কলকাতা, 11 সেপ্টেম্বর: আরজি কর হাসপাতালে কর্মরত চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় এবার সেখানকার দুই চিকিৎসক পড়ুয়াকে তলক করল সিবিআই ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে ওই দুই চিকিৎসক পড়ুয়াকে বুধবার সকাল সাড়ে 10টার মধ্যে নিজাম প্যালেসে উপস্থিত হওয়ার কথা জানানো হয়েছে ৷ সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে একাধিক নথিপত্র ৷
কিন্তু কেন এই দুই পড়ুয়া চিকিৎসককে ডেকে পাঠাল সিবিআই ? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মতে, আরজি কর হাসপাতালের চারতলা সেমিনার হলে যে পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে, সেই ঘটনায় ওই বিভাগেরই এই দুই পড়ুয়া চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হবে ৷ তাঁদের বয়ানও রেকর্ড করবেন তদন্তকারীরা।
আরজি কর হাসপাতালে একাধিকবার তল্লাশি অভিযান এবং পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ জোগাড় করে তদন্তকারীরা জানতে পেরেছেন, নির্যাতিতা ওই পড়ুয়া চিকিৎসকের বিরুদ্ধে তাঁরই বিভাগের কয়েকজন জুনিয়র চিকিৎসক হাসপাতালে অভিযোগ দায়ের করেছিলেন ৷ ওই নির্যাতিতার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল যে, তিনি হাসপাতালে বেশি কাজ করছেন ৷ আর এখানেই সিবিআই-এর প্রশ্ন, সরকারি হাসপাতালে রোগী এবং রোগীর পরিজনদের অতিরিক্ত সেবা পৌঁছে দিতে গিয়েই কি এই ঘটনা ? অন্তর থেকে পরিষেবা দেওয়ার জন্যই কি বেশ কয়েকজন প্রভাবশালী চিকিৎসকের কু-নজরে এসেছিলেন ওই তরুণী চিকিৎসক ?
এমনই বেশ কিছু প্রশ্নের উত্তর জানতেই আরজি কর হাসপাতালের টেস্ট মেডিসিন বিভাগের দুই পড়ুয়া চিকিৎসককে ডেকে পাঠিয়েছে সিবিআই ৷
পাশাপাশি, এই ঘটনায় ওই তরুণী চিকিৎসকের ময়নাতদন্ত কীভাবে নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে সন্ধ্যের পর তড়িঘড়ি করে দেওয়া হল ? তা জানার জন্য এবার টালা থানার অফিসার ইনচার্জের সঙ্গেও কথা বলতে পারেন সিবিআই গোয়েন্দারা ৷ যদিও বর্তমানে টালা থানার অফিসার ইনচার্জ হাসপাতালে চিকিৎসাধীন।