ETV Bharat / state

ফের সন্দেশখালিতে সিবিআই, নোটিশ সাঁটাল শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের বাড়িতে - CBI in Sandeshkhali - CBI IN SANDESHKHALI

Sandeshkhali Incident: ফের সন্দেশখালিতে অ্যাকশনে সিবিআই ৷ এবার শাহজাহানের 'ফেরার' ভাই সিরাজউদ্দিনের বাড়িতে নোটিশ সাঁটাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । তলব করা হল চলতি সপ্তাহেই ।

CBI in Sandeshkhali
ফের সন্দেশখালিতে সিবিআই
author img

By ETV Bharat Bangla Team

Published : May 1, 2024, 8:51 PM IST

সন্দেশখালি, 1 মে: ফের সন্দেশখালিতে সিবিআইয়ের অ্যাকশন ৷ বুধবার সিবিআইয়ের পৃথক দুটি তদন্তকারী দল এখানে এসেছে ইডির উপর হামলার ঘটনার তদন্ত করতে । সূত্রের খবর, এ দিন সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল সরবেড়িয়ার আকঞ্জিপাড়ায় শাহজাহানের মেজো ভাই শেখ সিরাজউদ্দিনের খোঁজে তাঁর বাড়িতে যায় । যদিও বাড়ির মূল গেটে তালা দেওয়া ছিল । অনেক ডাকাডাকি করেও কোনও সাড়াশব্দ না মেলায় শেষমেশ সিরাজউদ্দিনের সাদা রঙের ঝাঁ চকচকে বাড়ির বাইরের দেওয়ালে নোটিশ সাঁটিয়ে দিয়ে আসে তাঁরা ।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, আগামী 3 মে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে শেখ শাহজাহানের 'ফেরার' ভাই সিরাজউদ্দিনকে । এর আগেও সন্দেশখালিকাণ্ডে তাঁকে তলব করেছিল আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি । বেশ কয়েকবার তলব করা হলেও তিনি তাতে সাড়া দেননি । এরপরই ইডির তরফে তাঁর নামে লুকআউট নোটিশ জারি করা হয় । সন্দেশখালিকাণ্ডের পরপরই গা ঢাকা দেন শাহজাহানের মেজো ভাই শেখ সিরাজউদ্দিন । বিভিন্ন জায়গায় তাঁর সন্ধানে তল্লাশি চললেও কোনও হদিশ মেলেনি এখনও পর্যন্ত ।

সন্দেশখালিকাণ্ডে শাহজাহান এবং তাঁর ছোট ভাই শেখ আলমগীর ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন । তাঁরা বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন । কিন্তু আরেক ভাই শেখ সিরাজউদ্দিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ধরাছোঁয়ার বাইরে । তদন্তকারীদের অনুমান, তিনি অন্য কোথাও পালিয়ে গিয়েছেন ।

প্রসঙ্গত, শাহজাহানের মতো শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধেও এলাকায় জোর করে জমি দখল, সেই জমিতে মাছের ভেড়ি বানানো, ভয়, সন্ত্রাস-সহ একাধিক অভিযোগ রয়েছে । এ নিয়ে গ্রামবাসীরা সরবও হন । তাঁর গ্রেফতারের দাবিতে দিনের পর দিন অগ্নিগর্ভ হয়েছিল সন্দেশখালির বেড়মজুর পঞ্চায়েত এলাকা । প্রশাসনের পক্ষ থেকে এলাকায় যে সহায়তা কেন্দ্র করা হয়েছিল তাতেও একের পর এক অভিযোগ জমা পড়ে সিরাজউদ্দিনের নামে । তবে এতকিছুর পরও তাঁর নাগাল পাননি কেন্দ্রীয় তদন্তকারীরা । তারই মধ্যে বুধবার 'ফেরার' সিরাজউদ্দিনের আকঞ্জিপাড়ার বাড়িতে নোটিশ সাঁটাল সিবিআই ।

এ দিকে সিরাজউদ্দিনকে না পেয়ে এ দিন সিবিআইয়ের অন্য একটি দল শাহজাহান ঘনিষ্ঠ সিরাজুল মীরের বাড়িতে যান তাঁর সন্ধানে । কিন্তু সিরাজুলকেও পাওয়া যায়নি । এরপর তাঁর পরিবারের এক সদস্যের হাতে নোটিশ দিয়ে তাঁকে সিজিও কমপ্লেক্সে দেখা করতে বলা হয় । আগামী 6 মে সিরাজুলকে কেন্দ্রীয় তদন্তকারীদের মুখোমুখি হতে বলা হয়েছে । এমনটাই খবর সিবিআই সূত্রে ।

অন‍্যদিকে সরবেড়িয়া বাজারে শেখ শাহজাহান মার্কেটেও এ দিন সিবিআইয়ের আধিকারিকরা যান তদন্তের স্বার্থে । সেখানেও শাহজাহান ঘনিষ্ঠ এক দোকানদারকে জেরা করা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে । সবমিলিয়ে সন্দেশখালিকাণ্ডের তদন্তে এ দিন দিনভর অ্যাকশনে দেখা গেল সিবিআইয়ের আধিকারিকদের ।

আরও পড়ুন:

  1. শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি ইডির
  2. সন্দেশখালিকাণ্ডে শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনকে ফের তলব ইডির
  3. প্রকাশ্যে শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের কীর্তি, জনরোষে পালিয়ে বেড়াচ্ছেন বেড়মজুরের 'ত্রাস'

সন্দেশখালি, 1 মে: ফের সন্দেশখালিতে সিবিআইয়ের অ্যাকশন ৷ বুধবার সিবিআইয়ের পৃথক দুটি তদন্তকারী দল এখানে এসেছে ইডির উপর হামলার ঘটনার তদন্ত করতে । সূত্রের খবর, এ দিন সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল সরবেড়িয়ার আকঞ্জিপাড়ায় শাহজাহানের মেজো ভাই শেখ সিরাজউদ্দিনের খোঁজে তাঁর বাড়িতে যায় । যদিও বাড়ির মূল গেটে তালা দেওয়া ছিল । অনেক ডাকাডাকি করেও কোনও সাড়াশব্দ না মেলায় শেষমেশ সিরাজউদ্দিনের সাদা রঙের ঝাঁ চকচকে বাড়ির বাইরের দেওয়ালে নোটিশ সাঁটিয়ে দিয়ে আসে তাঁরা ।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, আগামী 3 মে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে শেখ শাহজাহানের 'ফেরার' ভাই সিরাজউদ্দিনকে । এর আগেও সন্দেশখালিকাণ্ডে তাঁকে তলব করেছিল আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি । বেশ কয়েকবার তলব করা হলেও তিনি তাতে সাড়া দেননি । এরপরই ইডির তরফে তাঁর নামে লুকআউট নোটিশ জারি করা হয় । সন্দেশখালিকাণ্ডের পরপরই গা ঢাকা দেন শাহজাহানের মেজো ভাই শেখ সিরাজউদ্দিন । বিভিন্ন জায়গায় তাঁর সন্ধানে তল্লাশি চললেও কোনও হদিশ মেলেনি এখনও পর্যন্ত ।

সন্দেশখালিকাণ্ডে শাহজাহান এবং তাঁর ছোট ভাই শেখ আলমগীর ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন । তাঁরা বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন । কিন্তু আরেক ভাই শেখ সিরাজউদ্দিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ধরাছোঁয়ার বাইরে । তদন্তকারীদের অনুমান, তিনি অন্য কোথাও পালিয়ে গিয়েছেন ।

প্রসঙ্গত, শাহজাহানের মতো শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধেও এলাকায় জোর করে জমি দখল, সেই জমিতে মাছের ভেড়ি বানানো, ভয়, সন্ত্রাস-সহ একাধিক অভিযোগ রয়েছে । এ নিয়ে গ্রামবাসীরা সরবও হন । তাঁর গ্রেফতারের দাবিতে দিনের পর দিন অগ্নিগর্ভ হয়েছিল সন্দেশখালির বেড়মজুর পঞ্চায়েত এলাকা । প্রশাসনের পক্ষ থেকে এলাকায় যে সহায়তা কেন্দ্র করা হয়েছিল তাতেও একের পর এক অভিযোগ জমা পড়ে সিরাজউদ্দিনের নামে । তবে এতকিছুর পরও তাঁর নাগাল পাননি কেন্দ্রীয় তদন্তকারীরা । তারই মধ্যে বুধবার 'ফেরার' সিরাজউদ্দিনের আকঞ্জিপাড়ার বাড়িতে নোটিশ সাঁটাল সিবিআই ।

এ দিকে সিরাজউদ্দিনকে না পেয়ে এ দিন সিবিআইয়ের অন্য একটি দল শাহজাহান ঘনিষ্ঠ সিরাজুল মীরের বাড়িতে যান তাঁর সন্ধানে । কিন্তু সিরাজুলকেও পাওয়া যায়নি । এরপর তাঁর পরিবারের এক সদস্যের হাতে নোটিশ দিয়ে তাঁকে সিজিও কমপ্লেক্সে দেখা করতে বলা হয় । আগামী 6 মে সিরাজুলকে কেন্দ্রীয় তদন্তকারীদের মুখোমুখি হতে বলা হয়েছে । এমনটাই খবর সিবিআই সূত্রে ।

অন‍্যদিকে সরবেড়িয়া বাজারে শেখ শাহজাহান মার্কেটেও এ দিন সিবিআইয়ের আধিকারিকরা যান তদন্তের স্বার্থে । সেখানেও শাহজাহান ঘনিষ্ঠ এক দোকানদারকে জেরা করা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে । সবমিলিয়ে সন্দেশখালিকাণ্ডের তদন্তে এ দিন দিনভর অ্যাকশনে দেখা গেল সিবিআইয়ের আধিকারিকদের ।

আরও পড়ুন:

  1. শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি ইডির
  2. সন্দেশখালিকাণ্ডে শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনকে ফের তলব ইডির
  3. প্রকাশ্যে শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের কীর্তি, জনরোষে পালিয়ে বেড়াচ্ছেন বেড়মজুরের 'ত্রাস'
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.