কলকাতা, 26 মার্চ: মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযান চালানোর পর এ বার কলকাতায় সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডি দফতর থেকে নোটিশ গেল মন্ত্রীর কাছে । ইডি সূত্রের খবর, চন্দ্রনাথ সিনহাকে আগামিকাল অর্থাৎ বুধবার সল্টলেক সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর অফিসে যেতে বলা হয়েছে ।
জানা গিয়েছে, সংশ্লিষ্ট নোটিশে ইডির তরফ থেকে উল্লেখ করা হয়েছে যে, মন্ত্রী কিংবা তাঁর কোনও প্রতিনিধি দল যেন হাজির হন ইডি অফিসে । যদিও মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ইডির ডাকে সাড়া দিয়ে বুধবার সল্টলেক সিজিও কমপ্লেক্সে যাবেন কি না, সে ব্যাপারে নিশ্চিতভাবে এখনও কিছু জানা যায়নি ।
রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে এর আগে গত সপ্তাহে তল্লাশি চালায় ইডি । উদ্ধার হয়েছিল 41 লক্ষ টাকা । বাজেয়াপ্ত করা হয় একাধিক নথি । পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় মন্ত্রীর মোবাইল । ইডি সূত্রের খবর, সেই মোবাইল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য এ বার রাজ্যের মন্ত্রীকে কলকাতায় কেন্দ্রীয় সংস্থার সদর দফতরে তলব করা হয়েছে ।
গত শুক্রবার সকালে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের নিচুপট্টির বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷ তখন মন্ত্রী বাড়িতে ছিলেন না। বাড়িতে ছিলেন তাঁর স্ত্রী তথা বোলপুর পৌরসভার কাউন্সিলর কুন্তলা সিংহ এবং দুই ছেলে শুভজিৎ ও সৌমজিৎ । তাঁদের জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা । তখন মন্ত্রী ছিলেন মুরারইয়ের গ্রামের বাড়িতেই । ইডির অফিসাররা তাঁকে ফোন করে বাড়িতে ডাকেন । তারপই বাড়িতে ফিরে আসেন তিনি । সে দিন প্রায় 14 ঘণ্টা ধরে চলে তল্লাশি অভিযান ৷
আরও পড়ুন: