ETV Bharat / state

তিন মাসে 260 কোটি, 17 বছর পর লাভের মুখ দেখল বিএসএনএল - BSNL PROFIT

বৃহস্পতিবার শিলিগুড়িতে টেলিকম অ্য়াডভাইজারি কমিটির বৈঠক হয় ৷ তার পর একথা জানান ওই কমিটির চেয়ারম্যান তথা দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা ৷

BSNL Profit
তিন মাসে 260 কোটি, 17 বছর পর লাভের মুখ দেখল বিএসএনএল (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2025, 8:18 PM IST

Updated : Feb 27, 2025, 8:49 PM IST

শিলিগুড়ি, 27 ফেব্রুয়ারি: 17 বছর পর লাভের মুখ দেখল ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) । তিন মাসে 260 কোটি টাকার লাভ করেছে এই সংস্থা । বৃহস্পতিবার টেলিকম অ্য়াডভাইজারি কমিটির বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান দার্জিলিংয়ের সাংসদ তথা টেলিকম অ্য়াডভাইজারি কমিটির চেয়ারম্যান রাজু বিস্তা ।

এদিন শিলিগুড়িতে বিএসএনএল কার্যালয়ে এক বৈঠক করেন রাজু বিস্তা ৷ সেই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন দার্জিলিংয়ের সাংসদ ৷ সেখানেই তিনি একথা জানান ৷ রাজু বিস্তা বলেন, "আমার বলতে খুব ভালো লাগছে 17 বছর পর প্রথমবার বিএসএনএল মুনাফার মুখ দেখেছে । তিনমাসে 260 কোটির লাভ এসেছে । এতোদিন পর সংস্থা লাভ দেখায় কর্মী ও আধিকারিকরাও খুশি ।"

তিন মাসে 260 কোটি, 17 বছর পর লাভের মুখ দেখল বিএসএনএল (ইটিভি ভারত)

এদিন রাজু বিস্তার সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের আট জেলার বিএসএনএলের আধিকারিকরা ৷ এই জেলাগুলিতে বিএসএনএলের পরিষেবা নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে ৷ বৈঠকে মূলত দার্জিলিং ও কালিম্পং জেলায় নেটওয়ার্ক পরিষেবা নিয়ে জোর দেওয়া হয় ।

কয়েক দশক থেকেই পাহাড়ের দুই জেলা দার্জিলিং ও কালিম্পংয়ে নেটওয়ার্ক সমস্যা রয়েছে । এতে সমস্যায় পড়তে হয় পাহাড়বাসী থেকে পর্যটকদের । সেই মতো পাহাড়ি এলাকায় নেটওয়ার্ক পরিষেবা উন্নয়নে জোর দেয় । পাহাড়ের বিভিন্ন গ্রামে একে একে টাওয়ার বসিয়ে পরিষেবা উন্নত করা হচ্ছে ।

Telecom Advisory Committee Meeting
শিলিগুড়িতে টেলিকম অ্য়াডভাইজারি কমিটির বৈঠক (নিজস্ব ছবি)

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজু বিস্তা বলেন, "এর আগে কালিম্পংয়ে বিএসএনএলের পরিষেবা শিলিগুড়ি থেকে আগে তিস্তা হয়ে গ্যাংটকে পাঠানো হতো । তারপর সেখান থেকে ঘুরিয়ে কালিম্পংয়ে পৌঁছানো হতো । এখন থেকে সেটা সরাসরি শিলিগুড়ি থেকে দেওয়া হচ্ছে ।’’

তিনি আরও বলেন, ‘‘আগে বারবার ধস ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পরিষেবা ব্যাহত হতো । কিন্তু এখন বিএসএনএল পাওয়ারগ্রিড কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে ব্যান্ড উইথ কিনেছে । বছরে 33 লক্ষ টাকা দিয়ে পিজিসিআইএলের থেকে ব্যান্ড উইথ বিএসএনএল নেবে । বিগত পাঁচ মাস ধরে তা ট্রায়ালে চালানো হচ্ছে । বিগত পাঁচ মাসে ওই লাইনে একবারও সমস্যা হয়নি । এতে মোবাইল কিংবা ইন্টারনেট কোনোটাই সমস্যায় পড়েনি ।"

Telecom Advisory Committee Meeting
শিলিগুড়িতে টেলিকম অ্য়াডভাইজারি কমিটির বৈঠক (নিজস্ব ছবি)

এদিনের বৈঠক সূত্রে জানা গিয়েছে, পাহাড়ের দার্জিলিং জেলার মধ্যে 561টি গ্রামের মধ্যে 170টি গ্রামে ইতিমধ্যে বিএসএনএলের পরিষেবা পৌঁছে গিয়েছে । পাশাপাশি কালিম্পং জেলার 127টি গ্রামের মধ্যে 43টি গ্রাম নিজেদের কভারেজে এনেছে বিএসএনএল । পাহাড়ের মোট 33 শতাংশ এলাকা কভার করেছে বিএসএনএল ।

এছাড়াও অতিরিক্ত 144টি গ্রামের তালিকা বিএসএনএল কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে সাংসদের মাধ্যমে । তার মধ্যেও ছ’টি গ্রামে বিএসএনএলের পরিষেবা পৌঁছে গিয়েছে । বাকি 138টি গ্রামে কভারেজের কাজ চলছে । পরিষেবা উন্নত করতে তিস্তাবাজারের কাছে মংপং, ভুটান সীমান্ত লাগোয়া বিন্দু, লাভা ও জোরথাংয়ের কাছে পাঙখাশ্রী গ্রাম, বিড়িকদাঁড়া, কাফেরগাঁওয়ের কাছে চুইখিম গ্রামে টাওয়ারের কাজ শেষ হয়েছে ।

রাজু বিস্তা আরও জানান, শিলিগুড়িতে 61 জন অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের বেতন সমস্যা রয়েছে । সেই বিষয়েও পদক্ষেপ করা হয়েছে ।

শিলিগুড়ি, 27 ফেব্রুয়ারি: 17 বছর পর লাভের মুখ দেখল ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) । তিন মাসে 260 কোটি টাকার লাভ করেছে এই সংস্থা । বৃহস্পতিবার টেলিকম অ্য়াডভাইজারি কমিটির বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান দার্জিলিংয়ের সাংসদ তথা টেলিকম অ্য়াডভাইজারি কমিটির চেয়ারম্যান রাজু বিস্তা ।

এদিন শিলিগুড়িতে বিএসএনএল কার্যালয়ে এক বৈঠক করেন রাজু বিস্তা ৷ সেই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন দার্জিলিংয়ের সাংসদ ৷ সেখানেই তিনি একথা জানান ৷ রাজু বিস্তা বলেন, "আমার বলতে খুব ভালো লাগছে 17 বছর পর প্রথমবার বিএসএনএল মুনাফার মুখ দেখেছে । তিনমাসে 260 কোটির লাভ এসেছে । এতোদিন পর সংস্থা লাভ দেখায় কর্মী ও আধিকারিকরাও খুশি ।"

তিন মাসে 260 কোটি, 17 বছর পর লাভের মুখ দেখল বিএসএনএল (ইটিভি ভারত)

এদিন রাজু বিস্তার সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের আট জেলার বিএসএনএলের আধিকারিকরা ৷ এই জেলাগুলিতে বিএসএনএলের পরিষেবা নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে ৷ বৈঠকে মূলত দার্জিলিং ও কালিম্পং জেলায় নেটওয়ার্ক পরিষেবা নিয়ে জোর দেওয়া হয় ।

কয়েক দশক থেকেই পাহাড়ের দুই জেলা দার্জিলিং ও কালিম্পংয়ে নেটওয়ার্ক সমস্যা রয়েছে । এতে সমস্যায় পড়তে হয় পাহাড়বাসী থেকে পর্যটকদের । সেই মতো পাহাড়ি এলাকায় নেটওয়ার্ক পরিষেবা উন্নয়নে জোর দেয় । পাহাড়ের বিভিন্ন গ্রামে একে একে টাওয়ার বসিয়ে পরিষেবা উন্নত করা হচ্ছে ।

Telecom Advisory Committee Meeting
শিলিগুড়িতে টেলিকম অ্য়াডভাইজারি কমিটির বৈঠক (নিজস্ব ছবি)

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজু বিস্তা বলেন, "এর আগে কালিম্পংয়ে বিএসএনএলের পরিষেবা শিলিগুড়ি থেকে আগে তিস্তা হয়ে গ্যাংটকে পাঠানো হতো । তারপর সেখান থেকে ঘুরিয়ে কালিম্পংয়ে পৌঁছানো হতো । এখন থেকে সেটা সরাসরি শিলিগুড়ি থেকে দেওয়া হচ্ছে ।’’

তিনি আরও বলেন, ‘‘আগে বারবার ধস ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পরিষেবা ব্যাহত হতো । কিন্তু এখন বিএসএনএল পাওয়ারগ্রিড কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে ব্যান্ড উইথ কিনেছে । বছরে 33 লক্ষ টাকা দিয়ে পিজিসিআইএলের থেকে ব্যান্ড উইথ বিএসএনএল নেবে । বিগত পাঁচ মাস ধরে তা ট্রায়ালে চালানো হচ্ছে । বিগত পাঁচ মাসে ওই লাইনে একবারও সমস্যা হয়নি । এতে মোবাইল কিংবা ইন্টারনেট কোনোটাই সমস্যায় পড়েনি ।"

Telecom Advisory Committee Meeting
শিলিগুড়িতে টেলিকম অ্য়াডভাইজারি কমিটির বৈঠক (নিজস্ব ছবি)

এদিনের বৈঠক সূত্রে জানা গিয়েছে, পাহাড়ের দার্জিলিং জেলার মধ্যে 561টি গ্রামের মধ্যে 170টি গ্রামে ইতিমধ্যে বিএসএনএলের পরিষেবা পৌঁছে গিয়েছে । পাশাপাশি কালিম্পং জেলার 127টি গ্রামের মধ্যে 43টি গ্রাম নিজেদের কভারেজে এনেছে বিএসএনএল । পাহাড়ের মোট 33 শতাংশ এলাকা কভার করেছে বিএসএনএল ।

এছাড়াও অতিরিক্ত 144টি গ্রামের তালিকা বিএসএনএল কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে সাংসদের মাধ্যমে । তার মধ্যেও ছ’টি গ্রামে বিএসএনএলের পরিষেবা পৌঁছে গিয়েছে । বাকি 138টি গ্রামে কভারেজের কাজ চলছে । পরিষেবা উন্নত করতে তিস্তাবাজারের কাছে মংপং, ভুটান সীমান্ত লাগোয়া বিন্দু, লাভা ও জোরথাংয়ের কাছে পাঙখাশ্রী গ্রাম, বিড়িকদাঁড়া, কাফেরগাঁওয়ের কাছে চুইখিম গ্রামে টাওয়ারের কাজ শেষ হয়েছে ।

রাজু বিস্তা আরও জানান, শিলিগুড়িতে 61 জন অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের বেতন সমস্যা রয়েছে । সেই বিষয়েও পদক্ষেপ করা হয়েছে ।

Last Updated : Feb 27, 2025, 8:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.