আলিপুরদুয়ার, 13 এপ্রিল: গণতন্ত্রের উৎসবে যোগদানের সুযোগ যাতে একজন ভোটারাও না হারান, সেই বিষয়টি সুনিশ্চিত করতে প্রতিবারই তৎপর থাকে ভারতের নির্বাচন কমিশন ৷ এবারও তার ব্যতিক্রম হচ্ছে না ৷ তাই ভোটকর্মীদের দুর্গম গিরিপথ পার করেও যেতে হবে ভোট নিতে ৷ কিন্তু শুধু পৌঁছালেই হবে না। এমন অনেক প্রত্যন্ত এলাকা আছে, যেখানকার সঙ্গে মোবাইলে যোগাযোগও অসম্ভব ৷ সেখান থেকে কমিশনের কার্যালয়ে ভোটের মিনিট-টু-মিনিট তথ্য আসবে কী করে ? এই সমস্যার সমাধানে এবার লোকসভা নির্বাচনে স্যাটেলাইট ফোন ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন ৷
পশ্চিমবঙ্গেও এমন বুথ রয়েছে, যেখানে কমিশনের কার্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখতে ভোট-কর্মীদের ভরসা হতে চলেছে স্যাটেলাইট ফোন ৷ আলিপুরদুয়ার লোকসভা এলাকায় ওই বুথগুলি রয়েছে ৷ বুথের সংখ্য়া মাত্র তিন ৷ সেগুলি অবস্থিত দুর্গম বক্সা পাহাড়ে ৷ বক্সা টাইগার রিজার্ভ হয়ে রীতিমতো ট্রেকিং করে সেখানে পৌঁছাতে হবে ভোটকর্মীদের ৷
আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে 36টি এমন বুথ আছে যেগুলি মোবাইল শ্যাডো জোনে (যেখানে নেটওয়ার্ক নেই বললেই চলে) । 36টি বুথের মধ্যে বক্সা পাহাড়ের তিনটি বুথে কোনও নেটওয়ার্ক কাজ করে না । তাই সেখানে স্যাটেলাইট ফোন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন । ভোটের দিন ভোটকর্মীদের সঙ্গে যোগাযোগ করা বা ভোট কত শতাংশ পড়ল, তা জানার জন্য এই ফোন ব্যবহার করা হবে ৷ পুলিশ ও বনবিভাগের আরটি মোবাইল সেট থাকলেও স্যাটেলাইট ফোনই ব্যবহারের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের তরফে ।
বক্সা পাহাড়ে আদমা, চুনাভাটি ও বক্সা তিনটি বুথ সমুদ্রপৃষ্ঠ থেকে 2800 ফুট উচ্চতায় অবস্থিত ৷ বক্সা দুয়ার বিএফপি স্কুলে 780 জন ভোট দেবেন । আদমা ফরেস্ট বস্তি প্রাইমারি স্কুলে 461 জন ভোট দেবেন । তাসিগাঁও, আদমা, সদর বাজার, ডারাগাও, লেপচাখা গ্রামের ভোটাররা এই তিনটি ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দেবেন । এই তিনটি বুথের জন্য একটি স্যাটেলাইট পাঠানো হচ্ছে ৷ নির্বাচন কমিশনের তরফে ওয়েবকাস্টিং করার চেষ্টা করা হচ্ছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে । ভোটগ্রহণ কেন্দ্রের আশপাশে ঘটে যাওয়া সমস্ত সাউন্ড রেকর্ড করা হবে । কিন্তু কোনও ভিডিয়ো সরাসরি দেখা যাবে না ।
আলিপুরদুয়ারের জেলাশাসক তথা ওই কেন্দ্রের রিটার্নিং অফিসার আর ভিমলা বলেন, "বক্সা পাহাড়ে আদমা, চুনাভাটি ও বক্সা বুথ আছে । ওখানে ট্রেকিং করে ভোটকর্মীদের যেতে হবে । অন্য কোনও উপায় নেই । এছাড়া তিরিশের ওপরে বুথ মোবাইল শ্যাডো জোনে আছে । সেখানে ওয়েব ক্যাম রেকর্ডিং করবে । লাউভ রিলে হবে না । কিন্তু রেকর্ডিং সবসময়ের জন্য হবে । এছাড়াও আমরা ভোটকর্মীদের খবরাখবর ও তথ্য নেওয়ার জন্য আমরা আরটিসি স্যাটেলাইট ফোন ব্যবহার করব ।"
আরও পড়ুন: