ETV Bharat / state

পাহাড়-সমতলের ভেদাভেদ নয়, দার্জিলিংয়ের সার্বিক উন্নয়নই প্রাধান্য গোপাল লামার

Darjeeling Lok Sabha TMC Candidate Gopal Lama: মানুষের সার্বিক উন্নয়ন আসল লক্ষ্য দার্জিলিং লোকসভার তৃণমূল প্রার্থী গোপাল লামার ৷ আজ শিলিগুড়ি পৌঁছে সমর্থকদের উচ্ছ্বাসে গা ভাসালেন তিনি ৷ তৃণমূল প্রার্থী আত্মবিশ্বাসী যে, এত মানুষের সমর্থনে তিনিই দার্জিলিং থেকে লোকসভার নির্বাচনে জিতেবেন ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 12, 2024, 4:55 PM IST

দার্জিলিংয়ের সার্বিক উন্নয়নই প্রাধান্য তৃণমূল প্রার্থী গোপাল লামার

দার্জিলিং, 12 মার্চ: একসময় শিলিগুড়ির মহকুমা শাসক ও পরবর্তী সময়ে পর্যটন দফতরের যুগ্ম ডিরেক্টর গোপাল লামাকে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে দার্জিলিং লোকসভা কেন্দ্রে ৷ ভূমিপুত্র হিসেবে তাঁকে প্রজেক্ট করেছিলেন পাহাড়ে তৃণমূলের জোট সঙ্গী ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা ৷ সেই গোপাল লামা আজ শিলিগুড়ি পৌঁছালেন ৷ আর সেই সঙ্গে দার্জিলিংয়েও লোকসভা নির্বাচনের বাদ্যি বেজে গেল ৷ আজ থেকেই জোরকদমে শুরু করে দিলেন প্রচার ৷ আজ বাগডোগরা বিমানবন্দরে গোপাল লামাকে স্বাগত জানাতে তৃণমূলের পাশাপাশি, বিজিপিএমের অসংখ্য কর্মী সমর্থক উপস্থিত ছিলেন ৷

উল্লেখ্য, এই গোপাল লামা জিটিএ-র পর্যটন বিভাগেও কাজ করেছেন ৷ অবসরের পর গত দু’মাস ধরে বিজিপিএম প্রধান অনিত থাপা সঙ্গে প্রায় সব জায়গায় দেখা যাচ্ছিল দার্জিলিংয়ের তৃণমূল প্রার্থীকে ৷ অনিত থাপাই লোকসভায় জোট প্রার্থী হিসেবে গোপাল লামার নাম প্রস্তাব করেন ৷ প্রশাসনিক দক্ষতা এবং পাহাড়ের ভূমিপুত্র গোপাল লামা গোর্খা জাতির মধ্যেও বেশ জনপ্রিয় ৷ বিশেষত, একজন প্রশাসক হিসেবে পাহাড়ের মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে ৷ সেই স্বচ্ছ ভাবমূর্তিকে কাজে লাগিয়ে দার্জিলিং লোকসভা বিজেপির থেকে নিজেদের দিকে নিতে চাইছে তৃণমূল ৷ তাই বিজিপিএমের প্রস্তাবিত প্রার্থী হলেও, গোপাল লামা তৃণমূলের প্রতীকে নির্বাচনে লড়াই করবেন ৷

এদিন গোপাল লামা বলেন, "আমি মানুষের এই ভালোবাসা দেখে উচ্ছ্বসিত ৷ আমি দার্জিলিংয়ের মানুষকে বলব, পাহাড় বা সমতল বলে কিছু নয় ৷ আমরা সবাই এক ৷ আমাদের মিলেমিশে একে অপরের সঙ্গে সদ্বভাব বজায় রেখে চলতে হবে ৷ আমি ভোটে জিতে এখানকার মানুষের উন্নয়নের জন্য কাজ করতে চাই ৷ দার্জিলিংয়ের মানুষের জীবনযাত্রার উন্নতি একমাত্র লক্ষ্য আমার ৷ আর আমাকে এই কাজ করতে সাহায্য করছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ও তৃণমূল ৷"

দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ বলেন, "এবার আমরা দার্জিলিংয়ের আসনে একশো শতাংশ জয় পাব ৷ যেভাবে মানুষের উচ্ছ্বাস দেখা যাচ্ছে, তাতে আমরা নিশ্চিত এবার আর ওই আসনে বিজেপি জয় পাবে না ৷"

আরও পড়ুন:

  1. তহবিলের অধিকাংশ অর্থ খরচই হয়নি, একনজরে রাজু বিস্তার কাজের খতিয়ান
  2. পাহাড়ে মোতায়েন 9 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, শুরু রুটমার্চ

দার্জিলিংয়ের সার্বিক উন্নয়নই প্রাধান্য তৃণমূল প্রার্থী গোপাল লামার

দার্জিলিং, 12 মার্চ: একসময় শিলিগুড়ির মহকুমা শাসক ও পরবর্তী সময়ে পর্যটন দফতরের যুগ্ম ডিরেক্টর গোপাল লামাকে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে দার্জিলিং লোকসভা কেন্দ্রে ৷ ভূমিপুত্র হিসেবে তাঁকে প্রজেক্ট করেছিলেন পাহাড়ে তৃণমূলের জোট সঙ্গী ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা ৷ সেই গোপাল লামা আজ শিলিগুড়ি পৌঁছালেন ৷ আর সেই সঙ্গে দার্জিলিংয়েও লোকসভা নির্বাচনের বাদ্যি বেজে গেল ৷ আজ থেকেই জোরকদমে শুরু করে দিলেন প্রচার ৷ আজ বাগডোগরা বিমানবন্দরে গোপাল লামাকে স্বাগত জানাতে তৃণমূলের পাশাপাশি, বিজিপিএমের অসংখ্য কর্মী সমর্থক উপস্থিত ছিলেন ৷

উল্লেখ্য, এই গোপাল লামা জিটিএ-র পর্যটন বিভাগেও কাজ করেছেন ৷ অবসরের পর গত দু’মাস ধরে বিজিপিএম প্রধান অনিত থাপা সঙ্গে প্রায় সব জায়গায় দেখা যাচ্ছিল দার্জিলিংয়ের তৃণমূল প্রার্থীকে ৷ অনিত থাপাই লোকসভায় জোট প্রার্থী হিসেবে গোপাল লামার নাম প্রস্তাব করেন ৷ প্রশাসনিক দক্ষতা এবং পাহাড়ের ভূমিপুত্র গোপাল লামা গোর্খা জাতির মধ্যেও বেশ জনপ্রিয় ৷ বিশেষত, একজন প্রশাসক হিসেবে পাহাড়ের মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে ৷ সেই স্বচ্ছ ভাবমূর্তিকে কাজে লাগিয়ে দার্জিলিং লোকসভা বিজেপির থেকে নিজেদের দিকে নিতে চাইছে তৃণমূল ৷ তাই বিজিপিএমের প্রস্তাবিত প্রার্থী হলেও, গোপাল লামা তৃণমূলের প্রতীকে নির্বাচনে লড়াই করবেন ৷

এদিন গোপাল লামা বলেন, "আমি মানুষের এই ভালোবাসা দেখে উচ্ছ্বসিত ৷ আমি দার্জিলিংয়ের মানুষকে বলব, পাহাড় বা সমতল বলে কিছু নয় ৷ আমরা সবাই এক ৷ আমাদের মিলেমিশে একে অপরের সঙ্গে সদ্বভাব বজায় রেখে চলতে হবে ৷ আমি ভোটে জিতে এখানকার মানুষের উন্নয়নের জন্য কাজ করতে চাই ৷ দার্জিলিংয়ের মানুষের জীবনযাত্রার উন্নতি একমাত্র লক্ষ্য আমার ৷ আর আমাকে এই কাজ করতে সাহায্য করছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ও তৃণমূল ৷"

দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ বলেন, "এবার আমরা দার্জিলিংয়ের আসনে একশো শতাংশ জয় পাব ৷ যেভাবে মানুষের উচ্ছ্বাস দেখা যাচ্ছে, তাতে আমরা নিশ্চিত এবার আর ওই আসনে বিজেপি জয় পাবে না ৷"

আরও পড়ুন:

  1. তহবিলের অধিকাংশ অর্থ খরচই হয়নি, একনজরে রাজু বিস্তার কাজের খতিয়ান
  2. পাহাড়ে মোতায়েন 9 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, শুরু রুটমার্চ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.