আসানসোল, 24 ফেব্রুয়ারি: সাতসকালে ফোম গুদামে বিধ্বংসী আগুন ৷ শনিবার আসানসোলের জামুরিয়ার যাদুডাঙা এলাকার ঘটনা ৷ দমকলের দু‘টি ইঞ্জিন দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ৷ কারখানায় তৈরি হওয়া ফোমের গদি ওই গুদামে মজুত রাখা হত ৷ দমকল কেন্দ্র অনেকটা দূরে হওয়ায় আসতে দেরি হয় কিছুটা ৷ তার জেরেই কয়েকলক্ষ টাকার ক্ষতি হয় ৷
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কারখানায় তৈরি সমস্ত ফোমের গদি ওই গুদামে মজুত থাকত ৷ এদিন সকালে স্থানীয় বাসিন্দাদের প্রথম দুর্ঘটনাটি চোখে পড়ে ৷ তাঁরা দেখেন ফোমের গদি তৈরির কারখানার সংলগ্ন গুদাম থেকে কালো ধোঁয়া বোরেচ্ছে । এলাকাবাসী দমকলে খবর দেন ৷ ফোমের মতো দাহ্য বস্তু মজুত থাকায় নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গুদামের বিস্তীর্ণ অংশে ৷ গ্রাস করে নেন মজুত থাকা সমস্ত ফোমের গদি ৷ কিছুক্ষণের মধ্যেই দমকমকর্মীরা এসে আগুন নেভানোর কাজ শুরু করেন ৷ দীর্ঘ দু‘ঘণ্টা যুদ্ধকালীন প্রচেষ্টায় দমকলের দু‘টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ৷
প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান, শর্ট-সার্কিট থেকেই এই আগুন লেগেছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা হতে পারে বলে মনে করছেন দমকলকর্মীরা । তবে এই আগুন লাগার ঘটনায় কোনও হতাহত হয়নি । গুদামে অগ্নিনির্বাপণ ব্যবস্থা পর্যাপ্ত ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ আগুন লাগার কারণ খতিয়ে দেখেতে তদন্ত শুরু হয়েছে ৷
জামুরিয়ায় কোনও দমকল স্টেশন নেই। এলাকায় অগ্নিকাণ্ড হলে রানিগঞ্জ ও আসানসোল থেকে দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে । এই দু‘টি এলাকার দূরত্ব বেশি থাকায় কারণে দমকল আসতেও সময় নেয় ৷ শনির সকালে ঠিক এই কারণেই আগুন বিধ্বংসী রূপ নেয় ৷ এদিনও গুদামে দেরিতে পৌঁছয় আগুন ৷ ফলে ক্ষয়ক্ষতিও হয় ব্যপক ৷ এই ঘটনার পর জামুরিয়া একটি দমকল কেন্দ্র তৈরি করার দাবি তুলেছেন এলাকাবাসী ।
আরও পড়ুন: