ETV Bharat / state

মহালয়া-সহ উৎসবের দিনে চক্ররেলের সময়সূচি ও যাত্রাপথে বদল - Circular Rail Timetable in Puja

author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

Changes in Circular Rail Timetable: মহালয়ার তর্পণ ও দুর্গাপুজোর ভাসানের কারণে সার্কুলার রেল বা চক্ররেলের সময়সূচি সাময়িকভাবে পরিবর্তন করা হয়েছে ৷ পূর্বরেলের তরফে এ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ নির্ধারিত দিনগুলিতে চক্ররেলের সময়সূচি বদল করা হবে ৷

Changes in Circular Rail Timetable
মহালয়া ও দশমী থেকে চক্ররেলের সময়সূচিতে বদল ৷ (নিজস্ব চিত্র)

কলকাতা, 1 অক্টোবর: প্রশাসনের অনুরোধে মহালয়া ও দুর্গাপুজোর ভাসানের জন্য চক্ররেলের সময়সূচি ও যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে ৷ সবমিলিয়ে 11দিনের সূচিতে বদল করা হয়েছে ৷ মূলত, 2 অক্টোবর মহালয়ার দিন তর্পণ এবং পরবর্তী সময়ে 12 অক্টোবর থেকে 15 অক্টোবর ও 17 ও 18 অক্টোবরে চক্ররেলের সময়সূচি বদল করা হচ্ছে ৷ পাশাপাশি, 1 নভেম্বর থেকে 4 নভেম্বর পর্যন্ত কালীপুজোর ভাসানের জন্যও চক্ররেলের পরিষেবায় বদল করছে পূর্ব রেল ৷

একটি বিজ্ঞপ্তি মারফৎ পূর্ব রেল জানিয়েছে 30322, 30128, 30346, 30312, 30314, 30122 এই সাতটি লোকাল ট্রেন কলকাতা স্টেশন পর্যন্ত চলবে ৷

30145, 30121, 30333, 30331, 30311, 30111, 30313 এই সাতটি লোকাল ট্রেন কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করবে ৷

30344 লোকাল ট্রেন বারাসাত পর্যন্ত চলবে ৷

30154 লোকাল ঘুরপথে চলে শিয়ালদা স্টেশন যাত্রা শেষ করবে ৷

30123 লোকাল শিয়ালদা থেকে যাত্রা শুরু করবে ৷

30142, 30332 ট্রেন দু’টি কাঁকুরগাছি রোড জাংশন-বালিগঞ্জ হয়ে ঘুরে মাঝেরহাট পৌঁছাবে ৷

30353 মাঝেরহাট থেকে বালিগঞ্জ হয়ে ঘুরপথে চলবে ৷

30511, 30711 লোকাল ট্রেন দু’টি বালিগঞ্জ স্টেশনে যাত্রা শেষ করবে ৷

30712, 30552 বালিগঞ্জ স্টেশন থেকে যাত্রা শুরু করবে ৷

30342, 30112 লোকাল ট্রেন দু’টি বালিগঞ্জ হয়ে ঘুরপথে চলবে ও ওই স্টেশনেই যাত্রা শেষ করবে ৷

30321, 30317 লোকাল ট্রেন দু’টি বালিগঞ্জ জাংশন থেকে কাঁকুরগাছি রোড পর্যন্ত চলবে ৷

এছাড়াও 30412, 30416, 30411, 30451, 30351, 31323, 30113, 30116, 31242 এই নয়টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে ৷

30451 শিয়ালদহ-বারুইপুর ইএমিউ স্পেশাল সন্ধ্যা 7 টা 10 মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে ৷ ট্রেনটি বালিগঞ্জ জাংশন হয়ে ঘুরপথে চলবে ৷

এছাড়াও 12-15 অক্টোবর পর্যন্ত চক্ররেলের রুটের বাইরে বেশ কয়েকটি লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ৷

31191/31192 নৈহাটি-কল্যাণী সীমান্ত-নৈহাটি লোকাল

31311, 31312, 31333, 31334, 31335, 31336, 31337, 31338, 31339, 31314, 31341, 31332 শিয়ালদা-কল্যাণী সীমান্ত-শিয়ালদা লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ৷

কলকাতা, 1 অক্টোবর: প্রশাসনের অনুরোধে মহালয়া ও দুর্গাপুজোর ভাসানের জন্য চক্ররেলের সময়সূচি ও যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে ৷ সবমিলিয়ে 11দিনের সূচিতে বদল করা হয়েছে ৷ মূলত, 2 অক্টোবর মহালয়ার দিন তর্পণ এবং পরবর্তী সময়ে 12 অক্টোবর থেকে 15 অক্টোবর ও 17 ও 18 অক্টোবরে চক্ররেলের সময়সূচি বদল করা হচ্ছে ৷ পাশাপাশি, 1 নভেম্বর থেকে 4 নভেম্বর পর্যন্ত কালীপুজোর ভাসানের জন্যও চক্ররেলের পরিষেবায় বদল করছে পূর্ব রেল ৷

একটি বিজ্ঞপ্তি মারফৎ পূর্ব রেল জানিয়েছে 30322, 30128, 30346, 30312, 30314, 30122 এই সাতটি লোকাল ট্রেন কলকাতা স্টেশন পর্যন্ত চলবে ৷

30145, 30121, 30333, 30331, 30311, 30111, 30313 এই সাতটি লোকাল ট্রেন কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করবে ৷

30344 লোকাল ট্রেন বারাসাত পর্যন্ত চলবে ৷

30154 লোকাল ঘুরপথে চলে শিয়ালদা স্টেশন যাত্রা শেষ করবে ৷

30123 লোকাল শিয়ালদা থেকে যাত্রা শুরু করবে ৷

30142, 30332 ট্রেন দু’টি কাঁকুরগাছি রোড জাংশন-বালিগঞ্জ হয়ে ঘুরে মাঝেরহাট পৌঁছাবে ৷

30353 মাঝেরহাট থেকে বালিগঞ্জ হয়ে ঘুরপথে চলবে ৷

30511, 30711 লোকাল ট্রেন দু’টি বালিগঞ্জ স্টেশনে যাত্রা শেষ করবে ৷

30712, 30552 বালিগঞ্জ স্টেশন থেকে যাত্রা শুরু করবে ৷

30342, 30112 লোকাল ট্রেন দু’টি বালিগঞ্জ হয়ে ঘুরপথে চলবে ও ওই স্টেশনেই যাত্রা শেষ করবে ৷

30321, 30317 লোকাল ট্রেন দু’টি বালিগঞ্জ জাংশন থেকে কাঁকুরগাছি রোড পর্যন্ত চলবে ৷

এছাড়াও 30412, 30416, 30411, 30451, 30351, 31323, 30113, 30116, 31242 এই নয়টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে ৷

30451 শিয়ালদহ-বারুইপুর ইএমিউ স্পেশাল সন্ধ্যা 7 টা 10 মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে ৷ ট্রেনটি বালিগঞ্জ জাংশন হয়ে ঘুরপথে চলবে ৷

এছাড়াও 12-15 অক্টোবর পর্যন্ত চক্ররেলের রুটের বাইরে বেশ কয়েকটি লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ৷

31191/31192 নৈহাটি-কল্যাণী সীমান্ত-নৈহাটি লোকাল

31311, 31312, 31333, 31334, 31335, 31336, 31337, 31338, 31339, 31314, 31341, 31332 শিয়ালদা-কল্যাণী সীমান্ত-শিয়ালদা লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.