ETV Bharat / state

'এনাফ ইজ এনাফ', এবার শিক্ষা সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সৌমেন সেন - বিচারপতি সৌমেন সেন

Calcutta High Court: এ বার শিক্ষা সংক্রান্ত মামলা থেকে নিজেই সরে দাঁড়ালেন বিচারপতি সৌমেন সেন ৷ কলকাতা হাইকোর্টে তাঁর সঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরোধ নিয়ে প্রথমবার মুখ খোলেন তিনি ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 30, 2024, 3:04 PM IST

Updated : Jan 30, 2024, 3:15 PM IST

কলকাতা, 30 জানুয়ারি: মেডিক্যাল কলেজে ভর্তি সংক্রান্ত মামলাকে কেন্দ্র করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একগুচ্ছ অভিযোগ এনেছিলেন বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে । কিন্তু বিচারপঅভিজিৎ গঙ্গোপাধ্যায়েতি সেন এতদিন এই নিয়ে মুখ খোলেননি । এ বার তিনিও এজলাসে বসেই সরাসরি জানিয়ে দিলেন নিজের ক্ষোভের কথা ৷ শুধু তাই নয়, শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা থেকে নিজেই সরে দাঁড়িয়েছেন তিনি ।

কলকাতা হাইকোর্টে দুই বিচারপতির বেনজির বিরোধের মাঝে এই প্রথম মুখ খুললেন বিচারপতি সৌমেন সেন । তিনি এ দিন বলেন,

"এই আদালত অপমানিত হয়েছে । সংবাদমাধ্যমে বলার অধিকার সবার আছে । কিন্তু বিচারপতির শুধু নির্দেশ দেওয়ার অধিকার আছে । তবে এনাফ ইজ এনাফ ৷ অনেক হয়েছে । বিচারপতি হিসাবে আমাদের কোনও অ্যাটাচমেন্ট নেই কোনও মামলাতেই ৷"

সেই সময় তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি শুধু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কিছু বলতে চাই ।" বিচারপতি সেন তাঁকে থামিয়ে দিয়ে বলেন," দয়া করে কিছু বলবেন না । আমার কারওকে কিছু বলার নেই । আমি সবাইকে শ্রদ্ধা করি । আমার এই অভ্যাস নেই । এই মামলা থেকে সরে দাঁড়ালাম ।"

প্রসঙ্গত, একটি উচ্চ প্রাথমিকের মামলা পার্ট হার্ড (আংশিক শুনানি) করে রেখেছিলেন বিচারপতি সেন । ফলে শিক্ষা সংক্রান্ত মামলা শোনার (ডিটারমিনেশন) এক্তিয়ার গেলেও ওই মামলা তিনি শুনতেই পারতেন । তা সত্ত্বেও এ দিন সেই মামলা থেকে সরে দাঁড়ালেন তিনি । বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ শিক্ষা সংক্রান্ত যে সমস্ত মামলা শুনতেন, সেই মামলায় মামলাকারীরা মনে করলে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে আপিল করতে পারতেন হাইকোর্টের নিয়ম অনুযায়ী । কিন্তু বিচারপতি সেন নিজেই এ বার মামলা থেকে সরে দাঁড়ালেন ।

উল্লেখ্য, মেডিক্যাল কলেজে ভর্তি সংক্রান্ত মামলাকে কেন্দ্র করে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরোধ কিছুদিন আগে প্রকাশ্যে আনেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । তিনি এজলাসে বসেই অভিযোগ করেন, বিচারপতি সৌমেন সেন রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করছেন ৷ সৌমেন সেন সম্পর্কে বিস্ফোরক এক অভিযোগও করেন তিনি । যে বিষয়টি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে ।

আরও পড়ুন:

  1. আদালতে 2 বিচারপতির ঝগড়ায় লজ্জিত ও দুঃখিত হাইকোর্টের প্রধান বিচারপতি
  2. কলকাতা হাইকোর্টের 2 বিচারপতির সংঘাত, মেডিক্যাল নিয়োগ মামলা স্থানান্তরিত সুপ্রিম কোর্টে
  3. কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির সংঘাত মামলা, বিচারপ্রক্রিয়ায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

কলকাতা, 30 জানুয়ারি: মেডিক্যাল কলেজে ভর্তি সংক্রান্ত মামলাকে কেন্দ্র করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একগুচ্ছ অভিযোগ এনেছিলেন বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে । কিন্তু বিচারপঅভিজিৎ গঙ্গোপাধ্যায়েতি সেন এতদিন এই নিয়ে মুখ খোলেননি । এ বার তিনিও এজলাসে বসেই সরাসরি জানিয়ে দিলেন নিজের ক্ষোভের কথা ৷ শুধু তাই নয়, শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা থেকে নিজেই সরে দাঁড়িয়েছেন তিনি ।

কলকাতা হাইকোর্টে দুই বিচারপতির বেনজির বিরোধের মাঝে এই প্রথম মুখ খুললেন বিচারপতি সৌমেন সেন । তিনি এ দিন বলেন,

"এই আদালত অপমানিত হয়েছে । সংবাদমাধ্যমে বলার অধিকার সবার আছে । কিন্তু বিচারপতির শুধু নির্দেশ দেওয়ার অধিকার আছে । তবে এনাফ ইজ এনাফ ৷ অনেক হয়েছে । বিচারপতি হিসাবে আমাদের কোনও অ্যাটাচমেন্ট নেই কোনও মামলাতেই ৷"

সেই সময় তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি শুধু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কিছু বলতে চাই ।" বিচারপতি সেন তাঁকে থামিয়ে দিয়ে বলেন," দয়া করে কিছু বলবেন না । আমার কারওকে কিছু বলার নেই । আমি সবাইকে শ্রদ্ধা করি । আমার এই অভ্যাস নেই । এই মামলা থেকে সরে দাঁড়ালাম ।"

প্রসঙ্গত, একটি উচ্চ প্রাথমিকের মামলা পার্ট হার্ড (আংশিক শুনানি) করে রেখেছিলেন বিচারপতি সেন । ফলে শিক্ষা সংক্রান্ত মামলা শোনার (ডিটারমিনেশন) এক্তিয়ার গেলেও ওই মামলা তিনি শুনতেই পারতেন । তা সত্ত্বেও এ দিন সেই মামলা থেকে সরে দাঁড়ালেন তিনি । বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ শিক্ষা সংক্রান্ত যে সমস্ত মামলা শুনতেন, সেই মামলায় মামলাকারীরা মনে করলে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে আপিল করতে পারতেন হাইকোর্টের নিয়ম অনুযায়ী । কিন্তু বিচারপতি সেন নিজেই এ বার মামলা থেকে সরে দাঁড়ালেন ।

উল্লেখ্য, মেডিক্যাল কলেজে ভর্তি সংক্রান্ত মামলাকে কেন্দ্র করে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরোধ কিছুদিন আগে প্রকাশ্যে আনেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । তিনি এজলাসে বসেই অভিযোগ করেন, বিচারপতি সৌমেন সেন রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করছেন ৷ সৌমেন সেন সম্পর্কে বিস্ফোরক এক অভিযোগও করেন তিনি । যে বিষয়টি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে ।

আরও পড়ুন:

  1. আদালতে 2 বিচারপতির ঝগড়ায় লজ্জিত ও দুঃখিত হাইকোর্টের প্রধান বিচারপতি
  2. কলকাতা হাইকোর্টের 2 বিচারপতির সংঘাত, মেডিক্যাল নিয়োগ মামলা স্থানান্তরিত সুপ্রিম কোর্টে
  3. কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির সংঘাত মামলা, বিচারপ্রক্রিয়ায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
Last Updated : Jan 30, 2024, 3:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.