কলকাতা, 29 জুন: গত এক সপ্তাহের বেশি সময় ধরে রাজভবনের কর্মচারীদের টিফিন বক্স থেকে শুরু করে আইডি কার্ড, সমস্ত কিছু তল্লাশি করে দেখছে পুলিশ। রাজভবনে মোতায়েন থাকা কলকাতা পুলিশের কর্মীরাই চালাচ্ছেন তল্লাশি ৷ এই বিষয়ে দিন দুয়েক আগে কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি পাঠান রাজ্যপালের বিশেষ সচিব । কিন্তু তারপরও পরিস্থিতির বদল ঘটেনি । তাই ফের চিঠি পাঠানো হয়েছে বলে খবর ।
সূরত্রে খবর, দিন কয়েক আগে রাজ্যপালের নিরাপত্তায় নিয়োজিত কেন্দ্রীয় বাহিনীর পদাধিকারীদের সঙ্গে পুলিশের বৈঠক হয় । সেই বৈঠকের পরই রাজভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে । কিন্তু এই কড়া 'নিরাপত্তা'য় সমস্যায় ফেলেছে রাজভবনের কর্মীদের ৷ সাধারণ কর্মীরা বেশি সমস্যায় পড়েছেন। একবার রাজভবনে ঢুকলে টিফিন করতে বা রাজভবনেরই কোনও কাজে বাইরে গেলে ফের কড়া তল্লাশির মুখে পড়তে হচ্ছে তাঁদের।
সূত্রের খবর, আগের চিঠির এখনও কোনও উত্তর আসেনি রাজভবনে। কর্মীদের 'চিরুনি তল্লাশি'র বিষয়টিরও কোনও সমাধান হয়নি ৷ তাই দ্বিতীয় চিঠিতে কর্মীদের রাজভবনে প্রবেশ বা বের হওয়ার সময়, নাম, বিভাগ, এমনকী আইকার্ড চেক করার বিষয়েও না করা হয়েছে । বিশেষ করে যাঁরা নতুন নন, বেশ কয়েক বছর ধরে রাজভবনে কাজ করছেন তাঁদের ক্ষেত্রে এই বিষয়ে আরও জোড় দেওয়া হয়েছে সেই চিঠিতে বলে খবর ।
উল্লেখ্য, শুধু রাজভবনের উত্তর গেট নয়, প্রতিটি গেটেই কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে । সূত্রের খবর, রাতের ডিউটিতে ইন্সপেক্টর পদমর্যদার পুলিশ অফিসারকে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে । সঙ্গে রাখা হয়েছে মহিলা পুলিশ কর্মীও । এই রকম কড়া নিরাপত্তা এর আগে কবে লাগু করা হয়েছিল, তা ঠিক মনে করে বলতে পারছেন না রাজভবনের অধিকাংশ কর্মচারী । তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন হঠাৎ করে রাজভবনের নিরাপত্তায় এত কড়া ব্যবস্থা করা হয়েছে ? যদিও এখনও পর্যন্ত কোনও উত্তর পাওয়া যায়নি ৷