ETV Bharat / state

কোল ভবনের সামনে হকার উচ্ছেদকে ঘিরে ধুন্ধুমার - HAWKER EVICTION DRIVE - HAWKER EVICTION DRIVE

Hawker Eviction in Newtown: কলকাতার পর এবার নিউটাউনের হকার উচ্ছেদ অভিযানে নামল বিধাননগর কমিশনারেট এবং এনকেডিএ কর্তৃপক্ষ ৷ কোল ভবনের সামনে ফুটপাতে মাইকিং করা হয় ৷ তবে, এই উচ্ছেদকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁধে সেখানে ৷

ETV BHARAT
নিউটাউনে হকার উচ্ছেদ ঘিরে ধুন্ধুমার ৷
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 26, 2024, 9:10 PM IST

নিউটাউন, 26 জুন: নিউটাউনে অবৈধ দোকান ও হকার উচ্ছেদকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি ৷ বিধাননগর কমিশনারেটের তরফে দোকান ভাঙতে গেলে পুলিশকে বাধা দেওয়ার অভিযোগ দোকানদারদের বিরুদ্ধে ৷ এই ঘটনায় পুলিশের সঙ্গে দোকানদারদের বচসা শুরু হয় ৷ পরবর্তী সময়ে উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদে কোল ভবনের সামনের রাস্তায় জমায়েত করেন হকাররা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিধাননগর কমিশনারেটের ডিসি (নিউটাউন) মানব সিংলার নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় ৷ উপস্থিত ছিলেন নিউটাউন থানার আইসি কল্লোল ঘোষও ৷ পরিস্থিতি সামাল দিতে এনকেডিএ-র তরফে মাইকিং করা হয় এদিন ৷

নিউটাউনে হকার উচ্ছেদ ঘিরে ধুন্ধুমার ৷

উল্লেখ্য, সম্প্রতি নবান্নে পর্যালোচনা বৈঠকে শহরের বিভিন্ন রাস্তায় ফুটপাত দখল করে অবৈধ দোকান করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কলকাতা ও বিধাননগর-সহ রাজ্যের সর্বত্র রাস্তা আটকে থাকা এমন অবৈধ দোকান তোলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর সেই নির্দেশের পরেই মঙ্গলবার কলকাতা পুলিশ কমিশনারেট নিউমার্কেট-সহ শহরের নানান জায়গায় অভিযানে নামে ৷ বুধবার দ্বিতীয় দিনে হকার উচ্ছেদ অভিযানে নামতে দেখা গেল বিধাননগর কমিশনারেট এবং এনকেডিএ-র আধিকারিকদের ৷

এদিন দুপুরে নিউটাউনের কোল ভবন সংলগ্ন ফুটপাতের উপর অবৈধ দোকানগুলিকে ভেঙে ফেলা হয় ৷ এনকেডিএ কর্তৃপক্ষ এবং নিউটাউন থানার পক্ষ থেকে অবৈধ দোকানগুলি ভেঙে ফেলা হয় ৷ ঠেলা গাড়িগুলিকে ট্রাকে তুলে নিয়ে যায় পুলিশ ৷ বেলা 11টা থেকে নিউটাউন থানার পুলিশের সঙ্গে কমিশনারেটে বাহিনী এবং এনকেডি এর আধিকারিকরা অভিযানে নেমেছিলেন ৷ পরে দোকান ভাঙার কাজ শুরু হতেই পুলিশ ও এনকেডিএ আধিকারিকদের সঙ্গে বচসায় জড়ান দোকানদাররা ৷ প্রায় দু’ঘণ্টার উপর পরিস্থিতি উত্তপ্ত ছিল সেখানে ৷

দোকানদারদের অভিযোগ, এই জায়গা থেকে সরিয়ে দেওয়ার পর তাদের অন্যত্র বসার ব্যবস্থা করা হবে না ৷ এই বক্তব্যকে সামনে রেখেই দোকানদাররা পুলিশ ও এনকেডিএ আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখান ৷ কিন্তু, পুলিশের তরফ থেকে বলা হয়েছে, এই ফুটপাতে থাকা এগারোজনকে অন্যত্র দোকান দেওয়া হয়েছে ৷ বাকি দোকানদাররা বহিরাগত ৷ পুলিশের মতে, বাইরে থেকে এসে যারা দোকান খুলেছে তাদের সরিয়ে দেওয়া হয়েছে ৷ পাশাপাশি, যে এগারোজনকে দোকানের জায়গা দেওয়া হয়েছিল, তাঁদের কয়েকজন এখনও ফুটপাতে ব্যবসা করছিলেন ৷ সেই সব দোকানদারদেরও তুলে দেওয়া হয়েছে ৷ বিক্ষোভকারীদের মধ্যে একজনকে আটক করেছে পুলিশ ৷

নিউটাউন, 26 জুন: নিউটাউনে অবৈধ দোকান ও হকার উচ্ছেদকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি ৷ বিধাননগর কমিশনারেটের তরফে দোকান ভাঙতে গেলে পুলিশকে বাধা দেওয়ার অভিযোগ দোকানদারদের বিরুদ্ধে ৷ এই ঘটনায় পুলিশের সঙ্গে দোকানদারদের বচসা শুরু হয় ৷ পরবর্তী সময়ে উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদে কোল ভবনের সামনের রাস্তায় জমায়েত করেন হকাররা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিধাননগর কমিশনারেটের ডিসি (নিউটাউন) মানব সিংলার নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় ৷ উপস্থিত ছিলেন নিউটাউন থানার আইসি কল্লোল ঘোষও ৷ পরিস্থিতি সামাল দিতে এনকেডিএ-র তরফে মাইকিং করা হয় এদিন ৷

নিউটাউনে হকার উচ্ছেদ ঘিরে ধুন্ধুমার ৷

উল্লেখ্য, সম্প্রতি নবান্নে পর্যালোচনা বৈঠকে শহরের বিভিন্ন রাস্তায় ফুটপাত দখল করে অবৈধ দোকান করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কলকাতা ও বিধাননগর-সহ রাজ্যের সর্বত্র রাস্তা আটকে থাকা এমন অবৈধ দোকান তোলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর সেই নির্দেশের পরেই মঙ্গলবার কলকাতা পুলিশ কমিশনারেট নিউমার্কেট-সহ শহরের নানান জায়গায় অভিযানে নামে ৷ বুধবার দ্বিতীয় দিনে হকার উচ্ছেদ অভিযানে নামতে দেখা গেল বিধাননগর কমিশনারেট এবং এনকেডিএ-র আধিকারিকদের ৷

এদিন দুপুরে নিউটাউনের কোল ভবন সংলগ্ন ফুটপাতের উপর অবৈধ দোকানগুলিকে ভেঙে ফেলা হয় ৷ এনকেডিএ কর্তৃপক্ষ এবং নিউটাউন থানার পক্ষ থেকে অবৈধ দোকানগুলি ভেঙে ফেলা হয় ৷ ঠেলা গাড়িগুলিকে ট্রাকে তুলে নিয়ে যায় পুলিশ ৷ বেলা 11টা থেকে নিউটাউন থানার পুলিশের সঙ্গে কমিশনারেটে বাহিনী এবং এনকেডি এর আধিকারিকরা অভিযানে নেমেছিলেন ৷ পরে দোকান ভাঙার কাজ শুরু হতেই পুলিশ ও এনকেডিএ আধিকারিকদের সঙ্গে বচসায় জড়ান দোকানদাররা ৷ প্রায় দু’ঘণ্টার উপর পরিস্থিতি উত্তপ্ত ছিল সেখানে ৷

দোকানদারদের অভিযোগ, এই জায়গা থেকে সরিয়ে দেওয়ার পর তাদের অন্যত্র বসার ব্যবস্থা করা হবে না ৷ এই বক্তব্যকে সামনে রেখেই দোকানদাররা পুলিশ ও এনকেডিএ আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখান ৷ কিন্তু, পুলিশের তরফ থেকে বলা হয়েছে, এই ফুটপাতে থাকা এগারোজনকে অন্যত্র দোকান দেওয়া হয়েছে ৷ বাকি দোকানদাররা বহিরাগত ৷ পুলিশের মতে, বাইরে থেকে এসে যারা দোকান খুলেছে তাদের সরিয়ে দেওয়া হয়েছে ৷ পাশাপাশি, যে এগারোজনকে দোকানের জায়গা দেওয়া হয়েছিল, তাঁদের কয়েকজন এখনও ফুটপাতে ব্যবসা করছিলেন ৷ সেই সব দোকানদারদেরও তুলে দেওয়া হয়েছে ৷ বিক্ষোভকারীদের মধ্যে একজনকে আটক করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.