ETV Bharat / state

পার্টি হবে, 'কেষ্ট'র বাড়ি ফেরার দিনে মমতার বীরভূম সফরকে কটাক্ষ দিলীপের - Dilip Slams Mamata - DILIP SLAMS MAMATA

Dilip Ghosh on Anubrata Mondal Returns: বীরভূম থেকে ইনকাম বন্ধ হয়ে গিয়েছে । তাই নতুন করে কীভাবে ইনকাম শুরু হবে, তা খতিয়ে দেখতে জেল খাটা নেতার সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী । এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ।

Dilip Ghosh
মমতা ও অনুব্রতকে একযোগে কটাক্ষ দিলীপের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2024, 1:01 PM IST

বর্ধমান, 24 সেপ্টেম্বর: জামিন পেয়ে দীর্ঘ দু'বছর পর মঙ্গলবার সকালে বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল ৷ তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতার আগমনকে কেন্দ্র করে বীরভূমের নিচুপট্টিতে তাঁর বাড়ির সামনে ছিল সাজো সাজো রব ৷ অনুরাগীদের উপচে পড়া ভিড় ৷ পুষ্পবৃষ্টির মাধ্যমে হল 'কেষ্ট বরণ'৷ তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতার ঘরে ফেরাকে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ ৷ তিনি এ দিন বললেন, "আজ বীরভূমে পার্টি হবে । অনেকদিন পরে জেল থেকে ছাড়া পেয়েছে অনুব্রত মণ্ডল ।"

অনুব্রতর বাড়ি ফেরা নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষের বক্তব্য (ইটিভি ভারত)

তিহাড় জেল থেকে ছাড়া পেয়ে মঙ্গলবার ভোরে মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে কলকাতা বিমানবন্দরে নামেন অনুব্রত ৷ এরপর সেখান থেকে যান নিজের বাড়িতে ৷ আর অনুব্রতর এই ঘরে ফেরার দিনেই বীরভূম জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক করবেন তিনি ৷ একই দিনে মমতার বীরভূম সফরকে তীব্র কটাক্ষ করলেন দিলীপ ঘোষ ৷

তাঁর কথায়, "বীরভূম থেকে দলের ইনকাম কমে গিয়েছে । আবার মালকড়ি আসার প্রস্তুতি কী হল, সবকিছু খতিয়ে দেখার জন্য বীরভূমে যাচ্ছেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি সবকিছু ঠিক আছে কি না, নাকি কাজল শেখ সব খেয়ে নিল, এগুলোও দেখতে দিদি বীরভূম যাচ্ছেন । সেখানে আজ বিরাট বড় মিলন উৎসব হবে । চুরির দায়ে জেল খাটা নেতা ছাড়া পেয়েছেন । তৃণমূল কংগ্রেসের কাছে এরাই গর্ব । এরাই তৃণমূল কংগ্রেসের কাছে বাঘ, সিংহ, হাতি । কারণ এদের সম্পত্তি আছে তো । যাঁরা সৎ সাধারণ নেতা তৃণমূল কংগ্রেসের কাছে তাঁদের কোনও গুরুত্ব নেই ।"

মঙ্গলবার সকালে বর্ধমান শহরের টাউন হল এলাকায় প্রাতঃভ্রমণ করতে যান দিলীপ ঘোষ । সেখানে চা-চক্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন তিনি । রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে দিলীপ ঘোষ বলেন, "গত 13 বছরে বন্যা নিয়ন্ত্রণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কী পদক্ষেপ করেছেন ? বৃষ্টি কমে গিয়েছে ওঁর কপাল ভালো ৷ চাষ করার দরকার নেই কারণ কেন্দ্র সরকার চাল দিচ্ছে । সেই চাল খেয়ে বেঁচে আছি । উত্তরবঙ্গে বন্যা হচ্ছে আর উনি বন্যা দেখতে যাচ্ছেন । গোড়ালি পর্যন্ত জলে দাঁড়িয়ে উনি সংবাদমাধ্যমের সামনে বক্তব্য দিয়ে চলে আসছেন । সেটাই ওঁর দায়িত্ব । বাকি এনজিও ও কেন্দ্রীয় সরকার ত্রাণ দেবে ।"

বিজেপি নেতার কথায়, "বন্যার পর মমতা বন্দ্যোপাধ্যায় শুধু টাকার জন্য দাবি জানাবেন । এত হাজার কোটি টাকা চাই । সেই টাকা দিয়ে ইলেকশন ফান্ড তৈরি করবেন । আসলে উনি টাকা লুটবার জন্য যান । উনি হেলিকাপ্টারে ঘুরে ঘুরে বুঝতে পেরে যান কত বাড়ি ভেঙেছে । ওঁর যে কোলের ভাই দেব, উনি কথা দিয়েছেন, ভেবেছিলেন এবার সিজন তো পেরিয়ে গেল হয়তো বন্যা হবে না । প্রতি বছর সেই ঘাটালে বন্যা হচ্ছে, সেই পুরনো ডায়লগ শুনে শুনে আমরা ক্লান্ত । আমরা ত্রাণ দিয়ে দিচ্ছি, কী করব গরিব মানুষকে বাঁচাতে হবে ।"

বর্ধমান, 24 সেপ্টেম্বর: জামিন পেয়ে দীর্ঘ দু'বছর পর মঙ্গলবার সকালে বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল ৷ তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতার আগমনকে কেন্দ্র করে বীরভূমের নিচুপট্টিতে তাঁর বাড়ির সামনে ছিল সাজো সাজো রব ৷ অনুরাগীদের উপচে পড়া ভিড় ৷ পুষ্পবৃষ্টির মাধ্যমে হল 'কেষ্ট বরণ'৷ তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতার ঘরে ফেরাকে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ ৷ তিনি এ দিন বললেন, "আজ বীরভূমে পার্টি হবে । অনেকদিন পরে জেল থেকে ছাড়া পেয়েছে অনুব্রত মণ্ডল ।"

অনুব্রতর বাড়ি ফেরা নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষের বক্তব্য (ইটিভি ভারত)

তিহাড় জেল থেকে ছাড়া পেয়ে মঙ্গলবার ভোরে মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে কলকাতা বিমানবন্দরে নামেন অনুব্রত ৷ এরপর সেখান থেকে যান নিজের বাড়িতে ৷ আর অনুব্রতর এই ঘরে ফেরার দিনেই বীরভূম জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক করবেন তিনি ৷ একই দিনে মমতার বীরভূম সফরকে তীব্র কটাক্ষ করলেন দিলীপ ঘোষ ৷

তাঁর কথায়, "বীরভূম থেকে দলের ইনকাম কমে গিয়েছে । আবার মালকড়ি আসার প্রস্তুতি কী হল, সবকিছু খতিয়ে দেখার জন্য বীরভূমে যাচ্ছেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি সবকিছু ঠিক আছে কি না, নাকি কাজল শেখ সব খেয়ে নিল, এগুলোও দেখতে দিদি বীরভূম যাচ্ছেন । সেখানে আজ বিরাট বড় মিলন উৎসব হবে । চুরির দায়ে জেল খাটা নেতা ছাড়া পেয়েছেন । তৃণমূল কংগ্রেসের কাছে এরাই গর্ব । এরাই তৃণমূল কংগ্রেসের কাছে বাঘ, সিংহ, হাতি । কারণ এদের সম্পত্তি আছে তো । যাঁরা সৎ সাধারণ নেতা তৃণমূল কংগ্রেসের কাছে তাঁদের কোনও গুরুত্ব নেই ।"

মঙ্গলবার সকালে বর্ধমান শহরের টাউন হল এলাকায় প্রাতঃভ্রমণ করতে যান দিলীপ ঘোষ । সেখানে চা-চক্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন তিনি । রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে দিলীপ ঘোষ বলেন, "গত 13 বছরে বন্যা নিয়ন্ত্রণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কী পদক্ষেপ করেছেন ? বৃষ্টি কমে গিয়েছে ওঁর কপাল ভালো ৷ চাষ করার দরকার নেই কারণ কেন্দ্র সরকার চাল দিচ্ছে । সেই চাল খেয়ে বেঁচে আছি । উত্তরবঙ্গে বন্যা হচ্ছে আর উনি বন্যা দেখতে যাচ্ছেন । গোড়ালি পর্যন্ত জলে দাঁড়িয়ে উনি সংবাদমাধ্যমের সামনে বক্তব্য দিয়ে চলে আসছেন । সেটাই ওঁর দায়িত্ব । বাকি এনজিও ও কেন্দ্রীয় সরকার ত্রাণ দেবে ।"

বিজেপি নেতার কথায়, "বন্যার পর মমতা বন্দ্যোপাধ্যায় শুধু টাকার জন্য দাবি জানাবেন । এত হাজার কোটি টাকা চাই । সেই টাকা দিয়ে ইলেকশন ফান্ড তৈরি করবেন । আসলে উনি টাকা লুটবার জন্য যান । উনি হেলিকাপ্টারে ঘুরে ঘুরে বুঝতে পেরে যান কত বাড়ি ভেঙেছে । ওঁর যে কোলের ভাই দেব, উনি কথা দিয়েছেন, ভেবেছিলেন এবার সিজন তো পেরিয়ে গেল হয়তো বন্যা হবে না । প্রতি বছর সেই ঘাটালে বন্যা হচ্ছে, সেই পুরনো ডায়লগ শুনে শুনে আমরা ক্লান্ত । আমরা ত্রাণ দিয়ে দিচ্ছি, কী করব গরিব মানুষকে বাঁচাতে হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.