কলকাতা, 21 এপ্রিল: আপাতত এই প্রাণান্তকর গরমই চলবে ৷ আজও বঙ্গবাসীকে সইতে হবে দহনজ্বালা ৷ ইতিমধ্যে রাজ্যের পশ্চিমে বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রামে প্রখর তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস ৷ দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও মুর্শিদাবাদে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে ৷ আগামী পাঁচদিনের পূর্বাভাসে হাওয়া অফিস জানিয়েছে, প্রথম তিনদিন তাপমাত্রা 4-7 ডিগ্রি বেশি থাকবে ৷ পরবর্তী দু’দিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3-4 ডিগ্রি বেশি থাকবে। বাকি জেলাগুলোতে তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
শুষ্ক গরম গত কয়েকবছর ধরেই মিলছিল ৷ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির মতো শুষ্ক গরম এখন কলকাতাতেও ৷ যদিও আবহাওয়াবিদরা বলছেন, "মুখ ফিরিয়ে থাকা জলীয় বাষ্পপূর্ণ বাতাস কিছুটা হলেও দক্ষিণবঙ্গের আকাশে প্রবেশ করতে শুরু করেছে ৷ যা অচিরেই হয়তো ঝড়-বৃষ্টির সুখবর বয়ে নিয়ে আসবে ৷" তবে তার জন্য অবশ্য ক'দিন অপেক্ষা করতে হবে বঙ্গবাসীকে ৷
দক্ষিণবঙ্গের তীব্র দহনজ্বালার প্রভাব উত্তরবঙ্গেও ৷ দুই দিনাজপুর এবং মালদায় আগামিকাল তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উপরের 5টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে ৷ শনিবার কলকাতা ও তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 85 শতাংশ এবং সর্বনিম্ন 39 শতাংশ ৷
আলিপুর আবহাওয়া অফিসের প্রকাশিত তথ্য অনুয়ায়ী, শনিবার পারদ চড়তে চড়তে 45 ডিগ্রি স্পর্শ করে ৷ দক্ষিণবঙ্গের উষ্ণতম অঞ্চল ছিল পানাগড় ৷ সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 8.3 ডিগ্রি বেশি ছিল, 45.1ডিগ্রি সেলসিয়াস ৷ এরপরই বাঁকুড়া, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছয় 44.5 ডিগ্রিতে, যা স্বাভাবিকের চেয়ে 7.6 ডিগ্রি বেশি ৷
জেলা | সর্বোচ্চ | |
---|---|---|
পানাগড় | 45.1 ডিগ্রি (স্বাভাবিকের চেয়ে 7.6 ডিগ্রি বেশি) | |
মগরা | 42 (স্বাভাবিকের থেকে 6.9 ডিগ্রি বেশি) | |
কলাইকুণ্ডা | 43.6 (স্বাভাবিকের থেকে 6.7 ডিগ্রি বেশি) | |
ব্যারাকপুর | 43 (স্বাভাবিকের চেয়ে 6.9 ডিগ্রি বেশি) | |
কলকাতা | 40.2 ডিগ্রি | |
দমদম | 42 ডিগ্রি | |
উলুবেড়িয়া | 40.5 ডিগ্রি | |
কৃষ্ণনগর | 41.8 ডিগ্রি | |
শ্রীনিকেতন | 42.5 ডিগ্রি | |
ক্যানিং | 42 ডিগ্রি | |
বর্ধমান | 42 ডিগ্রি | |
আসানসোল | 43.4 ডিগ্রি | |
পুরুলিয়া | 43.3 ডিগ্রি | |
সিউড়িতে | 42 ডিগ্রি | |
বাঁকুড়া | 44.5 (স্বাভাবিকের থেকে 7.6 ডিগ্রি বেশি) | |
* তাপমাত্রা সেলসিয়াসে বর্ণিত, রবিবার তাপপ্রবাহের সম্ভাবনা |
আজ রবিবার দিনের আকাশ প্রধানত পরিষ্কার থাকবে ৷ তাপপ্রবাহের পরিস্থিতি একই থাকবে ৷ সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে ৷
আরও পড়ুন: