ETV Bharat / state

অর্পিতার সন্তান দত্তক নেওয়ার ইচ্ছাপত্রে স্বাক্ষর পার্থর, তারপরও কাকা-ভাইঝি ! হাইকোর্টে প্রশ্ন ইডির - Calcutta High Court

Partha-Arpita: পার্থ-অর্পিতার কাকা-ভাইঝি সম্পর্ক নিয়ে আদালতে পালটা দিল ইডি ৷ বেশ কয়েকটি প্রশ্ন তুলে পার্থ-অর্পিতার সম্পর্ক নিয়ে আদালতে স্ব-ভূমিকায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

ETV Bharat
পার্থ-অর্পিতা
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 29, 2024, 9:19 PM IST

কলকাতা, 29 ফেব্রুয়ারি: পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের কাকা-ভাইঝির সম্পর্ক প্রসঙ্গে তাঁদের সন্তান দত্তক নেওয়ার বিষয়টি হাইকোর্টে তুলল ইডি ৷ আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর মক্কেলের কাকা-ভাইঝির সম্পর্ক বলে জানিয়েছিলেন ৷ বৃহস্পতিবার ইডি আদালতে জানায়, অর্পিতা মুখোপাধ্যায়ের সন্তান দত্তক নেওয়ার ইচ্ছাপত্রে প্রয়োজনে সন্তানের দেখভাল করবেন বলে স্বাক্ষর করেছিলেন পার্থ ।

এদিন ইডির আইনজীবী ফিরোজ এডুলজি আদালতে জানান, পার্থ চট্টোপাধ্যায় আর্থিক দুর্নীতির কাজে অর্পিতা মুখোপাধ্যায়কে ব্যবহার করেছিলেন ৷ তার প্রমাণ রয়েছে ইডির হাতে । অর্পিতা যখন সন্তান দত্তক নিতে চেয়েছিলেন তখন পার্থ চট্টোপাধ্যায় চিঠি দিয়ে বলেছিলেন তিনি অর্পিতাকে চেনেন । তিনি অর্পিতার অত্যন্ত ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু । অর্পিতার দত্তক সন্তানের কিছু হলে তিনি দেখবেন । পরে সেই পারিবারিক বন্ধু হয়ে গেলেন কাকা ? গোয়া থেকে থাইল্যান্ড বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরেছিলেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় । তাতে তাদের কী সম্পর্ক স্পষ্ট না হলেও যোগসাজশ ছিল তা স্পষ্ট । আবার জীবনবিমার পলিসিতে পার্থ চট্টোপাধ্যায় অর্পিতার কাকা বলে জানানো হয়েছে ।

ইডির প্রশ্ন :

নিম্ন আদালতে বিভিন্ন সময় মামলার শুনানিতে অর্পিতা মুখোপাধ্যায় দাবি করেছেন পার্থ চট্টোপাধ্যায় তাঁকে ব্যবহার করতেন আর্থিক দুর্নীতির কাজে । সেই তথ্য রয়েছে ইডির হাতে ।

রাজীব দেবের নামে একটি ফার্ম খোলা হয়েছিল যার মালিকানা ছিল পার্থ ও অর্পিতা দু'জনের নামে । তাঁদের যোগসূত্র এর থেকে স্পষ্ট । বিপুল টাকা ও সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে অথচ দু'জনেই অস্বীকার করছেন সম্পত্তি ও টাকা তাঁদের নয় । পার্থ বলছেন অর্পিতার টাকা ৷ অর্পিতা বলছেন পার্থর ।

তাহলে 54 কোটি 88 লক্ষ 76 টাকা কার ? অর্পিতা বলছে পার্থ চট্টোপাধ্যায়ের । পার্থ বলছেন, তাঁর কাছ থেকে পাওয়া যায়নি । তাহলে কার টাকা ?

বাবলি চ্যাটার্জি ফাউন্ডেশন ট্রাস্টের নামে জমি কেনা হয়েছিল 15 কোটি টাকা দিয়ে । পার্থ চট্টোপাধ্যায় দিয়েছিলেন । স্কুল এখনও চলছে । সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি । এর বিরুদ্ধে নিম্ন আদালতে মামলা করেছেন পার্থ ।

বিভিন্ন কোম্পানির শেয়ারে পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী মারা যাওয়ার পর অর্পিতার নাম ঢোকানো হয়েছে । এর থেকেই প্রমাণিত হয় তাদের দু'জনের ঘনিষ্ঠ যোগসূত্র বলে দাবি ইডির আইনজীবীর । সমস্ত সম্পত্তি পার্থ চট্টোপাধ্যায়ের । তিনি অর্পিতাকে ব্যবহার করতেন সেই সম্পত্তি সংরক্ষণ বা অন্যান্য ক্ষেত্রে । আগামী 6 মার্চ ফের এই মামলার শুনানি রয়েছে ৷ তবে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলায় এবার পার্থ-অর্পিতার সম্পর্কের বিষয়টি না কাঁটা হয়ে ওঠে আশঙ্কা আইনজীবীদের ।

আরও পড়ুন :

  1. মা হতে চেয়েছিলেন অর্পিতা, সন্তান নিতে রাজি ছিলেন পার্থও, উল্লেখ ইডি'র চার্জশিটে
  2. অর্পিতাকে চাপ দিয়ে সম্পত্তি হস্তান্তর করানোর অভিযোগ পার্থর বিরুদ্ধে
  3. পার্থর 31 এলআইসি পলিসির নমিনি অর্পিতা, তিনি আগে কেন অভিযোগ করেননি ? প্রশ্ন ইডির

কলকাতা, 29 ফেব্রুয়ারি: পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের কাকা-ভাইঝির সম্পর্ক প্রসঙ্গে তাঁদের সন্তান দত্তক নেওয়ার বিষয়টি হাইকোর্টে তুলল ইডি ৷ আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর মক্কেলের কাকা-ভাইঝির সম্পর্ক বলে জানিয়েছিলেন ৷ বৃহস্পতিবার ইডি আদালতে জানায়, অর্পিতা মুখোপাধ্যায়ের সন্তান দত্তক নেওয়ার ইচ্ছাপত্রে প্রয়োজনে সন্তানের দেখভাল করবেন বলে স্বাক্ষর করেছিলেন পার্থ ।

এদিন ইডির আইনজীবী ফিরোজ এডুলজি আদালতে জানান, পার্থ চট্টোপাধ্যায় আর্থিক দুর্নীতির কাজে অর্পিতা মুখোপাধ্যায়কে ব্যবহার করেছিলেন ৷ তার প্রমাণ রয়েছে ইডির হাতে । অর্পিতা যখন সন্তান দত্তক নিতে চেয়েছিলেন তখন পার্থ চট্টোপাধ্যায় চিঠি দিয়ে বলেছিলেন তিনি অর্পিতাকে চেনেন । তিনি অর্পিতার অত্যন্ত ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু । অর্পিতার দত্তক সন্তানের কিছু হলে তিনি দেখবেন । পরে সেই পারিবারিক বন্ধু হয়ে গেলেন কাকা ? গোয়া থেকে থাইল্যান্ড বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরেছিলেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় । তাতে তাদের কী সম্পর্ক স্পষ্ট না হলেও যোগসাজশ ছিল তা স্পষ্ট । আবার জীবনবিমার পলিসিতে পার্থ চট্টোপাধ্যায় অর্পিতার কাকা বলে জানানো হয়েছে ।

ইডির প্রশ্ন :

নিম্ন আদালতে বিভিন্ন সময় মামলার শুনানিতে অর্পিতা মুখোপাধ্যায় দাবি করেছেন পার্থ চট্টোপাধ্যায় তাঁকে ব্যবহার করতেন আর্থিক দুর্নীতির কাজে । সেই তথ্য রয়েছে ইডির হাতে ।

রাজীব দেবের নামে একটি ফার্ম খোলা হয়েছিল যার মালিকানা ছিল পার্থ ও অর্পিতা দু'জনের নামে । তাঁদের যোগসূত্র এর থেকে স্পষ্ট । বিপুল টাকা ও সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে অথচ দু'জনেই অস্বীকার করছেন সম্পত্তি ও টাকা তাঁদের নয় । পার্থ বলছেন অর্পিতার টাকা ৷ অর্পিতা বলছেন পার্থর ।

তাহলে 54 কোটি 88 লক্ষ 76 টাকা কার ? অর্পিতা বলছে পার্থ চট্টোপাধ্যায়ের । পার্থ বলছেন, তাঁর কাছ থেকে পাওয়া যায়নি । তাহলে কার টাকা ?

বাবলি চ্যাটার্জি ফাউন্ডেশন ট্রাস্টের নামে জমি কেনা হয়েছিল 15 কোটি টাকা দিয়ে । পার্থ চট্টোপাধ্যায় দিয়েছিলেন । স্কুল এখনও চলছে । সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি । এর বিরুদ্ধে নিম্ন আদালতে মামলা করেছেন পার্থ ।

বিভিন্ন কোম্পানির শেয়ারে পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী মারা যাওয়ার পর অর্পিতার নাম ঢোকানো হয়েছে । এর থেকেই প্রমাণিত হয় তাদের দু'জনের ঘনিষ্ঠ যোগসূত্র বলে দাবি ইডির আইনজীবীর । সমস্ত সম্পত্তি পার্থ চট্টোপাধ্যায়ের । তিনি অর্পিতাকে ব্যবহার করতেন সেই সম্পত্তি সংরক্ষণ বা অন্যান্য ক্ষেত্রে । আগামী 6 মার্চ ফের এই মামলার শুনানি রয়েছে ৷ তবে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলায় এবার পার্থ-অর্পিতার সম্পর্কের বিষয়টি না কাঁটা হয়ে ওঠে আশঙ্কা আইনজীবীদের ।

আরও পড়ুন :

  1. মা হতে চেয়েছিলেন অর্পিতা, সন্তান নিতে রাজি ছিলেন পার্থও, উল্লেখ ইডি'র চার্জশিটে
  2. অর্পিতাকে চাপ দিয়ে সম্পত্তি হস্তান্তর করানোর অভিযোগ পার্থর বিরুদ্ধে
  3. পার্থর 31 এলআইসি পলিসির নমিনি অর্পিতা, তিনি আগে কেন অভিযোগ করেননি ? প্রশ্ন ইডির
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.