বর্ধমান, 30 অক্টোবর: নির্মীয়মাণ বাড়িতে তুলে নিয়ে গিয়ে তরুণীকে গণধর্ষণের অভিযোগ । ঘটনার জেরে বর্ধমান থানা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পাঁচ যুবককে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ ৷ ধৃতদের বুধবার জেলা আদালতে পেশ করা হলে বিচারক তাঁদের সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এদিন বর্ধমান মেডিক্যাল কলেজে নির্যাতিতা তরুণীর মেডিক্যাল টেস্টও করা হয় ৷ নির্যাতিতার পাশাপাশি তাঁর বন্ধুর বয়ানও রেকর্ড করা হবে বলে জানা গিয়েছে ৷
স্থানীয় ও পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়েছিল নির্যাতিতা ৷ সেই সময় অভিযুক্তরা তাদের পিছু নেয় । অভিযুক্তরা সকলেই ওই তরুণীর বন্ধুর পূর্ব পরিচিত বলে খবর । ফাঁকা জায়গা দেখে দু'জনকেই রাস্তা থেকে তুলে একটি নির্মীয়মাণ বাড়িতে নিয়ে যায় তারা। সেখানে একটি ঘরে বন্ধুকে আটকে রেখে অন্য ঘরে তরুণীকে গণধর্ষণ করে পাঁচ অভিযুক্ত ৷ খবর পেয়ে নির্যাতিতার পরিবার মঙ্গলবার রাতেই বর্ধমান থানায় অভিযোগ দায়ের করে । বুধবার ধৃতদের গ্রেফতার করে আদালতে পেশ করে পুলিশ ৷
এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার সায়ক দাস জানান, নির্যাতিতা তরুণীর বাড়ি অন্য পাড়ায়। মঙ্গলবার সন্ধ্যায় ওই তরুণী তাঁর বন্ধুর সঙ্গে বিজয়রাম এলাকায় গিয়েছিল। পাঁচ অভিযুক্ত যুবক এলাকার একটি নির্মীয়মাণ বাড়িতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে । তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ । নির্যাতিতার বন্ধু অভিযুক্ত পাঁচজনকেই চেনে । ধৃতদের সবার বাড়ি বিজয়রাম এলাকায় ।