কলকাতা, 2 মে: কলকাতায় দিনের শেষ মেট্রো ছাড়ার সময় বাড়ানোর আর্জিতে মামলার শুনানি হল কলকাতা হাইকোর্টে ৷ এই বিষয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষকেই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷
অন্যান্য রাজ্যের থেকে কলকাতায় দিনের শেষ মেট্রো ছাড়ার সময় অনেক আগে । শেষ মেট্রো ছাড়ার সময় বাড়ানোর আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এক নাগরিক । তাঁর আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার বলেছে, হাইকোর্ট এ বিষয়ে হস্তক্ষেপ করবে না । কিন্তু জনস্বার্থের কথা মাথায় রেখে মেট্রোকে বিষয়টি বিবেচনা করার নির্দেশ দিয়েছে আদালত । আগামী চার সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিবেচনা করে জানাতে বলা হয়েছে মেট্রোরেলকে ৷
এ দিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের বেঞ্চ মেট্রোরেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে যে, আবেদনকারীর প্রার্থনা বিবেচনা করে অন্তত 45 মিনিট সময়সীমা বাড়ানো যায় কি না তা খতিয়ে দেখতে । মামলায় আবেদনকারী যুক্তি দিয়েছেন যে, অন্যান্য যে যে শহরে মেট্রো চলে, সেখানে রাত 11টায় শেষ মেট্রো ছাড়ে । কিন্তু কলকাতায় এখন রাত 9.45-এ ছাড়ে শেষ মেট্রো । এই সময় বাড়ানো উচিত বলে দাবি করেন মামলাকারী ।
এ বিষয়ে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, মেট্রোর একজন প্রকৌশলী বিষয়টি বিবেচনা করে দেখেছেন ৷ তবে এই পর্যায়ে অতিরিক্ত সময় বাড়ানো সম্ভব নয় বলে জানানো হয়েছে । উভয়পক্ষের শুনানির পর ডিভিশন বেঞ্চ মেট্রোরেল কর্তৃপক্ষকে জানায়, দিনের শেষ মেট্রোর সময় বাড়ানো হলে তা সাধারণ মানুষের জন্য ব্যাপকভাবে সহায়ক হবে । তবে এ ব্যাপারে আদালত কোনও সিদ্ধান্ত নেবে না বলেও জানিয়ে দেয় প্রধান বিচারপতির বেঞ্চ ৷ বেঞ্চ বলেছে, এ ব্যাপারে বিবেচনা করে সিদ্ধান্ত নেবে মেট্রোরেল কর্তৃপক্ষ ।
আরও পড়ুন: