ETV Bharat / state

পশ্চিমবঙ্গ দিবসে রাজভবনের অনুষ্ঠানে নেই রাজ্যপাল আনন্দ - GOVERNOR CV ANANDA BOSE

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 20, 2024, 5:37 PM IST

Governor CV Ananda Bose on West Bengal Day: রাজ্যের প্রতিষ্ঠা দিবস পালন হল রাজভবনে ৷ এনিয়ে ফের শুরু হয়েছে নয়া বিতর্ক ৷ রাজভবনে থাকলেও অনুষ্ঠানস্থলে হাজির ছিলেন না রাজ্যপাল আনন্দ বোস ৷

Governor Ananda Bose
রাজ্যপাল আনন্দ বোস (সৌ: এক্স হ্যান্ডেল)

কলকাতা, 20 জুন: রাজভবনে থাকলেও পশ্চিমবঙ্গ দিবস পালনের অনুষ্ঠান কক্ষেই এলেন না রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ অনুষ্ঠান চলাকালীন এদিন ভিডিয়ো বার্তায় নিজের বক্তব্য বলেন রাজ্যপাল ৷ রাজভবনের তরফে অবশ্য জানানো হয়েছে, রাজ্যপাল দেশের যে সব রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছে, সেই কাজে ব্যস্ত থাকায় সশরীরে অনুষ্ঠানস্থলে আসতে পারেননি ৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে রাজভবনে ৷

এরপরও প্রশ্ন উঠছে, তবে কি রাজ্য সরকারের সঙ্গে সংঘাত এড়াতেই রাজ্যপাল এই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকেননি ? অনুষ্ঠানে রাজ্যপাল না থাকলেও নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রী এবং রাজ্যের বিরোধী দলনেতা থাকার কথা ৷ কিন্তু তাঁরাও এদিন উপস্থিত ছিলেন না পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে ৷

রাজ্য সরকারের তরফে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় পয়লা বৈশাখ ৷ আর এদিন রাজভবনে জাতীয় সঙ্গীতের পর রবীন্দ্র সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান ৷ অনুষ্ঠান চলাকালীন রাজ্য সরকারের অনুমোদিত 'বাংলার মাটি বাংলার জল' এই গানটিও বাজানো হয় ৷ জাতীয় সঙ্গীতের সময় সবাই উঠে দাঁড়ালেও রাজ্য সঙ্গীতের সময় অবশ্য কেউ উঠে দাঁড়াননি বলে দাবি ৷

স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে গত বছর থেকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পালন শুরু হয় ৷ শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজভবন নয়, দেশের প্রতিটি রাজভবনে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পালন করা শুরু হয় ৷ এরপরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভায় পয়লা বৈশাখকে বাংলা দিবস এবং 'বাংলার মাটি বাংলার জল' গানটি পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসেবে পালনের প্রস্তাব নিয়ে আসেন ৷ সেই প্রস্তাব গৃহীত হয় রাজ্য বিধানসভায় ৷

বাংলা দিবস বা পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে নবান্ন-রাজ ভবন সংঘাত আজও অব্যাহত ৷ গত বছরের মতো এই বছরও রাজ ভবনে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালিত হয়েছে ৷ আর এই বিষয়ে শুরু হয়েছে রাজনীতিক চাপানউতোর ৷

প্রসঙ্গত, 20 জুন 1947 সালে অখণ্ড বাংলা বিধানসভায় বাংলাকে ভাগ করে পশ্চিমবঙ্গ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় ৷ সেই কারণেই রাজ্য বিজেপির পাশাপাশি রাজভবনেও 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালিত হয় ৷ যদিও গত বছর 22 অগস্ট রাজ্য সরকারের পয়লা বৈশাখ দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয় বিধানসভায় ৷ এনিয়ে শাসক ও বিরোধী দল বিজেপির মধ্যে তুমুল বাগবিতণ্ডা হয় ৷

কলকাতা, 20 জুন: রাজভবনে থাকলেও পশ্চিমবঙ্গ দিবস পালনের অনুষ্ঠান কক্ষেই এলেন না রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ অনুষ্ঠান চলাকালীন এদিন ভিডিয়ো বার্তায় নিজের বক্তব্য বলেন রাজ্যপাল ৷ রাজভবনের তরফে অবশ্য জানানো হয়েছে, রাজ্যপাল দেশের যে সব রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছে, সেই কাজে ব্যস্ত থাকায় সশরীরে অনুষ্ঠানস্থলে আসতে পারেননি ৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে রাজভবনে ৷

এরপরও প্রশ্ন উঠছে, তবে কি রাজ্য সরকারের সঙ্গে সংঘাত এড়াতেই রাজ্যপাল এই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকেননি ? অনুষ্ঠানে রাজ্যপাল না থাকলেও নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রী এবং রাজ্যের বিরোধী দলনেতা থাকার কথা ৷ কিন্তু তাঁরাও এদিন উপস্থিত ছিলেন না পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে ৷

রাজ্য সরকারের তরফে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় পয়লা বৈশাখ ৷ আর এদিন রাজভবনে জাতীয় সঙ্গীতের পর রবীন্দ্র সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান ৷ অনুষ্ঠান চলাকালীন রাজ্য সরকারের অনুমোদিত 'বাংলার মাটি বাংলার জল' এই গানটিও বাজানো হয় ৷ জাতীয় সঙ্গীতের সময় সবাই উঠে দাঁড়ালেও রাজ্য সঙ্গীতের সময় অবশ্য কেউ উঠে দাঁড়াননি বলে দাবি ৷

স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে গত বছর থেকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পালন শুরু হয় ৷ শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজভবন নয়, দেশের প্রতিটি রাজভবনে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পালন করা শুরু হয় ৷ এরপরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভায় পয়লা বৈশাখকে বাংলা দিবস এবং 'বাংলার মাটি বাংলার জল' গানটি পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসেবে পালনের প্রস্তাব নিয়ে আসেন ৷ সেই প্রস্তাব গৃহীত হয় রাজ্য বিধানসভায় ৷

বাংলা দিবস বা পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে নবান্ন-রাজ ভবন সংঘাত আজও অব্যাহত ৷ গত বছরের মতো এই বছরও রাজ ভবনে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালিত হয়েছে ৷ আর এই বিষয়ে শুরু হয়েছে রাজনীতিক চাপানউতোর ৷

প্রসঙ্গত, 20 জুন 1947 সালে অখণ্ড বাংলা বিধানসভায় বাংলাকে ভাগ করে পশ্চিমবঙ্গ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় ৷ সেই কারণেই রাজ্য বিজেপির পাশাপাশি রাজভবনেও 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালিত হয় ৷ যদিও গত বছর 22 অগস্ট রাজ্য সরকারের পয়লা বৈশাখ দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয় বিধানসভায় ৷ এনিয়ে শাসক ও বিরোধী দল বিজেপির মধ্যে তুমুল বাগবিতণ্ডা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.