ETV Bharat / state

শেষ মুহূর্তে ভাঙড়ে বাতিল শুভেন্দুর সভা, কারণ জানতে চাইল কমিশন - Suvendu Adhikari

Suvendu Adhikari: যাদবপুর লোকসভার বিজেপি প্রার্থী ড. অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে ভাঙড়ে শুভেন্দু অধিকারীর সভা করার কথা ছিল ৷ পুলিশের অনুমতি নেওয়া সত্ত্বেও সভার মাত্র 4 ঘণ্টা আগে সভা বাতিলের চিঠি পাঠায় পুলিশ ৷ পুলিশের কাছে এর কারণ জানতে চাইল নির্বাচন কমিশন ৷

Suvendu Adhikari
ভাঙড়ে বাতিল হল শুভেন্দু অধিকারীর জনসভা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 29, 2024, 5:02 PM IST

ভাঙড়, 29 মে: তৃণমূলের সভার কারণে বাতিল হল ভাঙড়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা ৷ সভা বাতিল হলেও বিজেপি নেতা ভাঙড়ের ওই মাঠেই সাংবাদিক বৈঠক করেন ৷ 4 জুন বিজেপি ক্ষমতায় এলে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের বিরুদ্ধে শুভেন্দু কড়া ব্যবস্থা নেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন ৷ সভা বাতিলের নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে বঙ্গ বিজেপির অন্যতম শীর্ষ নেতা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানান ৷ তার ভিত্তিতে কমিশনও পুলিশের কাছে ভাঙড়ে বিজেপির সভা বাতিলের কারণ জানতে চাইল ৷

যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ড. অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে এই সভা হওয়ার কথা ছিল ৷ শুভেন্দু জানান, 29 মে, সভার দিন সকাল 11টার সময় প্রার্থীর কাছে সভা বাতিলের নোটিশ পাঠায় পুলিশ ৷ এদিনের বৈঠকে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে কড়া আক্রমণ করেন শুভেন্দু ৷ এদিনই শওকত মোল্লাকে কয়লা পাচার কাণ্ডে তলব করেছে সিবিআই ৷ নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় তিনি যেতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন ৷

আরও পড়ুন: 'তৃণমূলকে সাফ করে দিয়েছি', ভোট দিয়েই হুঙ্কার শুভেন্দুর

এই প্রসঙ্গটি উত্থাপন করে শুভেন্দু বলেন, "সমস্ত চোরাই কয়লা সুন্দরবন এবং দক্ষিণ-উত্তর 24 পরগনার ইটভাটাতে সরবরাহ করেছিল শওকত মোল্লা ৷ এটা প্রমাণিত ৷" সিবিআই-এর উদ্দেশ্যে তিনি বলেন, "আপনাদের উচিত শওকত মোল্লাকে চুলের মুঠি ধরে কেষ্ট মণ্ডলের মতো করে তুলে এনে গারদে পোড়া ৷" পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে প্রভাবিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, "মিনাখাঁর আইসি তৃণমূল ব্লক প্রেসিডেন্টের কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর আতিথেয়তার জন্য ৷"

কলকাতা পুলিশের তরফে ভাঙড়ের সভাটি বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ বুধবার শুভেন্দু অধিকারী সাংবাদিকদের জানান, বিজেপির সভার 100 মিটারের মধ্যে তৃণমূলের কর্মসূচি রয়েছে ৷ তাই এই সভা বাতিল করা হয়েছে ৷

আরও পড়ুন: 17 জুন পর্যন্ত কোনও পদক্ষেপ নয়, হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে শুভেন্দু

ভাঙড়, 29 মে: তৃণমূলের সভার কারণে বাতিল হল ভাঙড়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা ৷ সভা বাতিল হলেও বিজেপি নেতা ভাঙড়ের ওই মাঠেই সাংবাদিক বৈঠক করেন ৷ 4 জুন বিজেপি ক্ষমতায় এলে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের বিরুদ্ধে শুভেন্দু কড়া ব্যবস্থা নেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন ৷ সভা বাতিলের নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে বঙ্গ বিজেপির অন্যতম শীর্ষ নেতা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানান ৷ তার ভিত্তিতে কমিশনও পুলিশের কাছে ভাঙড়ে বিজেপির সভা বাতিলের কারণ জানতে চাইল ৷

যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ড. অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে এই সভা হওয়ার কথা ছিল ৷ শুভেন্দু জানান, 29 মে, সভার দিন সকাল 11টার সময় প্রার্থীর কাছে সভা বাতিলের নোটিশ পাঠায় পুলিশ ৷ এদিনের বৈঠকে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে কড়া আক্রমণ করেন শুভেন্দু ৷ এদিনই শওকত মোল্লাকে কয়লা পাচার কাণ্ডে তলব করেছে সিবিআই ৷ নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় তিনি যেতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন ৷

আরও পড়ুন: 'তৃণমূলকে সাফ করে দিয়েছি', ভোট দিয়েই হুঙ্কার শুভেন্দুর

এই প্রসঙ্গটি উত্থাপন করে শুভেন্দু বলেন, "সমস্ত চোরাই কয়লা সুন্দরবন এবং দক্ষিণ-উত্তর 24 পরগনার ইটভাটাতে সরবরাহ করেছিল শওকত মোল্লা ৷ এটা প্রমাণিত ৷" সিবিআই-এর উদ্দেশ্যে তিনি বলেন, "আপনাদের উচিত শওকত মোল্লাকে চুলের মুঠি ধরে কেষ্ট মণ্ডলের মতো করে তুলে এনে গারদে পোড়া ৷" পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে প্রভাবিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, "মিনাখাঁর আইসি তৃণমূল ব্লক প্রেসিডেন্টের কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর আতিথেয়তার জন্য ৷"

কলকাতা পুলিশের তরফে ভাঙড়ের সভাটি বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ বুধবার শুভেন্দু অধিকারী সাংবাদিকদের জানান, বিজেপির সভার 100 মিটারের মধ্যে তৃণমূলের কর্মসূচি রয়েছে ৷ তাই এই সভা বাতিল করা হয়েছে ৷

আরও পড়ুন: 17 জুন পর্যন্ত কোনও পদক্ষেপ নয়, হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে শুভেন্দু

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.