ETV Bharat / state

সিকিমে অতিবৃষ্টির জের, জলস্তর বাড়ছে তিস্তায়; সতর্ক জলপাইগুড়ি প্রশাসন - Teesta River flooded For Rain

Teesta River flooded: টানা বৃষ্টিতে ফুঁসছে তিস্তা ৷ যে কোনও মুহূর্তে নামতে পারে হড়পা বান ৷ আগে থেকে সাবধান হওয়ার আবেদন প্রশাসনের ৷ পরিস্থিতি বেগতিক হলেই জলপাইগুড়িতে জারি হতে পারে লাল-হলুদ সতকর্তা ৷

River Teesta flooded
জলস্তর বাড়ছে তিস্তায় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 13, 2024, 10:54 PM IST

জলপাইগুড়ি, 13 জুন: সিকিমে ব্যাপক বৃষ্টি । ক্রমশ জলস্তর বাড়ছে তিস্তা নদীতে । সতর্ক জলপাইগুড়ি জেলা প্রশাসন । ইতিমধ্যেই বৃহস্পতিবার তিস্তার গাজোলডোবা ব্যারেজ থেকে ছাড়া হয়েছে জল । ফলে সমতলে নিচু এলাকায় জল বাড়ার সম্ভাবনা আরও বেড়েছে । এই বিষয়ে সদর ব্লক প্রশাসনকে সতর্ক করা হয়েছে ।

সিকিমে অতিবৃষ্টি (ইটিভি ভারত)

নর্থ ইস্ট বিভাগের ফ্লাড কন্ট্রোল দফতরের ইনচার্জ অরূপ কুমার মণ্ডল বলেন, "সিকিমে বৃষ্টির ফলে তিস্তা নদীতে জল বাড়ছে । নদী থেকে দূরত্ব বজায় রেখে নিরাপদে থাকাই ভালো । তবে এই মুহূর্তে আতঙ্কিত হবার কিছু নেই । তিস্তায় জলস্তর বাড়লেও তা এখনও পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি ৷ ফলে এখনই লাল বা হলুদ সতর্কতা জারি করা হচ্ছে না ৷ তবে এই সময়ে যখন তখন হড়পা বানের ভয় থাকে ৷ তাই নিরাপদে থাকা দরকার ৷"

তিনি আরও বলেন, "তিস্তা নদীর গাজোলডোবা ব্যারেজ থেকে সকাল থেকে দফায় দফায় মোট 29 হাজার কিউসেক জল ছাড়া হয়েছে । একদিকে বৃষ্টি অন্যদিকে ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে বাড়ছে জলস্তর । অন্যদিকে, সিকিমের মঙ্গনে সর্বাধিক 220.8 মিলিমিটার বৃষ্টি হয়েছে । ভুটানের তেন্দ্রুতে জলঢাকা নদীর উপরে গতকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত 43.6 মিলিমিটার বৃষ্টি হয়েছে ৷"

জলপাইগুড়ি আঞ্চলিক আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, গত 24 ঘণ্টায় 220.8 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সিকিমের মঙ্গনে । এছাড়া কালিম্পংয়ের রঙ্গোতে 152.2 মিলিমিটার, গাজোলডোবাতে 87.6 মিলিমিটার, ঝালং 148.3 মিলিমিটার, জলপাইগুড়ি জেলার ডায়নাতে 86.2 মিলিমিটার, জলপাইগুড়িতে 115.6 মিলিমিটার, হাসিমারাতে 85.8 মিলিমিটার, কুমারগ্রামে 74.2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি মূর্তি, নেওড়া, কুর্তি, সুখানি নদীতে জল বেড়েছে বলে জানা গিয়েছে ।

উল্লেখ্য, সিকিমে লাগাতার বৃষ্টির ফলে বিপর্যস্ত মঙ্গন-সহ বিস্তীর্ণ এলাকা । দু'দিন থেকে লাগাতার বৃষ্টির ফলে নানা জায়গায় ধস নেমেছে ৷ ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছেন ৷ সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং বুধবার নিহতের পরিবারবর্গকে পাঁচ লাখ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন ৷ বিপর্যস্ত সিকিমে একাধিক ঘর বাড়ি নষ্ট হয়েছে ৷ ভেঙে পড়েছে ইলেকট্রিক পোল ৷ ধসের কারণে উত্তর সিকিমের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে ৷ 10 নম্বর জাতীয় সড়ক যা বাংলার সঙ্গে সিকিম ও কালিম্পংকে যুক্ত করে সেই রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে ৷

জলপাইগুড়ি, 13 জুন: সিকিমে ব্যাপক বৃষ্টি । ক্রমশ জলস্তর বাড়ছে তিস্তা নদীতে । সতর্ক জলপাইগুড়ি জেলা প্রশাসন । ইতিমধ্যেই বৃহস্পতিবার তিস্তার গাজোলডোবা ব্যারেজ থেকে ছাড়া হয়েছে জল । ফলে সমতলে নিচু এলাকায় জল বাড়ার সম্ভাবনা আরও বেড়েছে । এই বিষয়ে সদর ব্লক প্রশাসনকে সতর্ক করা হয়েছে ।

সিকিমে অতিবৃষ্টি (ইটিভি ভারত)

নর্থ ইস্ট বিভাগের ফ্লাড কন্ট্রোল দফতরের ইনচার্জ অরূপ কুমার মণ্ডল বলেন, "সিকিমে বৃষ্টির ফলে তিস্তা নদীতে জল বাড়ছে । নদী থেকে দূরত্ব বজায় রেখে নিরাপদে থাকাই ভালো । তবে এই মুহূর্তে আতঙ্কিত হবার কিছু নেই । তিস্তায় জলস্তর বাড়লেও তা এখনও পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি ৷ ফলে এখনই লাল বা হলুদ সতর্কতা জারি করা হচ্ছে না ৷ তবে এই সময়ে যখন তখন হড়পা বানের ভয় থাকে ৷ তাই নিরাপদে থাকা দরকার ৷"

তিনি আরও বলেন, "তিস্তা নদীর গাজোলডোবা ব্যারেজ থেকে সকাল থেকে দফায় দফায় মোট 29 হাজার কিউসেক জল ছাড়া হয়েছে । একদিকে বৃষ্টি অন্যদিকে ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে বাড়ছে জলস্তর । অন্যদিকে, সিকিমের মঙ্গনে সর্বাধিক 220.8 মিলিমিটার বৃষ্টি হয়েছে । ভুটানের তেন্দ্রুতে জলঢাকা নদীর উপরে গতকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত 43.6 মিলিমিটার বৃষ্টি হয়েছে ৷"

জলপাইগুড়ি আঞ্চলিক আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, গত 24 ঘণ্টায় 220.8 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সিকিমের মঙ্গনে । এছাড়া কালিম্পংয়ের রঙ্গোতে 152.2 মিলিমিটার, গাজোলডোবাতে 87.6 মিলিমিটার, ঝালং 148.3 মিলিমিটার, জলপাইগুড়ি জেলার ডায়নাতে 86.2 মিলিমিটার, জলপাইগুড়িতে 115.6 মিলিমিটার, হাসিমারাতে 85.8 মিলিমিটার, কুমারগ্রামে 74.2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি মূর্তি, নেওড়া, কুর্তি, সুখানি নদীতে জল বেড়েছে বলে জানা গিয়েছে ।

উল্লেখ্য, সিকিমে লাগাতার বৃষ্টির ফলে বিপর্যস্ত মঙ্গন-সহ বিস্তীর্ণ এলাকা । দু'দিন থেকে লাগাতার বৃষ্টির ফলে নানা জায়গায় ধস নেমেছে ৷ ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছেন ৷ সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং বুধবার নিহতের পরিবারবর্গকে পাঁচ লাখ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন ৷ বিপর্যস্ত সিকিমে একাধিক ঘর বাড়ি নষ্ট হয়েছে ৷ ভেঙে পড়েছে ইলেকট্রিক পোল ৷ ধসের কারণে উত্তর সিকিমের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে ৷ 10 নম্বর জাতীয় সড়ক যা বাংলার সঙ্গে সিকিম ও কালিম্পংকে যুক্ত করে সেই রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.