ETV Bharat / state

এনআরএসে চলছে জুনিয়র চিকিৎসকদের জিবি বৈঠক, বিকেলে 'চিৎকার সমাবেশ' - JUNIOR DOCTORS HUNGER STRIKE

জুনিয়র চিকিৎসকদের ডাকে আজ বিকেলে ধর্মতলার অনশনমঞ্চে 'চিৎকার সমাবেশ'৷ 10 দফা দাবি আরও একবার সেখানে তুলে ধরা হবে ৷

ETV BHARAT
আজ বিকেলে 'চিৎকার সমাবেশ' (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2024, 1:40 PM IST

কলকাতা, 20 অক্টোবর: জুনিয়র চিকিৎসকদের ডাকে রবিবার বিকেলে চিৎকার সমাবেশ । বিকেল চারটে থেকে ধর্মতলার অনশনমঞ্চে এই সমাবেশ শুরু হবে । সমাবেশে থাকবেন অনশনকারীরা । যে 10 দফা দাবি নিয়ে তাঁরা আন্দোলন করছেন, তা জনসমক্ষে আরও একবার তুলে ধরবেন তাঁরা । তবে অনশনকারীদের পাশাপাশি এই সমাবেশে অংশ নেবেন বিভিন্ন জুনিয়র চিকিৎসকরাও । তাঁরা এই সমাবেশে সাধারণ মানুষকেও যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ৷ এদিকে, এনআরএস-এ চলছে তাঁদের জিবি বৈঠক ৷

জুনিয়র চিকিৎসকদের অনশনের আজ 16তম দিন । ধর্মতলার পাশাপাশি অনশনে যোগ দিয়েছেন উত্তরবঙ্গের তিন জুনিয়র চিকিৎসক । অনশন চলাকালীন সবমিলিয়ে এখনও পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন 6 জন অনশনকারী । যদিও তাঁদের মধ্যে বর্তমানে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে তিনজনকে । বাকি তিনজন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন । তাঁদের মধ্যে দু'জন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি । আর একজন ভর্তি কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । যদিও বর্তমানে এই তিন জনের শারীরিক অবস্থা আগের থেকে অনেকটা ভালো । তবে চিকিৎসকদের পরামর্শ, যাঁদেরকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে এবং যাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সকলেরই পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম দরকার ।

ETV BHARAT
আজ বিকেলে 'চিৎকার সমাবেশ' (নিজস্ব চিত্র)

প্রথম দিন থেকে অনশনে রয়েছেন তিনজন জুনিয়র চিকিৎসক । অর্ণব মুখোপাধ্যায়, স্নিগ্ধা হাজরা ও সায়ন্তনী ঘোষ হাজরা ৷ তাঁরা গত 15 দিন জল ছাড়া আর কিছু মুখে তোলেননি । এঁদের শারীরিক অবস্থার ক্রমেই অবনতি ঘটছে । এঁদের সকলের মূত্রে কিটোনের পরিমাণ তিন ছড়িয়ে গিয়েছে । কমছে রক্তচাপ এবং রক্তে শর্করার মাত্রা । পরবর্তী সময়ে অনশনে যোগ দেন অলোলিকা ঘড়ুই এবং পরিচয় পাণ্ডা । সময় এগোনোর পাশাপাশি অনশনে যোগ দেন আরও দুই জুনিয়র চিকিৎসক । তাঁরা হলেন স্পন্দন চৌধুরী এবং রুমেলিকা কুমার । তাঁরাও ক্রমে দুর্বল হয়ে পড়েছেন ৷

ETV BHARAT
অনশনকারীদের স্বাস্থ্যের রিপোর্ট (নিজস্ব চিত্র)

10 দফা দাবি নিয়ে সোমবার বিকেল পাঁচটায় নবান্ন সভাঘরে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একথা জানিয়ে গতকালই একটি ইমেল করেছেন মুখ্যসচিব মনোজ পন্থ ৷ ওই ইমেলে লেখা ছিল, বৈঠকের আগে অনশন তুলে নিতে হবে । যদিও অনশনকারীরা সাফ জানিয়ে দিয়েছেন, দাবি পূরণ হলে তবেই উঠবে অনশন ৷ এই নিয়ে গতকাল রাতে জিবি বৈঠক হলেও সেখানে ঠিকমতো আলোচনা হয়নি ৷ আজ এনআরএস-এ আবারও শুরু হয়েছে জেনারেল বডির বৈঠক ৷ সেই বৈঠকের পরই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে তাঁদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবেন জুনিয়র চিকিৎসকরা ।

কলকাতা, 20 অক্টোবর: জুনিয়র চিকিৎসকদের ডাকে রবিবার বিকেলে চিৎকার সমাবেশ । বিকেল চারটে থেকে ধর্মতলার অনশনমঞ্চে এই সমাবেশ শুরু হবে । সমাবেশে থাকবেন অনশনকারীরা । যে 10 দফা দাবি নিয়ে তাঁরা আন্দোলন করছেন, তা জনসমক্ষে আরও একবার তুলে ধরবেন তাঁরা । তবে অনশনকারীদের পাশাপাশি এই সমাবেশে অংশ নেবেন বিভিন্ন জুনিয়র চিকিৎসকরাও । তাঁরা এই সমাবেশে সাধারণ মানুষকেও যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ৷ এদিকে, এনআরএস-এ চলছে তাঁদের জিবি বৈঠক ৷

জুনিয়র চিকিৎসকদের অনশনের আজ 16তম দিন । ধর্মতলার পাশাপাশি অনশনে যোগ দিয়েছেন উত্তরবঙ্গের তিন জুনিয়র চিকিৎসক । অনশন চলাকালীন সবমিলিয়ে এখনও পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন 6 জন অনশনকারী । যদিও তাঁদের মধ্যে বর্তমানে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে তিনজনকে । বাকি তিনজন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন । তাঁদের মধ্যে দু'জন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি । আর একজন ভর্তি কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । যদিও বর্তমানে এই তিন জনের শারীরিক অবস্থা আগের থেকে অনেকটা ভালো । তবে চিকিৎসকদের পরামর্শ, যাঁদেরকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে এবং যাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সকলেরই পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম দরকার ।

ETV BHARAT
আজ বিকেলে 'চিৎকার সমাবেশ' (নিজস্ব চিত্র)

প্রথম দিন থেকে অনশনে রয়েছেন তিনজন জুনিয়র চিকিৎসক । অর্ণব মুখোপাধ্যায়, স্নিগ্ধা হাজরা ও সায়ন্তনী ঘোষ হাজরা ৷ তাঁরা গত 15 দিন জল ছাড়া আর কিছু মুখে তোলেননি । এঁদের শারীরিক অবস্থার ক্রমেই অবনতি ঘটছে । এঁদের সকলের মূত্রে কিটোনের পরিমাণ তিন ছড়িয়ে গিয়েছে । কমছে রক্তচাপ এবং রক্তে শর্করার মাত্রা । পরবর্তী সময়ে অনশনে যোগ দেন অলোলিকা ঘড়ুই এবং পরিচয় পাণ্ডা । সময় এগোনোর পাশাপাশি অনশনে যোগ দেন আরও দুই জুনিয়র চিকিৎসক । তাঁরা হলেন স্পন্দন চৌধুরী এবং রুমেলিকা কুমার । তাঁরাও ক্রমে দুর্বল হয়ে পড়েছেন ৷

ETV BHARAT
অনশনকারীদের স্বাস্থ্যের রিপোর্ট (নিজস্ব চিত্র)

10 দফা দাবি নিয়ে সোমবার বিকেল পাঁচটায় নবান্ন সভাঘরে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একথা জানিয়ে গতকালই একটি ইমেল করেছেন মুখ্যসচিব মনোজ পন্থ ৷ ওই ইমেলে লেখা ছিল, বৈঠকের আগে অনশন তুলে নিতে হবে । যদিও অনশনকারীরা সাফ জানিয়ে দিয়েছেন, দাবি পূরণ হলে তবেই উঠবে অনশন ৷ এই নিয়ে গতকাল রাতে জিবি বৈঠক হলেও সেখানে ঠিকমতো আলোচনা হয়নি ৷ আজ এনআরএস-এ আবারও শুরু হয়েছে জেনারেল বডির বৈঠক ৷ সেই বৈঠকের পরই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে তাঁদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবেন জুনিয়র চিকিৎসকরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.