ETV Bharat / state

সন্দেশখালিকাণ্ডে নয়া মোড়! শাহজাহান-ঘনিষ্ঠ শিবুর বিরুদ্ধে যুক্ত হল দ্বিতীয় গণধর্ষণের ধারা - Sandeshkhali TMC

Second gangrape allegation against TMC leader Shibu Hazra: দ্বিতীয় গণধর্ষণের মামলা দায়ের হল তৃণমূল নেতা শিবু হাজরার বিরুদ্ধে ৷ এই নিয়ে সন্দেশখালির 39 নম্বর মামলায় এক নির্যাতিতার গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে ৷

ETV Bharat
সন্দেশখালিতে তৃণমূল নেতা শিবু হাজরার বিরুদ্ধে গণধর্ষণের মামলা
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 21, 2024, 7:00 PM IST

সন্দেশখালি, 21 ফেব্রুয়ারি: সন্দেশখালি কাণ্ডে শাহজাহান-ঘনিষ্ঠ ধৃত তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুর বিরুদ্ধে আরও একটি গণধর্ষণের ধারা যুক্ত হল বুধবার ৷ শিবু ছাড়া তাঁর পোল্ট্রি ফার্মের ম্যানেজার ভানু মণ্ডল এবং আমির আলি গাজী নামে আরেক ব‍্যক্তির বিরুদ্ধে গণধর্ষণের ধারা যুক্ত করেছে পুলিশ ৷ সূত্রের খবর, সন্দেশখালির 39 নম্বর মামলায় নির্যাতিতা এক মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতে পুলিশ এই গণধর্ষণের ধারা যুক্ত করেছে ৷ গণধর্ষণের পাশাপাশি এই তিনজনের বিরুদ্ধে বাধা সৃষ্টি এবং হুমকির ধারাও যুক্ত করা হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, এর আগে সন্দেশখালি কাণ্ডে 20 নম্বর মামলায় এক নির্যাতিতার গোপন জবানবন্দির ভিত্তিতে গণধর্ষণ এবং খুনের চেষ্টার ধারা যুক্ত করা হয়েছিল শাহজাহানের দুই শাগরেদ শিবু হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে ৷ গণধর্ষণের ধারা যুক্ত হতেই পুলিশ শাহজাহান-ঘনিষ্ঠ এই তৃণমূল নেতাকে গ্রেফতার করতে আসরে নামে ৷ সেই মতো কয়েকঘণ্টার মধ্যে গ্রেফতারও করা হয় শিবুকে ৷ যদিও এর আগেই সন্দেশখালির অন্য একটি মামলায় উত্তমকে গ্রেফতার করা হয় ৷ এরপরই গণধর্ষণের ধারা যুক্ত হয় সাসপেন্ডেড ওই তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ বর্তমানে দু'জনেই পুলিশি হেফাজতে রয়েছে ৷ তারই মধ্যে এবার দ্বিতীয় গণধর্ষণের ধারা যুক্ত হল ধৃত তৃণমূল নেতা শিবু হাজরার বিরুদ্ধে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, 19 ফেব্রুয়ারি সন্দেশখালির এক নির্যাতিতা মহিলা থানায় গিয়ে শিবু, ভানু ও আমিরের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে মামলাও রুজু করে পুলিশ ৷ এরপর নির্যাতিতা মহিলার গোপন জবানবন্দি নিতে মঙ্গলবার তাঁকে নিয়ে আসা হয় বসিরহাট মহকুমা আদালতে ৷ সেখানেই বিচারকের সামনে 164-এ গোপন জবানবন্দি দেন তিনি ৷ নির্যাতিতা মহিলার গোপন জবানবন্দি পেয়ে পুলিশ শাহজাহান ঘনিষ্ঠ ধৃত তৃণমূল নেতা শিবু হাজরা, তাঁর ম‍্যানেজার ভানু মণ্ডল এবং আমির আলি গাজীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করে ৷ ফলে যত দিন যাচ্ছে নতুন নতুন মোড় নিচ্ছে সন্দেশখালিকাণ্ড!

এদিকে, সন্দেশখালিকাণ্ডে গ্রামবাসীদের ক্ষোভ-বিক্ষোভকে শাসকদল পাত্তা না-দিয়ে চক্রান্ত বলে দাবি করেছে ৷ অন‍্যদিকে, সন্দেশখালিতে নজরদারি বাড়াতে তৎপর পুলিশ প্রশাসন ৷ সেজন্য বিভিন্ন ফেরিঘাট এবং গ্রামের মূল রাস্তা সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, সন্দেশখালির পাঁচটি গুরুত্বপূর্ণ জায়গায় মোট 10টি সিসিটিভি লাগানো হয়েছে ৷

আরও পড়ুন:

  1. অগ্নিগর্ভ পরিস্থিতির 14 দিনের মাথায় সন্দেশখালিতে রাজীব, পুলিশ কর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক
  2. প্রকাশ্যে শাহজাহানের দুই শাগরেদ শিবু-উত্তমের নয়া কীর্তি, ফুঁসছে সন্দেশখালি
  3. 'মমতার বিবেকের মৃত্যু হয়েছে', সন্দেশখালি নিয়ে তোপ রবিশঙ্করের

সন্দেশখালি, 21 ফেব্রুয়ারি: সন্দেশখালি কাণ্ডে শাহজাহান-ঘনিষ্ঠ ধৃত তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুর বিরুদ্ধে আরও একটি গণধর্ষণের ধারা যুক্ত হল বুধবার ৷ শিবু ছাড়া তাঁর পোল্ট্রি ফার্মের ম্যানেজার ভানু মণ্ডল এবং আমির আলি গাজী নামে আরেক ব‍্যক্তির বিরুদ্ধে গণধর্ষণের ধারা যুক্ত করেছে পুলিশ ৷ সূত্রের খবর, সন্দেশখালির 39 নম্বর মামলায় নির্যাতিতা এক মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতে পুলিশ এই গণধর্ষণের ধারা যুক্ত করেছে ৷ গণধর্ষণের পাশাপাশি এই তিনজনের বিরুদ্ধে বাধা সৃষ্টি এবং হুমকির ধারাও যুক্ত করা হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, এর আগে সন্দেশখালি কাণ্ডে 20 নম্বর মামলায় এক নির্যাতিতার গোপন জবানবন্দির ভিত্তিতে গণধর্ষণ এবং খুনের চেষ্টার ধারা যুক্ত করা হয়েছিল শাহজাহানের দুই শাগরেদ শিবু হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে ৷ গণধর্ষণের ধারা যুক্ত হতেই পুলিশ শাহজাহান-ঘনিষ্ঠ এই তৃণমূল নেতাকে গ্রেফতার করতে আসরে নামে ৷ সেই মতো কয়েকঘণ্টার মধ্যে গ্রেফতারও করা হয় শিবুকে ৷ যদিও এর আগেই সন্দেশখালির অন্য একটি মামলায় উত্তমকে গ্রেফতার করা হয় ৷ এরপরই গণধর্ষণের ধারা যুক্ত হয় সাসপেন্ডেড ওই তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ বর্তমানে দু'জনেই পুলিশি হেফাজতে রয়েছে ৷ তারই মধ্যে এবার দ্বিতীয় গণধর্ষণের ধারা যুক্ত হল ধৃত তৃণমূল নেতা শিবু হাজরার বিরুদ্ধে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, 19 ফেব্রুয়ারি সন্দেশখালির এক নির্যাতিতা মহিলা থানায় গিয়ে শিবু, ভানু ও আমিরের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে মামলাও রুজু করে পুলিশ ৷ এরপর নির্যাতিতা মহিলার গোপন জবানবন্দি নিতে মঙ্গলবার তাঁকে নিয়ে আসা হয় বসিরহাট মহকুমা আদালতে ৷ সেখানেই বিচারকের সামনে 164-এ গোপন জবানবন্দি দেন তিনি ৷ নির্যাতিতা মহিলার গোপন জবানবন্দি পেয়ে পুলিশ শাহজাহান ঘনিষ্ঠ ধৃত তৃণমূল নেতা শিবু হাজরা, তাঁর ম‍্যানেজার ভানু মণ্ডল এবং আমির আলি গাজীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করে ৷ ফলে যত দিন যাচ্ছে নতুন নতুন মোড় নিচ্ছে সন্দেশখালিকাণ্ড!

এদিকে, সন্দেশখালিকাণ্ডে গ্রামবাসীদের ক্ষোভ-বিক্ষোভকে শাসকদল পাত্তা না-দিয়ে চক্রান্ত বলে দাবি করেছে ৷ অন‍্যদিকে, সন্দেশখালিতে নজরদারি বাড়াতে তৎপর পুলিশ প্রশাসন ৷ সেজন্য বিভিন্ন ফেরিঘাট এবং গ্রামের মূল রাস্তা সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, সন্দেশখালির পাঁচটি গুরুত্বপূর্ণ জায়গায় মোট 10টি সিসিটিভি লাগানো হয়েছে ৷

আরও পড়ুন:

  1. অগ্নিগর্ভ পরিস্থিতির 14 দিনের মাথায় সন্দেশখালিতে রাজীব, পুলিশ কর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক
  2. প্রকাশ্যে শাহজাহানের দুই শাগরেদ শিবু-উত্তমের নয়া কীর্তি, ফুঁসছে সন্দেশখালি
  3. 'মমতার বিবেকের মৃত্যু হয়েছে', সন্দেশখালি নিয়ে তোপ রবিশঙ্করের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.