কলকাতা, 3 মার্চ: আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি একেবারে তুঙ্গে। রবিবারই রাজ্যে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আসন্ন লোকসভা নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতেই রাজ্যে এসেছে ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমারের নেতৃত্বে মোট 15 জনের দল এসেছে কলকাতায়।
তবে আজ মাঝরাতেই শহরে এসে পৌঁছচ্ছেন রাজীব কুমার। আজ শহরে আসার পর অতিরিক্ত নির্বাচন কমিশনারদের সঙ্গে ভোট সংক্রান্ত আলোচনা করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ আফতাব। তবে এরপর তিনি রাজীব কুমারকে স্বাগত জানাতে পৌঁছে যান বিমানবন্দরে ৷ আগামিকাল অর্থাৎ সোমবার সকাল সাড়ে ন'টা থেকে সবকটি স্বীকৃত জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন রাজীব কুমার এবং অন্যান্য আধিকারিকরা। ওই বৈঠক চলবে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত।
বৈঠকে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ আফতাব-সহ কমিশনের অন্যান্য আধিকারিকরাও উপস্থিত থাকবেন। আগামিকাল বেলা সাড়ে এগারোটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত সমস্ত জেলার ইলেকশন অফিসার, এসপি, সিপি, ডিভিশনাল কমিশনার এবং আইজি-দের সঙ্গে বৈঠক করবে ফুল বেঞ্চ। তবে মনে করা হচ্ছে, সোমবার সূচি মাফিক বৈঠক শুরু হওয়ার আগে বা তারপরে জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ আফতাব এবং কমিশনের বাকি আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন।
পরে রাজ্য প্রশাসনের কর্তাদের সঙ্গেও বৈঠক করবেন ফুল বেঞ্চের সদস্যরা। মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিব এবং ডিজির সঙ্গে বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বেশকিছু নির্দেশও দিতে পারেন বেঞ্চের সদস্যরা। নির্বাচনের দিনক্ষণ অবশ্য এখনও ঘোষণা হয়নি। তবে তার আগেই রাজ্যে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। জেলার পাশাপাশি রবিবার কলকাতাতেও ঢুকে পড়েছে তারা। সব মিলিয়ে ভোট-পূর্ব আবহ টের পাচ্ছে রাজ্য।
আরও পড়ুন: