কলকাতা, 3 এপ্রিল: বঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা সূচকের দৌড় শুরু ৷ ইতিমধ্যে আবহাওয়া অফিস দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহের প্রথম পাঁচদিনে তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করেছে ৷ সেই রেশ ধরেই মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রার দৌড়ে পানাগড় এবং বাঁকুড়া যুগ্মভাবে সবার উপরে ৷
বুধবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে ৷ আগামিকাল দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির প্রায় সবকটিতেই তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হতে পারে ৷ 5 এপ্রিল শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে ৷ বাদ যাবে না দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর ৷
হাওয়া অফিস আগামী পাঁচদিনে আবহাওয়ার যে পূর্বাভাস দিয়েছে, তাতে আপাতত শুষ্ক আবহাওয়া চলবে ৷ শুক্রবারের পরে কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ তাতে তাপমাত্রার ঊর্ধ্বগতিতে রাশ পরবে, এমন নয় ৷ সর্বোচ্চ তাপমাত্রা 2-3 ডিগ্রি বাড়বে ৷ অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত উপরের পাঁচটি জেলার মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে ৷ বাকি জেলায় আবহাওয়া শুষ্কই থাকবে ৷ সর্বোচ্চ তাপমাত্রা আগামী পাঁচদিনে 2-3 ডিগ্রি বৃদ্ধি পাবে ৷
চৈত্র মাসের মাঝামাঝি সময় থেকেই দক্ষিণবঙ্গে গরম তার ইনিংস মারকুটে মেজাজে খেলছে ৷ যত দিন যাবে, ততই শুষ্ক গরমে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়েছেন আবহবিদরা ৷ মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 92 শতাংশ ৷ আজ বুধবার দিনে অস্বস্তিকর আর্দ্রতাজনিত গরম অনুভূত হবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 37 ডিগ্রি এবং 28 ডিগ্রির কাছাকাছি থাকবে ৷
মঙ্গলবার বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.7 ডিগ্রি বেশি ৷ পানাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা 39.5 ডিগ্রি ৷ তবে সেখানে সর্বোচ্চ তাপমাত্রা 3.1 ডিগ্রি বেশি ৷ দক্ষিণবঙ্গের বাকি জেলার মধ্যে মুর্শিদাবাদ, সিউড়ি (39 ডিগ্রি), বর্ধমান (38.6 ডিগ্রি), আসানসোল (38.2 ডিগ্রি), পুরুলিয়া (38.3 ডিগ্রি), অশোকনগর (38.3 ডিগ্রি) তাপমাত্রা সূচকে প্রথম সারিতে ৷
কলকাতা এবং আশপাশের অঞ্চলের মধ্যে ব্যারাকপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.5 ডিগ্রি বেশি ৷ মঙ্গলবার কলকাতার আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.1 ডিগ্রি বেশি ৷ দমদমে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.2 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে 2.1 ডিগ্রি বেশি ৷ পূর্বাভাস মতোই দিনভর অস্বস্তিকর গরমে জেরবার হয়েছে মানুষ ৷ আপাতত এই গরম চলবে ৷
আরও পড়ুন: