কলকাতা, 26 সেপ্টেম্বর: বোধনের আগেই দুর্গাপুজো কার্নিভালের তারিখ ঘোষণা করে দিল রাজ্য সরকার ৷ রেড রোডে 2024 পুজো কার্নিভাল 15 অক্টোবর ৷ বুধবার বিশ্ব বাংলা শারদ সম্মান অনুষ্ঠানের সাংবাদিক বৈঠকে এমনটাই জানান রাজ্যের তথ্য সংস্কৃতি ও পর্যটন দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন ৷
এদিন থেকেই বিশ্ব বাংলা শারদ সম্মানের জন্য আবেদন জানাতে পারবে পুজো কমিটিগুলো। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 30 সেপ্টেম্বর ৷ এই সম্মান যারা পাবে, তাদের কার্নিভালের যোগদানের সুযোগ দেওয়া হবে। ইউনেস্কোর স্বীকৃতি মেলায় বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো অন্যমাত্র পেয়েছে ৷ বিদেশি পর্যটকদের অন্যতম চাহিদা জায়গা হয়ে উঠেছে কলকাতা ৷ ইন্দ্রনীল সেন জানান, দুর্গাপুজোকে সামনে রেখে কলকাতায় বিদেশি পর্যটকদের আগ্রহ ক্রমশ বাড়ছে ৷
বুধবার অবনীন্দ্র সভাঘরে রাজ্য সরকারের তরফ থেকে বিশ্ব বাংলা শারদ সম্মান অনুষ্ঠানের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, দফতরের সচিব শান্তনু বসু ৷ মন্ত্রী জানান, রাজ্যে যেবার থেকে রেড রোডে কার্নিভাল শুরু হয়েছিল তখন থেকেই শুধু বিদেশি পর্যটক নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা দুর্গাপুজো দেখতে কলকাতায় আসছেন ৷ ফলে এটা অন্যতম পর্যটন ডেস্টিনেশন হয়ে দাঁড়িয়েছে। রেড রোড কার্নিভালকে সামনে রেখে ট্যুরিজম ক্ষেত্র অনেক এগিয়ে গিয়েছে ৷ ইতিমধ্যেই শহর কলকাতার অধিকাংশ বেসরকারি হোটেল থেকে শুরু করে সরকারের বিভিন্ন জায়গা বুক হয়ে গিয়েছে। প্রত্যেক বছরই দুর্গাপুজো এবং কার্নিভালকে সামনে রেখে বিদেশিও দেশের অনান্য প্রান্তের পর্যটকরাও কলকাতায় আসছেন ৷
এদিন মন্ত্রীকে প্রশ্ন করা হয়, বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে আরজি কর আবহে রাজ্যে দুর্গাপুজোয় বিদেশী পর্যটকের সংখ্যা কমছে ? বাস্তবে এর কোনও সত্যতা আছে কি ? যদিও মন্ত্রী সমস্ত অভিযোগ খারিজ করে দেন। তাঁর দাবি, কারা এ ধরনের অভিযোগ করছে আমরা জানি না। আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা বলছে, পুজোকে কেন্দ্র করে বিদেশি পর্যটকদের চাহিদা আরও বাড়ছে ৷ দুর্গাপুজোয় বিদেশী পর্যটকদের সংখ্যা আশা করছি এবার আরও বাড়বে ৷ এখানেই না-থেমে মন্ত্রী বলেন, "কেউ কেউ ফেক নিউজ প্রচার করছে ৷ এই প্ল্যাটফর্ম থেকে বাংলার মানুষকে বলছি, আপনারা বিভ্রান্ত হবেন না ৷ যেটা হওয়ার সেটাই হচ্ছে ৷ যেটা হওয়ার সেটাই হবে ৷"
কিছু পুজো কমিটির অনুদান ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে তিনি জানান, পুজোর অনুদান দেয় স্বরাষ্ট্র দফতর ৷ অর্থাৎ তথ্য সংস্কৃতি দফতরের সঙ্গে এর কোন যোগ নেই ৷ তবে আজকের দিন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, তাতে 15-16টা ক্লাব মনে করছে তাদের কাছে প্রচুর অর্থ রয়েছে ৷ অন্য কোন ইস্যু নয় ৷ এক্ষেত্রে যাদের সত্যিই টাকার প্রয়োজন তারা টাকা পাচ্ছে ৷ বিষয়টি ভালোই ৷" রাজ্যে প্রায় 50 হাজার পুজো কমিটিকে এই অনুদান দেওয়া হয় ৷ এর মধ্যে জেলার পুজো রয়েছে 45 হাজার। কলকাতা পুজো 5 হাজার।