ETV Bharat / state

সিংহীর নাম কেন সীতা? বিচারপতির প্রশ্নের মুখে প্রশাসন; বদলের প্রস্তাব রাজ্যের - Calcutta High Court

Akbar-Sita Lion couple Name Row: সিংহ ও সিংহীর নাম নিয়ে আদালতে সমালোচনার মুখে পড়ল প্রশাসন ৷ বৃহস্পতিবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এই মামলায় রাজ্যের অ্য়াডিশনাল অ্যাডভোকেট জেনারেল সিংহীর নাম বদলের প্রস্তাব দিয়েছেন ৷

ETV Bharat
সিংহ ও সিংহীর নামের বিতর্কের জল গড়াল আদালতে
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 22, 2024, 6:57 PM IST

Updated : Feb 22, 2024, 9:49 PM IST

সিংহীর নাম সীতা বিতর্কে বিচারপতি রাজ্যকেই ভর্ৎসনা করলেন

জলপাইগুড়ি, 22 ফেব্রুয়ারি: " আপনি আপনার পোষ্যের নাম দেব-দেবীর নামে রাখবেন? " রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেলটা ঠিক এই প্রশ্ন করেই রাজ্য সরকারের সমালোচনায় বিচারপতি সৌগত ভট্টাচার্য। পাশাপাশি, বন্যপ্রাণীর নাম-বিতর্কে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ ৷ বেঙ্গল সাফারি পার্কে সিংহ আকবর ও সিংহী সীতার নাম নিয়ে রাজ্যকে কার্যত তুলোধুনো করলেন বিচারপতি ৷ বৃহস্পতিবার মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, রাজ্যে চাকরির নিয়োগ সহ একাধিক বিতর্কিত বিষয় জারি। সেখানে বন্যপ্রানীর নাম-বিতর্ক থেকে দূরে থাকতে হবে।

বিচারপতি এদিন প্রশ্ন করেন, "আপনি রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল ৷ আপনি আপনার পোষ্যের নাম দেব-দেবীর নামে রাখবেন ? কোনও বন্যপ্রাণীর নাম বিবেকানন্দ রাখা যায় ? এটা ধর্মনিরপেক্ষ দেশ ৷ আমাদের রাজ্যে অনেক বিতর্কে আছে ৷ চাকরি নিয়ে বিতর্ক আছে। এসব বিতর্ক থেকে বিরত থাকতে হবে ৷ একটা সিংহের নাম এইভাবে ভগবানের নামে রাখা হবে ?"রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেলকে এভাবেই কড়া প্রশ্নের মুখে ফেলেন বিচারপতি ৷ তিনি আরও বলেন, "একটা বন্যপ্রাণীর নাম সম্রাট অশোক বা সম্রাট আকবরের নাম রাখা হবে ? বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেন, "এ রাজ্যে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে বিতর্কের শেষ নেই তার মধ্যে এই বিতর্ক কেন ?"

এদিকে রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল জানান, সিংহ-সিংহীদের নামকরণ ত্রিপুরা থেকে হয়েছে ৷ এতদিন কেউ কিছু বলেনি ৷ কিন্তু এই রাজ্যে সিংহ আসার পরেই বিতর্ক উঠেছে ৷ তবে সেই জবাবে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, "পশ্চিববঙ্গ পথ দেখায় ৷" এরপরেই অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেলের কাছে তাঁর পোষ্যের নাম জানতে চান বিচারপতি ৷ সরকারি জায়গায় এমন নাম নিয়ে বিতর্ক থাকা উচিত নয় বলে পর্যবেক্ষণে জানিয়েছেন তিনি ৷ এদিন আদালত নির্দেশ দিয়েছে, মামলাকারী বিশ্বহিন্দু পরিষদ সিংহীর নামকরণ নিয়ে জনস্বার্থ মামলা করলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে সেই মামলার শুনানি হবে ৷ সিংহের নাম নিয়ে বিতর্ক এড়ানো উচিত ছিল বলে মন্তব্য করেন বিচারপতি ৷

বিশ্ব হিন্দু পরিষদের বক্তব্য: তবে বিশ্ব হিন্দু পরিষদ সিংহীর নাম নিয়ে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা রুজু করে ৷ বিশ্ব হিন্দু পরিষদের মামলাকারীর আইনজীবী সুদীপ্ত মজুমদার বলেন, "আজ বিচারপতি সৌগত ভট্টাচার্য সিংহের নাম নিয়ে মামলাটি শুনে রাজ্যকে ভর্ৎসনা করেছেন ৷ বিচারপতি এই মামলাকে পাবলিক ইন্টারেস্ট লিটিগেজেশন(PIL) হিসেবে বিবেচিত করে প্রধান বিচারপতির এজলাসে পাঠানোর নির্দেশ দিয়েছেন ।রাজ্য আদালতে কিছু কাগজপত্র জমা দিয়েছে ৷ ত্রিপুরা জু অথরিটিকেও মামলায় পার্টি করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত ৷ রাজ্য সরকারের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল আদালতে সিংহ-সিংহীর নাম বদলে দেওয়ার প্রস্তাব দিয়েছেন ৷ যদি সিংহের নাম পালটে দেন তাহলে কেসটাও থাকছে না ৷"

পশ্চিমবঙ্গ সরকারের বক্তব্য়: রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল জয়জিৎ চৌধুরী বলেন, "আদালতে আমরা প্রস্তাবে জানিয়েছি, আমরা সিংহ দু'টির নাম পালটে দেব ৷ রাজ্য নাম পালটানোর ভাবনাচিন্তা করছে ৷ এই সিংহ দু'টির নাম ত্রিপুরা জু অথরিটি দিয়েছিল ৷ পশ্চিমবঙ্গ সরকার এই নাম দেয়নি ৷ রাজ্য কেবল ত্রিপুরা থেকে সিংহ দু'টি এনেছি ৷"

12 ফেব্রুয়ারি ত্রিপুরা থেকে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে একটি সিংহ ও সিংহী আসে ৷ তাদের নাম আকবর ও সীতা ৷ এই নাম নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ তবে বন দফতর প্রথম থেকেই জানিয়েছিল, এই নামকরণ পশ্চিমবঙ্গ সরকার করেনি ৷ নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য বন দফতরের এক আধিকারিক বলেন, "যখন একটি চিড়িয়াখানা থেকে কোনও প্রাণী অন্য চিড়িয়াখানায় যায়, তখন তার নাম বলে আর কিছু থাকে না ৷ এক্ষেত্রেও ত্রিপুরা থেকে আসা ওই সিংহ দম্পতি এখন বেনাম ৷ তাই তাদের নামকরণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করা হবে ৷ এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, যা শুধু এরাজ্যে নয়, সব রাজ্যের চিড়িয়াখানার ক্ষেত্রে প্রযোজ্য ৷ এটা নিয়ে অযথা বিভ্রান্তি ছড়ানো দুর্ভাগ্যজনক ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রস্তাব পাঠানো হয়েছে, যাতে তিনি ত্রিপুরা থেকে আসা সিংহ দম্পত্তির নামকরণ করেন ৷"

আরও পড়ুন:

  1. সিংহীর নাম 'সীতা' কেন, আপত্তি জানিয়ে আদালতের দ্বারস্থ হল বিশ্ব হিন্দু পরিষদ
  2. আকবর-সীতা সিংহ দম্পতির নাম পরিবর্তনের জন্য মুখ্যমন্ত্রীর কাছে দরবার
  3. প্রতীক্ষা শেষ! বেঙ্গল সাফারিতে এল 'আকবর', সঙ্গে আর কে কে ?

সিংহীর নাম সীতা বিতর্কে বিচারপতি রাজ্যকেই ভর্ৎসনা করলেন

জলপাইগুড়ি, 22 ফেব্রুয়ারি: " আপনি আপনার পোষ্যের নাম দেব-দেবীর নামে রাখবেন? " রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেলটা ঠিক এই প্রশ্ন করেই রাজ্য সরকারের সমালোচনায় বিচারপতি সৌগত ভট্টাচার্য। পাশাপাশি, বন্যপ্রাণীর নাম-বিতর্কে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ ৷ বেঙ্গল সাফারি পার্কে সিংহ আকবর ও সিংহী সীতার নাম নিয়ে রাজ্যকে কার্যত তুলোধুনো করলেন বিচারপতি ৷ বৃহস্পতিবার মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, রাজ্যে চাকরির নিয়োগ সহ একাধিক বিতর্কিত বিষয় জারি। সেখানে বন্যপ্রানীর নাম-বিতর্ক থেকে দূরে থাকতে হবে।

বিচারপতি এদিন প্রশ্ন করেন, "আপনি রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল ৷ আপনি আপনার পোষ্যের নাম দেব-দেবীর নামে রাখবেন ? কোনও বন্যপ্রাণীর নাম বিবেকানন্দ রাখা যায় ? এটা ধর্মনিরপেক্ষ দেশ ৷ আমাদের রাজ্যে অনেক বিতর্কে আছে ৷ চাকরি নিয়ে বিতর্ক আছে। এসব বিতর্ক থেকে বিরত থাকতে হবে ৷ একটা সিংহের নাম এইভাবে ভগবানের নামে রাখা হবে ?"রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেলকে এভাবেই কড়া প্রশ্নের মুখে ফেলেন বিচারপতি ৷ তিনি আরও বলেন, "একটা বন্যপ্রাণীর নাম সম্রাট অশোক বা সম্রাট আকবরের নাম রাখা হবে ? বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেন, "এ রাজ্যে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে বিতর্কের শেষ নেই তার মধ্যে এই বিতর্ক কেন ?"

এদিকে রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল জানান, সিংহ-সিংহীদের নামকরণ ত্রিপুরা থেকে হয়েছে ৷ এতদিন কেউ কিছু বলেনি ৷ কিন্তু এই রাজ্যে সিংহ আসার পরেই বিতর্ক উঠেছে ৷ তবে সেই জবাবে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, "পশ্চিববঙ্গ পথ দেখায় ৷" এরপরেই অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেলের কাছে তাঁর পোষ্যের নাম জানতে চান বিচারপতি ৷ সরকারি জায়গায় এমন নাম নিয়ে বিতর্ক থাকা উচিত নয় বলে পর্যবেক্ষণে জানিয়েছেন তিনি ৷ এদিন আদালত নির্দেশ দিয়েছে, মামলাকারী বিশ্বহিন্দু পরিষদ সিংহীর নামকরণ নিয়ে জনস্বার্থ মামলা করলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে সেই মামলার শুনানি হবে ৷ সিংহের নাম নিয়ে বিতর্ক এড়ানো উচিত ছিল বলে মন্তব্য করেন বিচারপতি ৷

বিশ্ব হিন্দু পরিষদের বক্তব্য: তবে বিশ্ব হিন্দু পরিষদ সিংহীর নাম নিয়ে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা রুজু করে ৷ বিশ্ব হিন্দু পরিষদের মামলাকারীর আইনজীবী সুদীপ্ত মজুমদার বলেন, "আজ বিচারপতি সৌগত ভট্টাচার্য সিংহের নাম নিয়ে মামলাটি শুনে রাজ্যকে ভর্ৎসনা করেছেন ৷ বিচারপতি এই মামলাকে পাবলিক ইন্টারেস্ট লিটিগেজেশন(PIL) হিসেবে বিবেচিত করে প্রধান বিচারপতির এজলাসে পাঠানোর নির্দেশ দিয়েছেন ।রাজ্য আদালতে কিছু কাগজপত্র জমা দিয়েছে ৷ ত্রিপুরা জু অথরিটিকেও মামলায় পার্টি করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত ৷ রাজ্য সরকারের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল আদালতে সিংহ-সিংহীর নাম বদলে দেওয়ার প্রস্তাব দিয়েছেন ৷ যদি সিংহের নাম পালটে দেন তাহলে কেসটাও থাকছে না ৷"

পশ্চিমবঙ্গ সরকারের বক্তব্য়: রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল জয়জিৎ চৌধুরী বলেন, "আদালতে আমরা প্রস্তাবে জানিয়েছি, আমরা সিংহ দু'টির নাম পালটে দেব ৷ রাজ্য নাম পালটানোর ভাবনাচিন্তা করছে ৷ এই সিংহ দু'টির নাম ত্রিপুরা জু অথরিটি দিয়েছিল ৷ পশ্চিমবঙ্গ সরকার এই নাম দেয়নি ৷ রাজ্য কেবল ত্রিপুরা থেকে সিংহ দু'টি এনেছি ৷"

12 ফেব্রুয়ারি ত্রিপুরা থেকে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে একটি সিংহ ও সিংহী আসে ৷ তাদের নাম আকবর ও সীতা ৷ এই নাম নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ তবে বন দফতর প্রথম থেকেই জানিয়েছিল, এই নামকরণ পশ্চিমবঙ্গ সরকার করেনি ৷ নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য বন দফতরের এক আধিকারিক বলেন, "যখন একটি চিড়িয়াখানা থেকে কোনও প্রাণী অন্য চিড়িয়াখানায় যায়, তখন তার নাম বলে আর কিছু থাকে না ৷ এক্ষেত্রেও ত্রিপুরা থেকে আসা ওই সিংহ দম্পতি এখন বেনাম ৷ তাই তাদের নামকরণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করা হবে ৷ এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, যা শুধু এরাজ্যে নয়, সব রাজ্যের চিড়িয়াখানার ক্ষেত্রে প্রযোজ্য ৷ এটা নিয়ে অযথা বিভ্রান্তি ছড়ানো দুর্ভাগ্যজনক ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রস্তাব পাঠানো হয়েছে, যাতে তিনি ত্রিপুরা থেকে আসা সিংহ দম্পত্তির নামকরণ করেন ৷"

আরও পড়ুন:

  1. সিংহীর নাম 'সীতা' কেন, আপত্তি জানিয়ে আদালতের দ্বারস্থ হল বিশ্ব হিন্দু পরিষদ
  2. আকবর-সীতা সিংহ দম্পতির নাম পরিবর্তনের জন্য মুখ্যমন্ত্রীর কাছে দরবার
  3. প্রতীক্ষা শেষ! বেঙ্গল সাফারিতে এল 'আকবর', সঙ্গে আর কে কে ?
Last Updated : Feb 22, 2024, 9:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.