ETV Bharat / state

দিল্লিতে সহকর্মীকে খুন, মগরাহাট থেকে দিল্লি পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত - Delhi Murder Case

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 22, 2024, 11:05 PM IST

DELHI POLICE ARRESTED A YOUTH: মগরাহাটের সইদ হোসেন লস্কর নামের এক যুবক কাজের সন্ধানে পাড়ি দিয়েছিল দিল্লির গান্ধিনগর এলাকায়। সেখানে গিয়ে তার সহকর্মীকে খুন করে সে ৷ পরে দক্ষিণ 24 পরগনার মগরাহাটে গা-ঢাকা দেয় অভিযুক্ত ৷ কিন্তু শেষরক্ষা হয়নি! শনিবার তাকে দিল্লি পুলিশ মগরাহাট থেকে গ্রেফতার করে ৷

DELHI POLICE ARRESTED A YOUTH
অভিযুক্তকে গ্রেফতার দিল্লি পুলিশের (Etv Bharat)

মগরাহাট, 22 জুন: খুনের পর এলাকায় এসে গা-ঢাকা দিয়েও শেষ রক্ষা হল না ৷ অবশেষে দক্ষিণ 24 পরগনা থেকে গ্রেফতার হল দিল্লির গান্ধিনগর এলাকায় একটি খুনের ঘটনায় জড়িত থাকা এক যুবক।

জীবন জীবিকার টানে রাজ্যের বহু যুবক পাড়ি দেন ভিন রাজ্যের কাজের সন্ধানে ৷ তেমনই মগরাহাটের কালা পাহাড়চক এলাকার সইদ হোসেন লস্কর নামের এক যুবক কাজের সন্ধানে পাড়ি দিয়েছিল দিল্লির গান্ধিনগর এলাকায়। একটি ঠিকাদার সংস্কার অধীনে কাজ করছিল মগরাহাটের এই যুবক। গত 8 জুন দিল্লির গান্ধিনগর এলাকায় এক সহকর্মীর সঙ্গে ঝামেলা হয় সইদ হোসেন লস্করের ৷ এরপর ধারালো অস্ত্র দিয়ে সইদ হোসেন তার সহকর্মীকে কোপ মারতে থাকে।

এই ঘটনায় অন্যান্য সহকর্মীরা গুরুতর জখম অবস্থায় ওই সহকর্মীকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর দিল্লি থেকে পালিয়ে এসে এলাকায় গা-ঢাকা দিয়েছিল সইদ হোসেন লস্কর। এই খুনের ঘটনায় 9 জুন মৃতের পরিবারের পক্ষ থেকে দিল্লির গান্ধিনগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নামে গান্ধিনগর থানার পুলিশ। এলাকায় এসে গা-ঢাকা দিয়ে দেয় সইদ ৷

কিন্তু দিল্লির পুলিশ সইদের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে গতকাল অর্থাৎ শুক্রবার রাতে মগরাহাট থানার পুলিশের সহযোগিতায় মগরাহাট থানার অন্তর্গত কালাপাহাড় চক এলাকা থেকে সাইদ হোসেন লস্করকে গ্রেফতার করে। শনিবার অভিযুক্ত সাইদ হোসেন লস্করকে ডায়মন্ড হারবার মহকুমার আদালতে পেশ করে মগরাহাট থানার পুলিশ ৷ সঙ্গে ছিল দিল্লি পুলিশের আধিকারিকরা। অভিযুক্ত বিরুদ্ধে খুনের মামলার রুজু করা হয়েছে। ডায়মন্ড হারবার মহকুমার আদালতে দিল্লির গান্ধিনগর থানার পুলিশ চারদিনের ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যাওয়ার জন্য আবেদন জানিয়েছে।

এই বিষয়ে ডায়মন্ড হারবার মহকুমার আদালতের আইনজীবী দেবাংশু পাণ্ডা বলেন, "জীবন জীবিকার টানে রাজ্যের মগরাহাট-সহ সুন্দরবনের একাধিক জায়গায় বহু মানুষ ভিন রাজ্যে কাজের সন্ধানে পাড়ি দেয়। তেমনই মগরাহাটের এই যুবক পাড়ি দিয়েছিল দিল্লিতে। সেখানে গিয়ে এক সহকর্মীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে অভিযুক্ত ৷ এরপর সহকর্মীকে খুন করে । খুনের পর এলাকায় এসে গা-ঢাকা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু শেষ রক্ষা হয়নি ৷ অভিযুক্তকে এদিন দিল্লির গান্ধিনগর থানার পুলিশ মগরাহাট এলাকা থেকে গ্রেফতার করে। ধৃতকে ডায়মন্ড হারবার মহকুমার আদালতে পেশ করা হয়েছে ৷ অভিযুক্তের বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তাকে আজই দিল্লি নিয়ে যাওয়া হয়েছে ৷

মগরাহাট, 22 জুন: খুনের পর এলাকায় এসে গা-ঢাকা দিয়েও শেষ রক্ষা হল না ৷ অবশেষে দক্ষিণ 24 পরগনা থেকে গ্রেফতার হল দিল্লির গান্ধিনগর এলাকায় একটি খুনের ঘটনায় জড়িত থাকা এক যুবক।

জীবন জীবিকার টানে রাজ্যের বহু যুবক পাড়ি দেন ভিন রাজ্যের কাজের সন্ধানে ৷ তেমনই মগরাহাটের কালা পাহাড়চক এলাকার সইদ হোসেন লস্কর নামের এক যুবক কাজের সন্ধানে পাড়ি দিয়েছিল দিল্লির গান্ধিনগর এলাকায়। একটি ঠিকাদার সংস্কার অধীনে কাজ করছিল মগরাহাটের এই যুবক। গত 8 জুন দিল্লির গান্ধিনগর এলাকায় এক সহকর্মীর সঙ্গে ঝামেলা হয় সইদ হোসেন লস্করের ৷ এরপর ধারালো অস্ত্র দিয়ে সইদ হোসেন তার সহকর্মীকে কোপ মারতে থাকে।

এই ঘটনায় অন্যান্য সহকর্মীরা গুরুতর জখম অবস্থায় ওই সহকর্মীকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর দিল্লি থেকে পালিয়ে এসে এলাকায় গা-ঢাকা দিয়েছিল সইদ হোসেন লস্কর। এই খুনের ঘটনায় 9 জুন মৃতের পরিবারের পক্ষ থেকে দিল্লির গান্ধিনগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নামে গান্ধিনগর থানার পুলিশ। এলাকায় এসে গা-ঢাকা দিয়ে দেয় সইদ ৷

কিন্তু দিল্লির পুলিশ সইদের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে গতকাল অর্থাৎ শুক্রবার রাতে মগরাহাট থানার পুলিশের সহযোগিতায় মগরাহাট থানার অন্তর্গত কালাপাহাড় চক এলাকা থেকে সাইদ হোসেন লস্করকে গ্রেফতার করে। শনিবার অভিযুক্ত সাইদ হোসেন লস্করকে ডায়মন্ড হারবার মহকুমার আদালতে পেশ করে মগরাহাট থানার পুলিশ ৷ সঙ্গে ছিল দিল্লি পুলিশের আধিকারিকরা। অভিযুক্ত বিরুদ্ধে খুনের মামলার রুজু করা হয়েছে। ডায়মন্ড হারবার মহকুমার আদালতে দিল্লির গান্ধিনগর থানার পুলিশ চারদিনের ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যাওয়ার জন্য আবেদন জানিয়েছে।

এই বিষয়ে ডায়মন্ড হারবার মহকুমার আদালতের আইনজীবী দেবাংশু পাণ্ডা বলেন, "জীবন জীবিকার টানে রাজ্যের মগরাহাট-সহ সুন্দরবনের একাধিক জায়গায় বহু মানুষ ভিন রাজ্যে কাজের সন্ধানে পাড়ি দেয়। তেমনই মগরাহাটের এই যুবক পাড়ি দিয়েছিল দিল্লিতে। সেখানে গিয়ে এক সহকর্মীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে অভিযুক্ত ৷ এরপর সহকর্মীকে খুন করে । খুনের পর এলাকায় এসে গা-ঢাকা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু শেষ রক্ষা হয়নি ৷ অভিযুক্তকে এদিন দিল্লির গান্ধিনগর থানার পুলিশ মগরাহাট এলাকা থেকে গ্রেফতার করে। ধৃতকে ডায়মন্ড হারবার মহকুমার আদালতে পেশ করা হয়েছে ৷ অভিযুক্তের বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তাকে আজই দিল্লি নিয়ে যাওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.