কলকাতা, 19 এপ্রিল: গরমের মধ্যে কালো গাউন থেকে আইনজীবীদের রেহাই ৷ 10 জুন পর্যন্ত আইনজীবীদের আদালতে কালো গাউন পরে আসতে হবে না ৷ এমনটাই শুক্রবার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ৷
পারদ নামার নাম নেই ৷ দাবদাহ চলছে পাহাড় বাদে প্রায় গোটা রাজ্যে । লাগাতার বেশ কিছুদিন ধরে তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি ওঠানামা করছে। তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। রাস্তায় বেরোলে রীতিমতো রোদে পোড়ার অনুভূতি হচ্ছে । এই পরিস্থিতির কথা মাথায় রেখে গত বছরের মতো চলতি বছরেও এই নির্দেশিকা দেওয়া হল ৷ আইনজীবীরা বিশেষ কালো গাউন বা অ্যাডভোকেট গাউন আপাতত না-পরলেও আদালতে সওয়াল করতে পারবেন বলে বিজ্ঞপ্তি দিয়ে জানান কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল। প্রধান বিচারপতির সাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গরমের ছুটির পর আদালত খোলা অর্থাৎ আগামী 10 জুন পর্যন্ত কার্যকর থাকবে এই নিয়ম ৷
উল্লেখ্য, গত বছরও প্রবল গরমের জন্য আইনজীবীদের কালো গাউন ছাড়াই আদালতে আসার অনুমতি দিয়েছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি । চলতি বছরেও একই নির্দেশ কার্যকর করছেন তিনি। আইনজীবীদের সাধারণ পোষাকের উপরে এই কালো গাউন পরা বাধ্যতামূলক। এই গাউন দেখেই নির্ধারিত হয় কোন আইনজীবী কতদিন ধরে আদালতে প্র্যাকটিস করছেন । কারণ আইনজীবীদের আদালতে কত বছর প্র্যাকটিস করছেন সেই ভিত্তিতে সিনিয়র গাউন বা জুনিয়র গাউন প্রাপ্ত হয়।
যদি এই নিয়েও নানারকম তর্কবিতর্ক রয়েছে । এমনকী স্বজনপোষণের অভিযোগও উঠেছে । কিন্তু মুলত প্রত্যেক আইনজীবীকেই আদালত কক্ষে কালো গাউন পরে আসতে হয় । তবে আপাতত প্রবল গরম থেকে বাঁচতে সেই কালো গাউন পরা বাধ্যতামূলক নয়।
আরও পড়ুন: