ETV Bharat / state

চাঁদিফাটা গরমে জেরবার রাজ্য ! ক'দিন চলবে তাপপ্রবাহ, বৃষ্টির সম্ভাবনা কতদূর ? - WB Weather Forecast - WB WEATHER FORECAST

West Bengal Weather Update: অসহ্য গরমে নাজেহাল বঙ্গবাসী ৷ যত দিন যাচ্ছে, গরমে নয়া রেকর্ড গড়ছে রাজ্য ৷ সকলেই এখন বৃষ্টির আশায় ৷ কেমন থাকবে আজকের আবহাওয়া ? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন ৷

Heatwave Situation in Bengal, বঙ্গে তাপপ্রবাহের সতর্কতা
তীব্র গরম বঙ্গে
author img

By ETV Bharat Bangla Team

Published : May 1, 2024, 6:53 AM IST

Updated : May 1, 2024, 10:32 AM IST

আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে কেমন কাটবে আজকের দিন

কলকাতা, 1 মে: সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে বঙ্গের তাপমাত্রা ৷ ইতিমধ্যেই গরমে নয়া রেকর্ড গড়েছে কলকাতা ৷ এই বিষয়ে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই শনিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে । দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে । বর্ধমান এবং বীরভূমে গরম ও অস্বস্তি বাড়বে । 5 মে রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

মাত্রাতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির কারণ পশ্চিম দিক থেকে ধেয়ে আসা গরম বাতাস । আপাতত পশ্চিম দিক থেকে ছুটে আসা গরম বাতাস প্রবেশ কমতে শুরু করবে । বদলে উত্তর দিক থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসে স্বস্তি ফিরবে ৷ 3 মে শুক্রবার থেকে একটু একটু করে পরিস্থিতির উন্নতি হবে । তার আগে এই ক'দিন রাজ্যজুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে ৷ হাওয়া অফিসের কথায়, উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি চলবে । আজ থেকে বৃষ্টি বাড়বে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় । তবে নিচের দিকের তিন জেলা অর্থাৎ মালদা এবং দুই দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে । আগামী দু'দিন একই রকম তাপমাত্রা বজায় থাকবে উত্তরবঙ্গে । দু'দিন পর থেকে উত্তুরে হওয়া বইতে পারে উত্তরবঙ্গে ৷ তখন তাপমাত্রা কমবে ৷

এই তীব্র গরম গত অর্ধ শতাব্দীতে দেখা যায়নি । মঙ্গলবার ছিল মরশুমের উষ্ণতম দিন । এদিন উত্তরবঙ্গের মালদা-সহ দক্ষিণবঙ্গের সিংহভাগ জেলায় তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি ছিল । রাজ্যের উষ্ণতম জায়গা ছিল কলাইকুণ্ডা ৷ এখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 47.2 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 10.4 ডিগ্রি বেশি । পানাগড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 45.6 ডিগ্রি ৷ যা স্বাভাবিকের চেয়ে 10 ডিগ্রি বেশি ।

কলকাতার আলিপুর ও দমদমে 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে । আলিপুর আবহাওয়া অফিসের মতে, গত 50 বছরে এটাই এপ্রিল মাসের সর্বোচ্চ তাপমাত্রা । 1980 সালে 25 এপ্রিল তাপমাত্রা ছিল 41.7 ডিগ্রি সেলসিয়াস । 1954 সালের এপ্রিল মাসে 43.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল । তবে হাওয়া অফিস তাপমাত্রা আর বৃদ্ধি না হওয়ার ইঙ্গিত দিয়েছে ।

মঙ্গলবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43 ডিগ্রি । যা স্বাভাবিকের চেয়ে 7.4 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা 29.7 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 3.5 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 86 শতাংশ । সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ছিল 21 শতাংশ । যা সাধারণত শীতকালে থাকে । ফলে ত্বকে শীতকালের মতো টান পড়ছে ।

আজ বুধবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 42 এবং 29 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন :

  1. ভাঙল অর্ধশতকেরও বেশি সময়ের রেকর্ড ! কলকাতা পৌঁছল 43 ডিগ্রিতে; বৃষ্টি নিয়েও স্বস্তির খবর
  2. স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া দরকার কন্যা রাশির, বাকিদের ভাগ্যে কী আছে জানুন রাশিফলে
  3. 41 ডিগ্রি উপেক্ষা করে দুই প্রার্থীকে নিয়ে মালদায় চার কিমি হাঁটলেন মমতা

আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে কেমন কাটবে আজকের দিন

কলকাতা, 1 মে: সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে বঙ্গের তাপমাত্রা ৷ ইতিমধ্যেই গরমে নয়া রেকর্ড গড়েছে কলকাতা ৷ এই বিষয়ে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই শনিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে । দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে । বর্ধমান এবং বীরভূমে গরম ও অস্বস্তি বাড়বে । 5 মে রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

মাত্রাতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির কারণ পশ্চিম দিক থেকে ধেয়ে আসা গরম বাতাস । আপাতত পশ্চিম দিক থেকে ছুটে আসা গরম বাতাস প্রবেশ কমতে শুরু করবে । বদলে উত্তর দিক থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসে স্বস্তি ফিরবে ৷ 3 মে শুক্রবার থেকে একটু একটু করে পরিস্থিতির উন্নতি হবে । তার আগে এই ক'দিন রাজ্যজুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে ৷ হাওয়া অফিসের কথায়, উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি চলবে । আজ থেকে বৃষ্টি বাড়বে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় । তবে নিচের দিকের তিন জেলা অর্থাৎ মালদা এবং দুই দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে । আগামী দু'দিন একই রকম তাপমাত্রা বজায় থাকবে উত্তরবঙ্গে । দু'দিন পর থেকে উত্তুরে হওয়া বইতে পারে উত্তরবঙ্গে ৷ তখন তাপমাত্রা কমবে ৷

এই তীব্র গরম গত অর্ধ শতাব্দীতে দেখা যায়নি । মঙ্গলবার ছিল মরশুমের উষ্ণতম দিন । এদিন উত্তরবঙ্গের মালদা-সহ দক্ষিণবঙ্গের সিংহভাগ জেলায় তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি ছিল । রাজ্যের উষ্ণতম জায়গা ছিল কলাইকুণ্ডা ৷ এখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 47.2 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 10.4 ডিগ্রি বেশি । পানাগড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 45.6 ডিগ্রি ৷ যা স্বাভাবিকের চেয়ে 10 ডিগ্রি বেশি ।

কলকাতার আলিপুর ও দমদমে 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে । আলিপুর আবহাওয়া অফিসের মতে, গত 50 বছরে এটাই এপ্রিল মাসের সর্বোচ্চ তাপমাত্রা । 1980 সালে 25 এপ্রিল তাপমাত্রা ছিল 41.7 ডিগ্রি সেলসিয়াস । 1954 সালের এপ্রিল মাসে 43.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল । তবে হাওয়া অফিস তাপমাত্রা আর বৃদ্ধি না হওয়ার ইঙ্গিত দিয়েছে ।

মঙ্গলবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43 ডিগ্রি । যা স্বাভাবিকের চেয়ে 7.4 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা 29.7 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 3.5 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 86 শতাংশ । সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ছিল 21 শতাংশ । যা সাধারণত শীতকালে থাকে । ফলে ত্বকে শীতকালের মতো টান পড়ছে ।

আজ বুধবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 42 এবং 29 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন :

  1. ভাঙল অর্ধশতকেরও বেশি সময়ের রেকর্ড ! কলকাতা পৌঁছল 43 ডিগ্রিতে; বৃষ্টি নিয়েও স্বস্তির খবর
  2. স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া দরকার কন্যা রাশির, বাকিদের ভাগ্যে কী আছে জানুন রাশিফলে
  3. 41 ডিগ্রি উপেক্ষা করে দুই প্রার্থীকে নিয়ে মালদায় চার কিমি হাঁটলেন মমতা
Last Updated : May 1, 2024, 10:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.