ETV Bharat / state

দমদমে বিধ্বংসী আগুনে সর্বহারাদের জন্য ব্যবস্থা রবীন্দ্রভবনে, বাড়ি করে দেওয়ার আশ্বাস সুজিতের - Dum Dum Fire - DUM DUM FIRE

Fire at Dumdum: দমদমের ছাতাকলে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 40 থেকে 50টি ঝুপড়ি ৷ ঘটনাস্থলে 10টির বেশি দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ৷ কেউ হতাহত না-হলেও ক্ষয়ক্ষতি হয়েছে যথেষ্ট পরিমাণে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 13, 2024, 1:27 PM IST

Updated : Apr 13, 2024, 4:58 PM IST

দমদমের ঝুপড়িতে বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে

কলকাতা, 13 এপ্রিল: দমদমের ছাতাকলে ঝুপড়িতে ভয়াবহ আগুন ৷ নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে প্রথমে দমকলের পাঁচটি ইঞ্জিন এলেও পরে আরও পাঁচটি ইঞ্জিন আনা হয় ৷ স্থানীয়দের দাবি, পুড়ে গিয়েছে প্রায় 40-50 বাড়ি ৷ সব হারিয়ে হাহাকার স্থানীয়দের ৷ কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি ৷ কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। স্বাভাবিকভাবেই আতঙ্কিত স্থানীয়রা ৷ ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু, দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়, সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী ৷

এক দমকল আধিকারিক বলেন, "আগুন নেভানোর কাজ এখনও চলছে ৷ সংকীর্ণ রাস্তার কারণে দমকল বাহিনীকে বেশ বেগ পেতে হচ্ছে আগুন নেভানোর কাজে ৷ আগুন নিয়ন্ত্রণে আনার জন্য অনান্য পদ্ধতিও নেওয়া হয়েছে ৷" কীভাবে আগুন লাগল, তা এখনও পর্যন্ত জানা যায়নি ৷ দমকল মন্ত্রী সুজিত বসু জানান, যেখানে দমকল আধিকারিকরা পৌঁছতে পারছেন না, সেখানে আগুন নিয়ন্ত্রণে আনতে অত্যাধুনিক রোবট ব্যবহার করা হয়েছে ৷ ভয়াবহ আগুন লাগলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে ৷ যাঁদের ঘর পুড়ে গিয়েছে তাঁদের রবীন্দ্রভবনে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷ পরে আমরা বাড়ি তৈরি করে দেব ৷ কীভাবে আগুন লেগেছে এখনই বলা যাবে না ৷ ফরেনসিক টিম আসলে বিষয়টা পরিষ্কার হবে ৷

তৃণমূল নেতা সৌগত রায় বলেন, "সরু রাস্তার কারণে দমকল বাহিনীর কাজ করতে অসুবিধা হয়েছে ৷ কেউ হতাহত না হলেও লোকসান হয়েছে ৷ ঘটনাস্থলে দমদমের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী সকলের কাছ থেকে সর্বশান্তদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন ৷ জানা গিয়েছে, দমদমের মেলাবাগানের কাছে যে বস্তি রয়েছে সেখানে এদিন বেলা 12টা নাগাদ আচমকাই আগুন লাগে ৷ বিস্ফোরণের আওয়াজ শুনে চমকে যান আশেপাশের স্থানীয়রা ৷ একদিকে খবর দেওয়া হয় দমকলে অন্যদিকে আগুন নেভাতে এগিয়ে আসেন স্থানীয়রাও ৷ তবে হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি ৷

আরও পড়ুন

1. 'ক্ষতিপূরণ দেওয়া হবে, কমিশন শাস্তি দিলে মাথা পেতে নেব', মমতার সুরেই ঘোষণা অভিষেকের

2. শহরে বেড না পাওয়ার অভিযোগ, ফের কাঠগড়ায় এসএসকেএম

3. নিজের গড়েই প্রচারে বাধা, অধীরকে দেখেই গো-ব্যাক স্লোগান তৃণমূলের

দমদমের ঝুপড়িতে বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে

কলকাতা, 13 এপ্রিল: দমদমের ছাতাকলে ঝুপড়িতে ভয়াবহ আগুন ৷ নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে প্রথমে দমকলের পাঁচটি ইঞ্জিন এলেও পরে আরও পাঁচটি ইঞ্জিন আনা হয় ৷ স্থানীয়দের দাবি, পুড়ে গিয়েছে প্রায় 40-50 বাড়ি ৷ সব হারিয়ে হাহাকার স্থানীয়দের ৷ কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি ৷ কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। স্বাভাবিকভাবেই আতঙ্কিত স্থানীয়রা ৷ ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু, দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়, সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী ৷

এক দমকল আধিকারিক বলেন, "আগুন নেভানোর কাজ এখনও চলছে ৷ সংকীর্ণ রাস্তার কারণে দমকল বাহিনীকে বেশ বেগ পেতে হচ্ছে আগুন নেভানোর কাজে ৷ আগুন নিয়ন্ত্রণে আনার জন্য অনান্য পদ্ধতিও নেওয়া হয়েছে ৷" কীভাবে আগুন লাগল, তা এখনও পর্যন্ত জানা যায়নি ৷ দমকল মন্ত্রী সুজিত বসু জানান, যেখানে দমকল আধিকারিকরা পৌঁছতে পারছেন না, সেখানে আগুন নিয়ন্ত্রণে আনতে অত্যাধুনিক রোবট ব্যবহার করা হয়েছে ৷ ভয়াবহ আগুন লাগলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে ৷ যাঁদের ঘর পুড়ে গিয়েছে তাঁদের রবীন্দ্রভবনে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷ পরে আমরা বাড়ি তৈরি করে দেব ৷ কীভাবে আগুন লেগেছে এখনই বলা যাবে না ৷ ফরেনসিক টিম আসলে বিষয়টা পরিষ্কার হবে ৷

তৃণমূল নেতা সৌগত রায় বলেন, "সরু রাস্তার কারণে দমকল বাহিনীর কাজ করতে অসুবিধা হয়েছে ৷ কেউ হতাহত না হলেও লোকসান হয়েছে ৷ ঘটনাস্থলে দমদমের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী সকলের কাছ থেকে সর্বশান্তদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন ৷ জানা গিয়েছে, দমদমের মেলাবাগানের কাছে যে বস্তি রয়েছে সেখানে এদিন বেলা 12টা নাগাদ আচমকাই আগুন লাগে ৷ বিস্ফোরণের আওয়াজ শুনে চমকে যান আশেপাশের স্থানীয়রা ৷ একদিকে খবর দেওয়া হয় দমকলে অন্যদিকে আগুন নেভাতে এগিয়ে আসেন স্থানীয়রাও ৷ তবে হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি ৷

আরও পড়ুন

1. 'ক্ষতিপূরণ দেওয়া হবে, কমিশন শাস্তি দিলে মাথা পেতে নেব', মমতার সুরেই ঘোষণা অভিষেকের

2. শহরে বেড না পাওয়ার অভিযোগ, ফের কাঠগড়ায় এসএসকেএম

3. নিজের গড়েই প্রচারে বাধা, অধীরকে দেখেই গো-ব্যাক স্লোগান তৃণমূলের

Last Updated : Apr 13, 2024, 4:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.