দিতে পারে, তার জন্য অতি সক্রিয় হয়ে উঠেছে জেলা পুলিশ ৷ এমনটাই অভিযোগ উঠে এসেছে পুরাতন মালদায় ৷ পুলিশের এই ভূমিকার প্রতিবাদে রবিবার মাঝরাতে সোশাল মিডিয়ায় লাইভ করে নিজের প্রতিবাদ জানিয়েছেন পুরাতন মালদার এক যুবতী ৷ সোমবার তিনি মালদা থানার আইসি-র বাড়ির সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন ৷ যদিও গোটা ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে পুলিশ ৷

আইসি-র বাড়ির সামনে ধরনা তরুণীর (নিজস্ব ভিডিয়ো)

ওই যুবতীর নাম সোনালি পাল ৷ বাড়ি পুরাতন মালদা শহরের পাল পাড়ায় ৷ তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, অভয়া কাণ্ডের প্রতিবাদে 27 অগস্ট নবান্ন অভিযানে অংশ নেওয়ার কথা রয়েছে সোনালির ৷ তাতে বাধ সাধে মালদা থানার পুলিশ ৷ বারবার ফোন করে সোনালির পরিবারের লোকজনকে ব্যতিব্যস্ত করে তোলেন পুলিশকর্মীরা ৷ তাতে কাজ না-হওয়ায় রবিবার গভীর রাতে সোনালির বাড়িতে হানা দেন স্বয়ং আইসি ৷ সোনালি যাতে নবান্ন অভিযানে অংশ না-নেন, তার জন্য তাঁর পরিবারের সদস্যদের হুমকি দেন বলেও অভিযোগ ৷

মালদা থানার আইসি সোনালিদের পাশের পাড়া ধানহাটি এলাকায় ভাড়া থাকেন ৷ এদিন সকাল থেকে তাঁর বাড়ির সামনে ধরনায় বসেছেন সোনালি ৷ তিনি বলেন, "গতকাল গভীর রাতে আমার বাড়ি দিয়ে আইসি বাবাকে বলেন, আমি যেন নবান্ন অভিযানে না-যাই ৷ আইসি কোথা থেকে শুনেছেন, আমি অনেক ছেলেমেয়ে নিয়ে নবান্ন অভিযানে যাচ্ছি ৷ গণতান্ত্রিক দেশে আমার বাক-স্বাধীনতা রয়েছে ৷ আমি নবান্ন অভিযানে যাব কি যাব না, সেটা সম্পূর্ণ আমার নিজের বিষয় ৷ আমার যেখানে ইচ্ছে, আমি যেতে পারি ৷ সেক্ষেত্রে আইসি-র কোনও অনুমতি নেওয়ার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি না ৷ গতকাল রাতে আইসি আমার কোনও কথা না-শুনে আমাকে পারিবারিকভাবে আক্রমণ করতে শুরু করেন ৷ আমার বাবা আর ভাইকে হুমকি দিতে থাকেন ৷ শাসান, আমি নবান্ন অভিযানে গেলে বাবা আর ভাইয়ের অবস্থা খারাপ হয়ে যাবে ৷ আমি যদি নবান্ন অভিযানে যাই, তবে আইসি-র ভয় কোথায় ? আমি আইসি-কে সেই প্রশ্ন করতে চাই ৷"

ETV BHARAT
আইসি-র বাড়ির সামনে ধরনা তরুণীর (নিজস্ব ছবি)

সোনালি আরও বলেন, "আরজি করের ঘটনার প্রতিবাদে রাজ্যে গণ আন্দোলন শুরু হয়েছে ৷ এই গণ আন্দোলনে যে কেউ যোগ দিতে পারে ৷ গতকাল রাতে আইসি আমার বাড়ি গিয়ে ভিডিয়ো করে এসেছেন ৷ অত রাতে তাঁর অফিসিয়ালি আমাদের বাড়িতে যাওয়া উচিত ছিল ৷ কিন্তু তিনি অফিশিয়ালি কোনও কাজ করেননি ৷ আমি কোনও রাজনৈতিক দল করি না ৷ এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী ৷ আরজি করে একজন নারীর উপর যে অত্যাচার হয়েছে, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি ৷ প্রতিবাদীদের মুখ বন্ধ করতে সেই রাজ্যেই পুলিশ পাঠানো হচ্ছে ৷ আজ আমার সঙ্গে এই ঘটনা ঘটেছে ৷ আগামীতে আরও অনেকের সঙ্গে ঘটতে পারে ৷ আমি চাই, পুলিশ যেন বিনা কারণে আর কারও বাড়িতে রাতদুপুরে হানা না-দেয় ৷ পুলিশ এখানে এসেও আমাকে লাঠিপেটা করতে পারে ৷ কিন্তু লাঠিচার্জ করবি কর, জাস্টিস ফর আরজি কর ৷ আগে জাস্টিস দিয়ে পুলিশ আমার উপর লাঠি চালাক, কোনও অসুবিধে নেই ৷"

এদিকে, আইসি-র বাড়ির দরজায় ধরনার খবর পেয়ে বেলা 12টা নাগাদ ঘটনাস্থলে আসে মালদা থানার পুলিশ ৷ সোনালি ও তাঁর সঙ্গীদের সঙ্গে পুলিশকর্মীদের বচসা বেঁধে যায় ৷ পুলিশের দাবি, গতকাল আইসি সোনালির বাড়ি যাননি ৷ তবে 27 অগস্টের নবান্ন অভিযানে মালদা থেকে কে কে অংশ নিচ্ছেন, পুলিশের তরফে তা জানার চেষ্টা চলছে ৷ বেশ কিছুক্ষণ পর পুলিশের অনুরোধে সোনালি অবস্থান বিক্ষোভ তুলে নেন ৷

এনিয়ে প্রতিক্রিয়া পেতে একাধিকবার ফোন করা হলেও রিসিভ করেননি মালদা থানার আইসি মৌমান সরকার ৷ ফোন ধরেননি পুলিশ সুপার প্রদীপকুমার যাদবও ৷

মালদা, 26 অগস্ট: আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে 27 অগস্ট নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে ৷ সেই অভিযান বন্ধ করতে ইতিমধ্যে তৎপর পুলিশ ৷ শুধু কলকাতা নয়, ওই অভিযানে মালদা থেকে যাতে কেউ যোগ না-দিতে পারে, তার জন্য অতি সক্রিয় হয়ে উঠেছে জেলা পুলিশ ৷ এমনটাই অভিযোগ উঠে এসেছে পুরাতন মালদায় ৷ পুলিশের এই ভূমিকার প্রতিবাদে রবিবার মাঝরাতে সোশাল মিডিয়ায় লাইভ করে নিজের প্রতিবাদ জানিয়েছেন পুরাতন মালদার এক যুবতী ৷ সোমবার তিনি মালদা থানার আইসি-র বাড়ির সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন ৷ যদিও গোটা ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে পুলিশ ৷

আইসি-র বাড়ির সামনে ধরনা তরুণীর (নিজস্ব ভিডিয়ো)

ওই যুবতীর নাম সোনালি পাল ৷ বাড়ি পুরাতন মালদা শহরের পাল পাড়ায় ৷ তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, অভয়া কাণ্ডের প্রতিবাদে 27 অগস্ট নবান্ন অভিযানে অংশ নেওয়ার কথা রয়েছে সোনালির ৷ তাতে বাধ সাধে মালদা থানার পুলিশ ৷ বারবার ফোন করে সোনালির পরিবারের লোকজনকে ব্যতিব্যস্ত করে তোলেন পুলিশকর্মীরা ৷ তাতে কাজ না-হওয়ায় রবিবার গভীর রাতে সোনালির বাড়িতে হানা দেন স্বয়ং আইসি ৷ সোনালি যাতে নবান্ন অভিযানে অংশ না-নেন, তার জন্য তাঁর পরিবারের সদস্যদের হুমকি দেন বলেও অভিযোগ ৷

মালদা থানার আইসি সোনালিদের পাশের পাড়া ধানহাটি এলাকায় ভাড়া থাকেন ৷ এদিন সকাল থেকে তাঁর বাড়ির সামনে ধরনায় বসেছেন সোনালি ৷ তিনি বলেন, "গতকাল গভীর রাতে আমার বাড়ি দিয়ে আইসি বাবাকে বলেন, আমি যেন নবান্ন অভিযানে না-যাই ৷ আইসি কোথা থেকে শুনেছেন, আমি অনেক ছেলেমেয়ে নিয়ে নবান্ন অভিযানে যাচ্ছি ৷ গণতান্ত্রিক দেশে আমার বাক-স্বাধীনতা রয়েছে ৷ আমি নবান্ন অভিযানে যাব কি যাব না, সেটা সম্পূর্ণ আমার নিজের বিষয় ৷ আমার যেখানে ইচ্ছে, আমি যেতে পারি ৷ সেক্ষেত্রে আইসি-র কোনও অনুমতি নেওয়ার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি না ৷ গতকাল রাতে আইসি আমার কোনও কথা না-শুনে আমাকে পারিবারিকভাবে আক্রমণ করতে শুরু করেন ৷ আমার বাবা আর ভাইকে হুমকি দিতে থাকেন ৷ শাসান, আমি নবান্ন অভিযানে গেলে বাবা আর ভাইয়ের অবস্থা খারাপ হয়ে যাবে ৷ আমি যদি নবান্ন অভিযানে যাই, তবে আইসি-র ভয় কোথায় ? আমি আইসি-কে সেই প্রশ্ন করতে চাই ৷"

ETV BHARAT
আইসি-র বাড়ির সামনে ধরনা তরুণীর (নিজস্ব ছবি)

সোনালি আরও বলেন, "আরজি করের ঘটনার প্রতিবাদে রাজ্যে গণ আন্দোলন শুরু হয়েছে ৷ এই গণ আন্দোলনে যে কেউ যোগ দিতে পারে ৷ গতকাল রাতে আইসি আমার বাড়ি গিয়ে ভিডিয়ো করে এসেছেন ৷ অত রাতে তাঁর অফিসিয়ালি আমাদের বাড়িতে যাওয়া উচিত ছিল ৷ কিন্তু তিনি অফিশিয়ালি কোনও কাজ করেননি ৷ আমি কোনও রাজনৈতিক দল করি না ৷ এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী ৷ আরজি করে একজন নারীর উপর যে অত্যাচার হয়েছে, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি ৷ প্রতিবাদীদের মুখ বন্ধ করতে সেই রাজ্যেই পুলিশ পাঠানো হচ্ছে ৷ আজ আমার সঙ্গে এই ঘটনা ঘটেছে ৷ আগামীতে আরও অনেকের সঙ্গে ঘটতে পারে ৷ আমি চাই, পুলিশ যেন বিনা কারণে আর কারও বাড়িতে রাতদুপুরে হানা না-দেয় ৷ পুলিশ এখানে এসেও আমাকে লাঠিপেটা করতে পারে ৷ কিন্তু লাঠিচার্জ করবি কর, জাস্টিস ফর আরজি কর ৷ আগে জাস্টিস দিয়ে পুলিশ আমার উপর লাঠি চালাক, কোনও অসুবিধে নেই ৷"

এদিকে, আইসি-র বাড়ির দরজায় ধরনার খবর পেয়ে বেলা 12টা নাগাদ ঘটনাস্থলে আসে মালদা থানার পুলিশ ৷ সোনালি ও তাঁর সঙ্গীদের সঙ্গে পুলিশকর্মীদের বচসা বেঁধে যায় ৷ পুলিশের দাবি, গতকাল আইসি সোনালির বাড়ি যাননি ৷ তবে 27 অগস্টের নবান্ন অভিযানে মালদা থেকে কে কে অংশ নিচ্ছেন, পুলিশের তরফে তা জানার চেষ্টা চলছে ৷ বেশ কিছুক্ষণ পর পুলিশের অনুরোধে সোনালি অবস্থান বিক্ষোভ তুলে নেন ৷

এনিয়ে প্রতিক্রিয়া পেতে একাধিকবার ফোন করা হলেও রিসিভ করেননি মালদা থানার আইসি মৌমান সরকার ৷ ফোন ধরেননি পুলিশ সুপার প্রদীপকুমার যাদবও ৷

Last Updated : Aug 26, 2024, 6:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.