ETV Bharat / state

অপারেশন থিয়েটারেই সংক্রমণ, গার্ডেনরিচ কাণ্ডে স্বাস্থ্য ভবনে জমা পড়ল প্রাথমিক রিপোর্ট - Eye Surgery - EYE SURGERY

Garden Reach Eye Surgery Case: ছানি অপারেশনের পর চোখে দেখতে পাচ্ছেন না একাধিক রোগী ৷ সম্প্রতি এমনই অভিযোগ ওঠে গার্ডেনরিচ সুপার স্পেশ্যালিস্ট হাসাপাতালের বিরুদ্ধে ৷ এবার সেই ঘটনায় প্রাথমিক তথ্য হাতে পেল স্বাস্থ্য ভবন ৷ জানা গিয়েছে, অপারেশনের সময় ব্যবহৃত ফ্লুইড এবং ওষুধ থেকেই বিপত্তি ঘটে ৷

Garden Reach Eye Surgery Case
স্বাস্থ্য ভবনে (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 5, 2024, 11:13 AM IST

কলকাতা, 5 জুলাই: চোখের হাসপাতালে অপারেশন থিয়েটার থেকেই ছড়িয়েছে সংক্রমণ । গার্ডেনরিচের হাসপাতালের ঘটনায় এমনই তথ্য উঠে এসেছে তদন্তের প্রাথমিক রিপোর্টে ৷ আর এবার সেই রিপোর্টটি খতিয়ে দেখছে স্বাস্থ্য ভবন ।

স্বাস্থ্য ভবন সূত্রে খবর, ছানি অপারেশনের সময় চোখের ভিতরের স্তরে আবরণ তৈরি করতে যে ওষুধ ব্যবহার করা হয় এবং অপারেশন টেবিলে যে ফ্লুইড ব্যবহার করা হয় তার থেকেই ছড়িয়েছে সংক্রমণ । গার্ডেনরিচ হাসপাতালে যে ব্যাচের ওষুধ এবং ফ্লুইড এসেছে তার মান সঠিক ছিল না বলেই সন্দেহ । সেই ব্যাচের ওষুধ যেখানে যেখানে সাপ্লাই করা হয়েছে, তা চিহ্নিত করা শুরু করেছে স্বাস্থ্য ভবন সূত্রে খবর ।

জানা গিয়েছে, নদিয়ার হাসপাতালে এমনকি গার্ডেনরিচ হাসপাতালেও ওই ব্যাচের ওষুধ এখনও রয়ে গেছে । যদিও তার ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে । সেইসঙ্গে প্রত্যেক রোগীর অপারেশনে ব্যবহৃত ফ্লুইডের নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়েছে । পাঠানো হয়েছে অপারেশন থিয়েটারে ব্যবহৃত সমস্ত উপকরণের কালচার করতে এসএসকেএম হাসপাতালে মাইক্রোবায়োলজি বিভাগে । কলকাতা মেডিক্যাল কলেজের রিজিয়োনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমলোজি (আরআইও) বিভাগ সূত্রে খবর, এই মুহূর্তে সেখানে ভর্তি আছেন 16 জন রোগী । তাঁদের সকলেই চিকিৎসায় সাড়া দিয়েছে । চোখের সংক্রমণ কমানোর জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে তাঁদের ।

কলকাতা পুরসভার 141 নম্বর ওয়ার্ডে স্থিত গার্ডেরিচ সুপার স্পেশ্যালিস্ট হাসাপাতালের বিরুদ্ধে অভিযোগ ওঠে, সেখানে ছানি অস্ত্রপচারের পর চোখে দেখতে পাচ্ছেন না একাধিক রোগী ৷ অভিযোগ উঠতেই শোরগোল পড়ে যায় গোটা শহরে ৷ স্বাস্থ্য ব্যবস্থার দুর্বল পরিকাঠামোর অভিযোগ তুলতে শুরু করে রোগীর পরিবার ৷ এরপরই ঘটনায় নড়েচড়ে বসে স্বাস্থ্য ভবন ৷

কলকাতা, 5 জুলাই: চোখের হাসপাতালে অপারেশন থিয়েটার থেকেই ছড়িয়েছে সংক্রমণ । গার্ডেনরিচের হাসপাতালের ঘটনায় এমনই তথ্য উঠে এসেছে তদন্তের প্রাথমিক রিপোর্টে ৷ আর এবার সেই রিপোর্টটি খতিয়ে দেখছে স্বাস্থ্য ভবন ।

স্বাস্থ্য ভবন সূত্রে খবর, ছানি অপারেশনের সময় চোখের ভিতরের স্তরে আবরণ তৈরি করতে যে ওষুধ ব্যবহার করা হয় এবং অপারেশন টেবিলে যে ফ্লুইড ব্যবহার করা হয় তার থেকেই ছড়িয়েছে সংক্রমণ । গার্ডেনরিচ হাসপাতালে যে ব্যাচের ওষুধ এবং ফ্লুইড এসেছে তার মান সঠিক ছিল না বলেই সন্দেহ । সেই ব্যাচের ওষুধ যেখানে যেখানে সাপ্লাই করা হয়েছে, তা চিহ্নিত করা শুরু করেছে স্বাস্থ্য ভবন সূত্রে খবর ।

জানা গিয়েছে, নদিয়ার হাসপাতালে এমনকি গার্ডেনরিচ হাসপাতালেও ওই ব্যাচের ওষুধ এখনও রয়ে গেছে । যদিও তার ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে । সেইসঙ্গে প্রত্যেক রোগীর অপারেশনে ব্যবহৃত ফ্লুইডের নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়েছে । পাঠানো হয়েছে অপারেশন থিয়েটারে ব্যবহৃত সমস্ত উপকরণের কালচার করতে এসএসকেএম হাসপাতালে মাইক্রোবায়োলজি বিভাগে । কলকাতা মেডিক্যাল কলেজের রিজিয়োনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমলোজি (আরআইও) বিভাগ সূত্রে খবর, এই মুহূর্তে সেখানে ভর্তি আছেন 16 জন রোগী । তাঁদের সকলেই চিকিৎসায় সাড়া দিয়েছে । চোখের সংক্রমণ কমানোর জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে তাঁদের ।

কলকাতা পুরসভার 141 নম্বর ওয়ার্ডে স্থিত গার্ডেরিচ সুপার স্পেশ্যালিস্ট হাসাপাতালের বিরুদ্ধে অভিযোগ ওঠে, সেখানে ছানি অস্ত্রপচারের পর চোখে দেখতে পাচ্ছেন না একাধিক রোগী ৷ অভিযোগ উঠতেই শোরগোল পড়ে যায় গোটা শহরে ৷ স্বাস্থ্য ব্যবস্থার দুর্বল পরিকাঠামোর অভিযোগ তুলতে শুরু করে রোগীর পরিবার ৷ এরপরই ঘটনায় নড়েচড়ে বসে স্বাস্থ্য ভবন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.