জলপাইগুড়ি, 27 ফেব্রুয়ারি: জলপাইগুড়ি পুরসভার নির্বাচনের তৃতীয় বছর পূর্তিকে কালাদিবস হিসেবে পালন করল জেলা কংগ্রেস। 2022 সালে পুর নির্বাচনে দেদার ছাপ্পা ভোট হয়েছিল বলে অভিযোগ। কংগ্রেস কর্মীদের অভিযোগ, 2022 সালে জলপাইগুড়ি পুরসভায় যে ভাবে ভোট লুট হয়েছে, ইভিএম লুট হয়েছে, বহিরাগতরা যে ভাবে ভোটগ্রহণ কেন্দ্র দখল করে ভোট লুঠ করেছিল, সেই ছবি ছাপিয়ে প্রতিবাদ করা হয়। বুকে কালো ব্যাচ পড়ে প্রতিবাদ করা হয়।
এদিন জলপাইগুড়ি থানা মোড় থেকে জেলা কংগ্রেসের পক্ষ থেকে এক ধিক্কার মিছিল জলপাইগুড়ি পুরসভা পর্যন্ত আসে। পুরসভার গেটের সামনে অবস্থান করা হয়। জলপাইগুড়ি জেলা কংগ্রেস পিনাকি সেনগুপ্ত বলেন, "2022 সালের 27 ফেব্রুয়ারি জলপাইগুড়ি পুর এলাকার মানুষের কাছে এক কলঙ্কিত দিবস। কারণ, 2022 সালে রাজ্যের শাসকদল ভোট লুট করতে নেমেছিল।"
পিনাকি সেনগুপ্ত অভিযোগ করে আরও বলেন, "রাজ্যের শাসকদলের নেতাদের নির্দেশে এবং পুলিশের সহযোগিতায় মুখে কালো কাপড় বেঁধে, হাতে লাঠি, ধারালো অস্ত্র দেখিয়ে বুথ দখল করেছিল ৷ চালিয়েছিল দেদার ছাপ্পা। বিভিন্ন ওয়ার্ডের ছাপ্পা হয়েছিল। রক্তাক্ত হয়েছিল গণতন্ত্র, ইভিএম পড়েছিল মাটিতে। তাই এদিন রাজ্যের শাসকদলকে ধিক্কার জানিয়ে কালা দিবস পালন করলাম।"
কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর তথা কংগ্রেস প্রার্থী জয়ন্তী পাল বলেন, "আমরা জলপাইগুড়ি শহরের বুকে ভোটের নামে যেভাবে প্রহসন হল তার তীব্র নিন্দা জানাচ্ছি। 2022 সালে পুরসভায় নির্বাচনে ছাপ্পা ভোট হয়। মানুষ ভোট দিতে পারেনি। অরা আজ সেই দিনকে স্মরণ করে কালা দিবস পালন।করলাম। জলপাইগুড়ি পুরসভার বোর্ড অনৈতিক ভাবে ছাপ্পা ভোটে জিতেছেন তাই আমরা প্রতিবাদ জানালাম।"