বেলঘরিয়া, 29 নভেম্বর: প্রকাশ্য রাস্তায় কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনায় জড়িত রয়েছে স্বামীর বন্ধুরাও। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার কামারহাটি পুরসভার 23 নম্বর ওয়ার্ডের আর্যনগর এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত গৃহবধূ খড়দা এলাকার বাসিন্দা। এদিন সন্ধ্যায় তিনি বেলঘরিয়ায় বাজার করতে এসেছিলেন। ফেরার পথে কামারহাটির আর্যনগর এলাকায় কয়েকজন যুবক তাঁর ওপর হামলা চালায়। প্রকাশ্য রাস্তায় হামলাকারীরা তাঁর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করে বলে অভিযোগ।
ভরসন্ধ্যায় রাস্তার ওপর এমন ঘটনা দেখে হতভম্ব হয়ে যান পথচলতি সাধারণ মানুষ। ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।কোনওরকমে তাঁরা অগ্নিদগ্ধ মহিলাকে উদ্ধার করে। ওই মহিলার পোশাকে কেরোসিন ঢালায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। মহিলার শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গিয়েছে বলে দাবি স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে ওই মহিলার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে কামারহাটির সাগর দত্ত মেডিক্য়াল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁর শারীরিক অবস্থা যথেষ্ট সঙ্কটজনক বলেই খবর হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তাঁদের বয়ানও লিপিবদ্ধ করা হয়। কী কারণে ওই মহিলাকে প্রকাশ্য রাস্তায় পুড়িয়ে মারার চেষ্টা হল, তা খতিয়ে দেখছে পুলিশ।
মহুয়া চক্রবর্তী নামে এক বাসিন্দা বলেন, "ওই মহিলাকে দেখলাম আগুনে পুড়ে গিয়েছে। উনি এখানে বাজার করতে এসেছিলেন। তখনই এই ভয়ানক ঘটনা ঘটে। মহিলা জানিয়েছে, ওর স্বামী ও তার সঙ্গে থাকা দুই বন্ধু এই ঘটনার সঙ্গে জড়িত।" পুলিশ এই ঘটনায় একটি খুনের চেষ্টার মামলা রুজু করেছে। হামলাকারী ওই মহিলার স্বামী এবং তার সঙ্গীদের খোঁজে তল্লাশিও শুরু করেছে বেলঘরিয়া থানার পুলিশ।