ETV Bharat / state

মেয়েদের রাত দখলের কর্মসূচি ঘিরে কেষ্টপুরে উত্তেজনা, পুলিশের গাড়িতে ভাঙচুর-ধস্তাধস্তি - Women Protest in Kestopur - WOMEN PROTEST IN KESTOPUR

Women Protest in Kestopur: মেয়েদের রাত দখলকে কেন্দ্র করে কেষ্টপুরে অবরুদ্ধ রাস্তা ৷ পথ অবরোধ তুলতে গিয়ে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বিক্ষোভকারীদের ৷ পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি ৷ পুলিশের বাইকে অগ্নিসংযোগ ৷ ডিসি এয়ারপোর্টের গাড়ি ভাঙচুর ৷ পালটা লাঠিচার্জ পুলিশের ৷ মহিলা পুলিশকর্মী-সহ বেশ কয়েকজন আমজনতা আহত হয়েছেন ।

Women Protest in Kestopur
মেয়েদের রাত দখলের কর্মসূচি ঘিরে কেষ্টপুরে উত্তেজনা (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 15, 2024, 3:19 PM IST

কেষ্টপুর, 15 অগস্ট: মেয়েদের রাত দখলের কর্মসূচিকে ঘিরে বুধবার রাতে উত্তপ্ত হয়ে উঠল কেষ্টপুর-ভিআইপি রোড ৷ পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন আন্দোলনকারীরা ৷ পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টির অভিযোগ উঠেছে ৷ পাশাপাশি পুলিশের বাইকে অগ্নিসংযোগ ও ডিসি বিমানবন্দরের গাড়িতে ভাঙচুরের অভিযোগও উঠেছে ৷ ক্ষিপ্ত জনতাকে শান্ত করতে পালটা লাঠিচার্জের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে ৷ ঘটনায় আহত হয়েছেন মহিলা পুলিশকর্মী-সহ বেশ কয়েকজন সাধারণ মানুষ ।

মেয়েদের রাত দখলের কর্মসূচি ঘিরে কেষ্টপুরে উত্তেজনা (নিজস্ব ভিডিয়ো)

বৃহস্পতিবারও ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী ৷ জানা গিয়েছে, বিধাননগরে মেয়েদের রাত দখলের কর্মসূচি ছিল বুধবার ৷ সেই কর্মসূচি চলে ভোর পর্যন্ত ৷ কেষ্টপুর সিগন্যালের কাছে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা ৷ এই ঘটনাকে কেন্দ্র করে সম্পূর্ণ রূপে অবরুদ্ধ হয়ে পড়ে ব্যস্ততম কেষ্টপুর-ভিআইপি রোড ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বাগুইআটি থানার পুলিশ ৷ কারণ এই রাস্তা দিয়েই যেতে হয় কলকাতা বিমানবন্দরের পথে ৷ তাই রাস্তা খালি করতে উদ্যোগী হয় পুলিশ ৷ তখনই অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে বিক্ষোভকারীদের ৷ এরপরেই উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে ৷

বিক্ষোভকারীদের তরফে অভিযোগ ওঠে, পুলিশ জোর জবরদস্তি করে তাঁদেরকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে ৷ এরপরেই আন্দোলনকারীরা ক্ষুব্ধ হয়ে পুলিশের উপর চড়াও হয় বলে অভিযোগ ৷ শুরু হয় ধস্তাধস্তি ৷ এই ধস্তাধস্তির মধ্যে পুলিশের কিছু কর্মচারী বিক্ষোভকারীদের ধাক্কা মারেন এবং লাঠিচার্জ করেন বলেও অভিযোগ ৷ তারপরেই বিক্ষোভকারীরা বাগুইআটি থানার পুলিশকর্মীদের লক্ষ্য করে ইট ছোড়েন ৷ পুলিশের বাইকে আগুন লাগিয়ে দেন ৷ এমনকী ডিসি এয়ারপোর্টের গাড়ি ভাঙচুরেরও অভিযোগ উঠেছে ৷ অভিযোগ, পালটা লাঠি উঁচিয়ে পুলিশ ধাওয়া করে বিক্ষোভকারীদের ৷

বৃহস্পতিবার সকাল থেকে কেষ্টপুরের রাস্তায় বিরাট মাত্রায় পুলিশ মোতায়েন করা রয়েছে ৷ বিধাননগরের ডিসি ঐশ্বর্য সাগর ঘটনাস্থলে পৌঁছন এবং তাঁর নেতৃত্বে কেষ্টপুরের রাস্তার উপরে বেআইনিভাবে জমায়েত হওয়ার জায়গাগুলি খালি করে দেওয়া হচ্ছে ৷ এই মুহূর্তে পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে কেষ্টপুরে রাস্তার উপরে ৷

কেষ্টপুর, 15 অগস্ট: মেয়েদের রাত দখলের কর্মসূচিকে ঘিরে বুধবার রাতে উত্তপ্ত হয়ে উঠল কেষ্টপুর-ভিআইপি রোড ৷ পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন আন্দোলনকারীরা ৷ পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টির অভিযোগ উঠেছে ৷ পাশাপাশি পুলিশের বাইকে অগ্নিসংযোগ ও ডিসি বিমানবন্দরের গাড়িতে ভাঙচুরের অভিযোগও উঠেছে ৷ ক্ষিপ্ত জনতাকে শান্ত করতে পালটা লাঠিচার্জের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে ৷ ঘটনায় আহত হয়েছেন মহিলা পুলিশকর্মী-সহ বেশ কয়েকজন সাধারণ মানুষ ।

মেয়েদের রাত দখলের কর্মসূচি ঘিরে কেষ্টপুরে উত্তেজনা (নিজস্ব ভিডিয়ো)

বৃহস্পতিবারও ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী ৷ জানা গিয়েছে, বিধাননগরে মেয়েদের রাত দখলের কর্মসূচি ছিল বুধবার ৷ সেই কর্মসূচি চলে ভোর পর্যন্ত ৷ কেষ্টপুর সিগন্যালের কাছে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা ৷ এই ঘটনাকে কেন্দ্র করে সম্পূর্ণ রূপে অবরুদ্ধ হয়ে পড়ে ব্যস্ততম কেষ্টপুর-ভিআইপি রোড ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বাগুইআটি থানার পুলিশ ৷ কারণ এই রাস্তা দিয়েই যেতে হয় কলকাতা বিমানবন্দরের পথে ৷ তাই রাস্তা খালি করতে উদ্যোগী হয় পুলিশ ৷ তখনই অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে বিক্ষোভকারীদের ৷ এরপরেই উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে ৷

বিক্ষোভকারীদের তরফে অভিযোগ ওঠে, পুলিশ জোর জবরদস্তি করে তাঁদেরকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে ৷ এরপরেই আন্দোলনকারীরা ক্ষুব্ধ হয়ে পুলিশের উপর চড়াও হয় বলে অভিযোগ ৷ শুরু হয় ধস্তাধস্তি ৷ এই ধস্তাধস্তির মধ্যে পুলিশের কিছু কর্মচারী বিক্ষোভকারীদের ধাক্কা মারেন এবং লাঠিচার্জ করেন বলেও অভিযোগ ৷ তারপরেই বিক্ষোভকারীরা বাগুইআটি থানার পুলিশকর্মীদের লক্ষ্য করে ইট ছোড়েন ৷ পুলিশের বাইকে আগুন লাগিয়ে দেন ৷ এমনকী ডিসি এয়ারপোর্টের গাড়ি ভাঙচুরেরও অভিযোগ উঠেছে ৷ অভিযোগ, পালটা লাঠি উঁচিয়ে পুলিশ ধাওয়া করে বিক্ষোভকারীদের ৷

বৃহস্পতিবার সকাল থেকে কেষ্টপুরের রাস্তায় বিরাট মাত্রায় পুলিশ মোতায়েন করা রয়েছে ৷ বিধাননগরের ডিসি ঐশ্বর্য সাগর ঘটনাস্থলে পৌঁছন এবং তাঁর নেতৃত্বে কেষ্টপুরের রাস্তার উপরে বেআইনিভাবে জমায়েত হওয়ার জায়গাগুলি খালি করে দেওয়া হচ্ছে ৷ এই মুহূর্তে পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে কেষ্টপুরে রাস্তার উপরে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.