ETV Bharat / state

ডায়মন্ড হারবারে পার্টির ভুয়ো এজেন্ট ধরলেন সিপিএম প্রার্থী প্রতীক উর রহমান - Diamond Harbour - DIAMOND HARBOUR

Diamond Harbour: সিপিএমের এজেন্ট পরিচয় দিয়ে বুথে এক তৃণমূল নেতার বসার অভিযোগ উঠল ৷ ডায়মন্ড হারবারের একটি বুথে এই ঘটনা ঘটে ৷ সিপিএম প্রার্থী প্রতীক উর রহমান গিয়ে তাঁকে ধরতেই তিনি পালিয়ে যান ৷ এই নিয়ে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন সিপিএম প্রার্থী ৷

Diamond Harbour
ডায়মন্ড হারবারে পার্টির ভুয়ো এজেন্ট ধরলেন সিপিএম প্রার্থী প্রতীক উর রহমান (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 1, 2024, 2:22 PM IST

Updated : Jun 1, 2024, 2:37 PM IST

ডায়মন্ড হারবার, 1 জুন: ভুয়ো ভোটার নিয়ে অনেক অভিযোগ শোনা গিয়েছে একাধিকবার ৷ লোকসভা নির্বাচনের শেষ দফায় ধরা পড়ল ভুয়ো এজেন্ট ৷ শনিবার ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার বিধানসভার কানপুর অঞ্চলের আটকৃষ্ণ রামপুর এলাকায় ৷ সেখানকার 271 নম্বর বুথে এক ব্যক্তি সিপিএমের এজেন্ট পরিচয় দিয়ে বুথে বসেন বলে অভিযোগ ওঠে ৷ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী প্রতীক উর রহমানই ওই ভুয়ো এজেন্টকে ধরেন ৷

ডায়মন্ড হারবারে পার্টির ভুয়ো এজেন্ট ধরলেন সিপিএম প্রার্থী প্রতীক উর রহমান (ইটিভি ভারত)

ডায়মন্ড হারবারের সিপিএম প্রার্থী বলেন, ‘‘গতকাল (শুক্রবার) আমাদের এজেন্টকে মারধর করে ৷ তিনি হাসপাতালে ভরতি ছিলেন ৷ পাশের বুথের সিপিএম এজেন্টকে মারধর করে কাগজ কেড়ে নেয় ৷ সেই কাগজ নিয়ে এক তৃণমূল নেতা সিপিএম এজেন্ট হিসেবে বুথে বসে যান ৷ আমাদের এজেন্ট যখন সাহস করে সেখানে যান, তখন প্রিসাইডিং অফিসার কোনও পদক্ষেপ করেনি ৷’’

তাঁর আরও দাবি, ‘‘আমি সেখানে গিয়ে জিজ্ঞাসা করতে বলছে তিনি সিপিএম এজেন্ট ৷ আমাকে পালটা প্রশ্ন করছে, ‘আপনি কে ?’ আমি বললাম, আপনি আমার এজেন্ট ৷ আপনি আমাকে চেনেন না ? প্রিসাইডিং অফিসার কার্যত তাঁকে বেরিয়ে যেতে সাহায্য করলেন ৷ আমাকে ধাক্কা দিয়ে ওই ব্যক্তি পালিয়ে গেলেন ৷’’

আরও পড়ুন:

উল্লেখ্য, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রটি রাজ্যের নজরকাড়া কেন্দ্রগুলির মধ্যে অন্যতম ৷ এখানকার সাংসদ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জয়ের হ্যাটট্রিকের লক্ষ্য়েই এই কেন্দ্রে আবার লড়ছেন ৷ ফলে এই কেন্দ্রের দিকে নজর রয়েছে সকলের ৷ সেখানে সিপিএম প্রার্থীর এমন অভিযোগকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই হইচই পড়েছে ৷

Diamond Harbour
ভুয়ো পোলিং এজেন্টকে ধরার চেষ্টা করছেন ডায়মন্ড হারবারের সিপিএম প্রার্থী প্রতীক উর রহমান (নিজস্ব চিত্র)

এদিকে ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের সরিষা এলাকায় সিপিএমের বেশ কয়েকজনের এজেন্টকে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । সিপিএমের প্রার্থী তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ করেছেন ৷ তিনি বলেন, ‘‘ছাপ্পা চলছে ৷ ভোট তো হচ্ছেই না ৷ কেন্দ্রীয় বাহিনী নির্বাক দর্শক হয়ে বসে রয়েছে ৷ নির্বাচন কমিশন যতটা গর্জেছিল, তার বিন্দুমাত্র বর্ষালো না ৷ বারবার অভিযোগ করার পরও কোনও ব্যবস্থা নেয়নি ৷’’

তৃণমূলের দিকে তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন ৷ জানতে চেয়েছেন, ‘‘উন্নয়ন করলে এত ভয় কেন ? ডায়মন্ড হারবার মডেল হলে, এত ভয় কেন ? হাজার-বারোশো বুথে তৃণমূল ছাপ্পা দিচ্ছে ৷ তাহলে এটাই কি ডায়মন্ড হারবার মডেল ? যে মডেলে মানুষ ভোট দিতে পারে না ৷ ভোট লুঠ হয় ৷ সেটাই ডায়মন্ড হারবার মডেল ৷’’

Diamond Harbour
ভুয়ো পোলিং এজেন্টকে ধরার চেষ্টা করছেন ডায়মন্ড হারবারের সিপিএম প্রার্থী প্রতীক উর রহমান (নিজস্ব চিত্র)

এই বিষয়ে ডায়মন্ড হারবার দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুময় গায়েন জানান, সমস্ত কিছু মিথ্যা অভিযোগ করছেন সিপিএমের প্রার্থী ৷ তাদের পায়ের তলায় মাটি নেই । ভোটে হেরে যাবে নিশ্চিত ৷ সেই জন্য মিথ্যা অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে । মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে ৷ কোথাও এমন ঘটনা ঘটেনি ।

আরও পড়ুন:

ডায়মন্ড হারবার, 1 জুন: ভুয়ো ভোটার নিয়ে অনেক অভিযোগ শোনা গিয়েছে একাধিকবার ৷ লোকসভা নির্বাচনের শেষ দফায় ধরা পড়ল ভুয়ো এজেন্ট ৷ শনিবার ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার বিধানসভার কানপুর অঞ্চলের আটকৃষ্ণ রামপুর এলাকায় ৷ সেখানকার 271 নম্বর বুথে এক ব্যক্তি সিপিএমের এজেন্ট পরিচয় দিয়ে বুথে বসেন বলে অভিযোগ ওঠে ৷ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী প্রতীক উর রহমানই ওই ভুয়ো এজেন্টকে ধরেন ৷

ডায়মন্ড হারবারে পার্টির ভুয়ো এজেন্ট ধরলেন সিপিএম প্রার্থী প্রতীক উর রহমান (ইটিভি ভারত)

ডায়মন্ড হারবারের সিপিএম প্রার্থী বলেন, ‘‘গতকাল (শুক্রবার) আমাদের এজেন্টকে মারধর করে ৷ তিনি হাসপাতালে ভরতি ছিলেন ৷ পাশের বুথের সিপিএম এজেন্টকে মারধর করে কাগজ কেড়ে নেয় ৷ সেই কাগজ নিয়ে এক তৃণমূল নেতা সিপিএম এজেন্ট হিসেবে বুথে বসে যান ৷ আমাদের এজেন্ট যখন সাহস করে সেখানে যান, তখন প্রিসাইডিং অফিসার কোনও পদক্ষেপ করেনি ৷’’

তাঁর আরও দাবি, ‘‘আমি সেখানে গিয়ে জিজ্ঞাসা করতে বলছে তিনি সিপিএম এজেন্ট ৷ আমাকে পালটা প্রশ্ন করছে, ‘আপনি কে ?’ আমি বললাম, আপনি আমার এজেন্ট ৷ আপনি আমাকে চেনেন না ? প্রিসাইডিং অফিসার কার্যত তাঁকে বেরিয়ে যেতে সাহায্য করলেন ৷ আমাকে ধাক্কা দিয়ে ওই ব্যক্তি পালিয়ে গেলেন ৷’’

আরও পড়ুন:

উল্লেখ্য, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রটি রাজ্যের নজরকাড়া কেন্দ্রগুলির মধ্যে অন্যতম ৷ এখানকার সাংসদ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জয়ের হ্যাটট্রিকের লক্ষ্য়েই এই কেন্দ্রে আবার লড়ছেন ৷ ফলে এই কেন্দ্রের দিকে নজর রয়েছে সকলের ৷ সেখানে সিপিএম প্রার্থীর এমন অভিযোগকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই হইচই পড়েছে ৷

Diamond Harbour
ভুয়ো পোলিং এজেন্টকে ধরার চেষ্টা করছেন ডায়মন্ড হারবারের সিপিএম প্রার্থী প্রতীক উর রহমান (নিজস্ব চিত্র)

এদিকে ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের সরিষা এলাকায় সিপিএমের বেশ কয়েকজনের এজেন্টকে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । সিপিএমের প্রার্থী তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ করেছেন ৷ তিনি বলেন, ‘‘ছাপ্পা চলছে ৷ ভোট তো হচ্ছেই না ৷ কেন্দ্রীয় বাহিনী নির্বাক দর্শক হয়ে বসে রয়েছে ৷ নির্বাচন কমিশন যতটা গর্জেছিল, তার বিন্দুমাত্র বর্ষালো না ৷ বারবার অভিযোগ করার পরও কোনও ব্যবস্থা নেয়নি ৷’’

তৃণমূলের দিকে তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন ৷ জানতে চেয়েছেন, ‘‘উন্নয়ন করলে এত ভয় কেন ? ডায়মন্ড হারবার মডেল হলে, এত ভয় কেন ? হাজার-বারোশো বুথে তৃণমূল ছাপ্পা দিচ্ছে ৷ তাহলে এটাই কি ডায়মন্ড হারবার মডেল ? যে মডেলে মানুষ ভোট দিতে পারে না ৷ ভোট লুঠ হয় ৷ সেটাই ডায়মন্ড হারবার মডেল ৷’’

Diamond Harbour
ভুয়ো পোলিং এজেন্টকে ধরার চেষ্টা করছেন ডায়মন্ড হারবারের সিপিএম প্রার্থী প্রতীক উর রহমান (নিজস্ব চিত্র)

এই বিষয়ে ডায়মন্ড হারবার দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুময় গায়েন জানান, সমস্ত কিছু মিথ্যা অভিযোগ করছেন সিপিএমের প্রার্থী ৷ তাদের পায়ের তলায় মাটি নেই । ভোটে হেরে যাবে নিশ্চিত ৷ সেই জন্য মিথ্যা অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে । মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে ৷ কোথাও এমন ঘটনা ঘটেনি ।

আরও পড়ুন:

Last Updated : Jun 1, 2024, 2:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.