ETV Bharat / state

2 বছর কাটল, আজও জামিন হল না ! বন্দিদশাতেই অভ্যস্ত একসময়ের সদাব্যস্ত পার্থ - Partha completes 2 years in jail

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 22, 2024, 8:03 PM IST

Partha completes 2 years in jail: 2022 সালের 22 জুলাই থেকেই জীবনটা বদলে গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের ৷ তার পর থেকেই তাঁর ঠিকানা সংশোধনাগার ৷ দু'বছর পেরিয়ে আজ আরও এক 22 জুলাই ৷ এদিন তাঁর জামিন মামলার শুনানি থাকলেও তা না-হওয়ায় আজও তাঁর মুক্তি মিলল না ৷ বন্দিদশাতেই যেন অভ্যস্ত হয়ে গিয়েছেন একসময়ে সদাব্যস্ত প্রাক্তন মন্ত্রী ৷

ETV BHARAT
2 বছর কাটল, আজও জামিন হল না পার্থর ! (নিজস্ব ছবি)

কলকাতা, 22 জুলাই: ফিরে এল সেই 22 জুলাই ৷ বছর দুই আগে এই দিনেই তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি ৷ একুশে জুলাইয়ের রেশ কাটতে না কাটতেই সংবাদমাধ্যমে তখন একটাই ব্রেকিং নিউজ, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি হানা ৷ সেই রাতেই গ্রেফতার হন শাসকদলের তৎকালীন মহাসচিব ৷ আজও 22 জুলাই ৷ আশ্চর্য সমাপতনে এই দিনেই ছিল কলকাতা হাইকোর্টে পার্থর জামিন মামলার শুনানি ৷ এই 22-ও ভালো গেল না তৃণমূলের একসময়ের প্রভাবশালী নেতার ৷ শুনানিই হল না সেই মামলার ৷ ফলে দু'বছর পেরিয়ে আজও পার্থ চট্টোপাধ্যায়ের ঠিকানা সংশোধনাগার ৷

2 বছর কাটল, আজও জামিন হল না পার্থর ! (নিজস্ব ভিডিয়ো)

সেদিনের একুশে জুলাইও ছিল বৃষ্টিভেজা ৷ ভরা সমাবেশে মঞ্চ পরিচালনার গুরুদায়িত্ব ছিল তাঁর উপর ৷ দিনভর কালঘাম ছুটিয়ে দলের সবচেয়ে বড় অনুষ্ঠানকে সফল করে মহাসচিব যখন বাড়ি ফেরেন, তখনও তিনি জানেন না পরের দিন তাঁর জন্য কী অপেক্ষা করে রয়েছে ৷ শিক্ষা দুর্নীতির তদন্তে 2022 সালের 22 জুলাই তাঁর নাকতলার বাড়িতে চলল ইডি-র টানা 30 ঘণ্টার ম্যারাথন তল্লাশি ৷ দিনভর টিভি চ্যানেলগুলোর এয়ারটাইমে রাজত্ব করার পর, তেইশের ভোর তিনটে নাগাদ সরকারি ভাবে গ্রেফতার হলেন তৎকালীন শিক্ষামন্ত্রী ৷ তাঁর বান্ধবী অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হল কোটি কোটি টাকা ৷ সেই যে পার্থ সংশোধনাগারে ঢুকলেন, তারপর কেটে গেল দুটো বছর ৷

একটা সময়ে চরম ব্যস্ততায় কাটানো পার্থ চট্টোপাধ্যায় আজ অভ্যস্ত একাকী বন্দি জীবনে ৷ পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে রয়েছেন প্রেসিডেন্সি সংশোধনাগারের পয়লা 11 নম্বর সেলে । দু'বছরের বন্দিদশায় এই চারটে দেওয়ালেই নিজেকে যেন মানিয়ে গুছিয়ে নিয়েছেন একদা চরম ব্যস্ততায় থাকা প্রাক্তন মন্ত্রী ৷

দুটো বছর আগেই ছবিটা ছিল একেবারে আলাদা ৷ তাঁর ঘরের বাইরে রাশি রাশি সরকারি ফাইল ও নথি নিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতেন একাধিক আমলা থেকে শুরু করে সরকারি আধিকারিকরা । মন্ত্রীত্ব সামলে ওঠার পর থাকত দলীয় আলাপ আলোচনা ৷ দলের সুপ্রিমোর ডানহাত তখন মহাসচিব পার্থ ৷ তাঁর উপর ভরসা করত গোটা দল ৷ নিয়ম করে পার্টি অফিসে বসতেন । দলীয় কর্মী-সমর্থক প্রত্যেকের কথা শুনতেন । গোটা দিনে দম ফেলার সময় থাকত না ৷ আর পুজো এলে তো ব্যস্ততা বেড়ে যেত কয়েক গুণ ৷ সেই পার্থ চট্টোপাধ্যায়ের হাতেই এখন সময়ই সময় ৷

সংশোধনাগার সূত্রে খবর, দু'বছরের বন্দিদশায় বেশিরভাগ সময়ই নিজের সেলে দিনরাত চুপচুাপই থাকেন পার্থ ৷ সংশোধনাগারের পাঠাগারে রাখা দেশাত্মবোধক বই এবং ভক্তিমূলক বই পড়েন । শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর বর্তমানে তিনি ডাক্তারি পরামর্শে এবং ডায়েটেই রয়েছেন । গত দু'বছরে আদালতের কাছে একাধিকবার জামিনের আবেদন জানিয়েছেন তিনি ৷ তিনি দাবি করেন, তাঁর শারীরিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছে । তবু মুক্তি মেলেনি ৷

এবিষয়ে তাঁর আইনজীবী বিপ্লব গোস্বামী ইটিভি ভারতকে বলেন, "আমরা একাধিক আদালতে আবেদন করেছি যে, তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে । তাঁর কিডনিতে সমস্যা রয়েছে । এছাড়াও পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও অভিযোগ প্রমাণ করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । ফলে তাঁকে বেল দেওয়া হোক । আবেদন করা সত্ত্বেও তাঁর জামিন মঞ্জুর হয়নি ।"

আজও কলকাতা হাইকোর্টে ছিল জামিনের শুনানি ৷ তবে এক আইনজীবীর মৃত্যুতে আদালতের কাজ না হওয়ায় শুনানি হয়নি ৷ তাই আপাতত কারাগারের পেছনেই থাকতে হচ্ছে 71 বছরের পার্থ চট্টোপাধ্যায়কে ৷

কলকাতা, 22 জুলাই: ফিরে এল সেই 22 জুলাই ৷ বছর দুই আগে এই দিনেই তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি ৷ একুশে জুলাইয়ের রেশ কাটতে না কাটতেই সংবাদমাধ্যমে তখন একটাই ব্রেকিং নিউজ, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি হানা ৷ সেই রাতেই গ্রেফতার হন শাসকদলের তৎকালীন মহাসচিব ৷ আজও 22 জুলাই ৷ আশ্চর্য সমাপতনে এই দিনেই ছিল কলকাতা হাইকোর্টে পার্থর জামিন মামলার শুনানি ৷ এই 22-ও ভালো গেল না তৃণমূলের একসময়ের প্রভাবশালী নেতার ৷ শুনানিই হল না সেই মামলার ৷ ফলে দু'বছর পেরিয়ে আজও পার্থ চট্টোপাধ্যায়ের ঠিকানা সংশোধনাগার ৷

2 বছর কাটল, আজও জামিন হল না পার্থর ! (নিজস্ব ভিডিয়ো)

সেদিনের একুশে জুলাইও ছিল বৃষ্টিভেজা ৷ ভরা সমাবেশে মঞ্চ পরিচালনার গুরুদায়িত্ব ছিল তাঁর উপর ৷ দিনভর কালঘাম ছুটিয়ে দলের সবচেয়ে বড় অনুষ্ঠানকে সফল করে মহাসচিব যখন বাড়ি ফেরেন, তখনও তিনি জানেন না পরের দিন তাঁর জন্য কী অপেক্ষা করে রয়েছে ৷ শিক্ষা দুর্নীতির তদন্তে 2022 সালের 22 জুলাই তাঁর নাকতলার বাড়িতে চলল ইডি-র টানা 30 ঘণ্টার ম্যারাথন তল্লাশি ৷ দিনভর টিভি চ্যানেলগুলোর এয়ারটাইমে রাজত্ব করার পর, তেইশের ভোর তিনটে নাগাদ সরকারি ভাবে গ্রেফতার হলেন তৎকালীন শিক্ষামন্ত্রী ৷ তাঁর বান্ধবী অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হল কোটি কোটি টাকা ৷ সেই যে পার্থ সংশোধনাগারে ঢুকলেন, তারপর কেটে গেল দুটো বছর ৷

একটা সময়ে চরম ব্যস্ততায় কাটানো পার্থ চট্টোপাধ্যায় আজ অভ্যস্ত একাকী বন্দি জীবনে ৷ পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে রয়েছেন প্রেসিডেন্সি সংশোধনাগারের পয়লা 11 নম্বর সেলে । দু'বছরের বন্দিদশায় এই চারটে দেওয়ালেই নিজেকে যেন মানিয়ে গুছিয়ে নিয়েছেন একদা চরম ব্যস্ততায় থাকা প্রাক্তন মন্ত্রী ৷

দুটো বছর আগেই ছবিটা ছিল একেবারে আলাদা ৷ তাঁর ঘরের বাইরে রাশি রাশি সরকারি ফাইল ও নথি নিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতেন একাধিক আমলা থেকে শুরু করে সরকারি আধিকারিকরা । মন্ত্রীত্ব সামলে ওঠার পর থাকত দলীয় আলাপ আলোচনা ৷ দলের সুপ্রিমোর ডানহাত তখন মহাসচিব পার্থ ৷ তাঁর উপর ভরসা করত গোটা দল ৷ নিয়ম করে পার্টি অফিসে বসতেন । দলীয় কর্মী-সমর্থক প্রত্যেকের কথা শুনতেন । গোটা দিনে দম ফেলার সময় থাকত না ৷ আর পুজো এলে তো ব্যস্ততা বেড়ে যেত কয়েক গুণ ৷ সেই পার্থ চট্টোপাধ্যায়ের হাতেই এখন সময়ই সময় ৷

সংশোধনাগার সূত্রে খবর, দু'বছরের বন্দিদশায় বেশিরভাগ সময়ই নিজের সেলে দিনরাত চুপচুাপই থাকেন পার্থ ৷ সংশোধনাগারের পাঠাগারে রাখা দেশাত্মবোধক বই এবং ভক্তিমূলক বই পড়েন । শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর বর্তমানে তিনি ডাক্তারি পরামর্শে এবং ডায়েটেই রয়েছেন । গত দু'বছরে আদালতের কাছে একাধিকবার জামিনের আবেদন জানিয়েছেন তিনি ৷ তিনি দাবি করেন, তাঁর শারীরিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছে । তবু মুক্তি মেলেনি ৷

এবিষয়ে তাঁর আইনজীবী বিপ্লব গোস্বামী ইটিভি ভারতকে বলেন, "আমরা একাধিক আদালতে আবেদন করেছি যে, তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে । তাঁর কিডনিতে সমস্যা রয়েছে । এছাড়াও পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও অভিযোগ প্রমাণ করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । ফলে তাঁকে বেল দেওয়া হোক । আবেদন করা সত্ত্বেও তাঁর জামিন মঞ্জুর হয়নি ।"

আজও কলকাতা হাইকোর্টে ছিল জামিনের শুনানি ৷ তবে এক আইনজীবীর মৃত্যুতে আদালতের কাজ না হওয়ায় শুনানি হয়নি ৷ তাই আপাতত কারাগারের পেছনেই থাকতে হচ্ছে 71 বছরের পার্থ চট্টোপাধ্যায়কে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.