ETV Bharat / state

মেদিনীপুর উপ-নির্বাচনে 18 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, শেষ মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে ! - BYPOLLS IN WEST BEGAL 2024

আগামিকাল, বুধবার রাজ্যের 6টি বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন ৷ তার মধ্যে রয়েছে মেদিনীপুর ৷ শেষ মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে ৷

BYPOLLS IN WEST BEGAL 2024
আগামিকাল বুধবার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনের প্রস্তুতি চলছে জোরকদমে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2024, 5:59 PM IST

মেদিনীপুর, 12 নভেম্বর: রাজ্যের ছ'টি বিধানসভায় উপনির্বাচন বুধবার ৷ তার মধ্যে অন্যতম মেদিনীপুর বিধানসভা ৷ ভোটের সব প্রস্তুতি খতিয়ে দেখলেন নির্বাচনী আধিকারিক মধুমিতা মুখোপাধ্যায় ৷ তিনি মেদিনীপুর সদরের মহকুমা শাসক ৷ মঙ্গলবার মেদিনীপুর কলেজে ভোটকর্মীরা তাঁদের নথি, ইভিএম-সহ যাবতীয় সামগ্রী বুঝে নেন ৷ ভোটের ফলাফল ঘোষণা 23 নভেম্বর ৷

ইতিমধ্যে মেদিনীপুরে পৌঁছেছে 18 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ পশ্চিম মেদিনীপুর জেলার 15 টি বিধানসভার মধ্যে মেদিনীপুর শহর নিয়ে মেদিনীপুর বিধানসভা ৷ এই আসনের বিধায়ক ছিলেন অভিনেত্রী তথা বর্তমান তৃণমূল সাংসদ জুন মালিয়া ৷ 2024 সালের লোকসভা ভোটে তৎকালীন বিধায়ক জুন মালিয়া মেদিনীপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হন ৷ তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির অগ্নিমিত্রা পল ৷ ভোটে 27 হাজারের কিছু বেশি ভোটে সাংসদ নির্বাচিত হন জুন মালিয়া ৷

আগামিকাল বুধবার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনের প্রস্তুতি চলছে জোরকদমে (ইটিভি ভারত)

এরপর তিনি বিধায়ক হিসাবে পদত্যাগ করেন ৷ ফলে এই আসনটি ফাঁকা হয়ে যায় ৷ পুজো শেষ হতেই দেশের একাধিক রাজ্যে লোকসভা এবং বিধানসভা আসনে উপ-নির্বাচনের ঘোষণা করে নির্বাচন কমিশন ৷ জেলা নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, 236 নম্বর মেদিনীপুর বিধানসভা আসনে ভোটার সংখ্যা 2 লক্ষ 91 হাজার 643 ৷ এর মধ্যে মহিলা ভোটার 1 লক্ষ 48 হাজার 100 জন, পুরুষ ভোটার 1 লক্ষ 43 লক্ষ 542 ৷

পোলিং স্টেশন 304টি ৷ মহিলা বুথের সংখ্যা দু'টি, সেক্টর 25টি ৷ পুরো বিধানসভায় থাকবে চারটি ফ্লাইং স্কোয়াড টিম ৷ এর পাশাপাশি থাকছে ওয়েব কাস্টিং, সিএপিএফ ৷

এ বিষয়ে নির্বাচনী আধিকারিক তথা মেদিনীপুর সদর মহকুমা শাসক মধুমিতা মুখোপাধ্যায় বলেন, "আমরা সব রকম প্রস্তুতি নিয়ে নিয়েছি ৷ একদিকে যেমন রাজ্য পুলিশ থাকছে, তেমনই থাকছে কেন্দ্রীয় বাহিনী ৷ এই উপ-নির্বাচনে প্রায় 18 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ মোতায়েন থাকবে বুথে বুথে ৷" এর সঙ্গে বহুদিন ধরে স্কুল ঘরগুলি বন্ধ ৷ সাপের উপদ্রব থেকে বাঁচতে বিশেষ সাফাই অভিযানের বন্দোবস্তও করা হয়েছে ৷ এছাড়া, ভোট কর্মীদের সুরক্ষার নিরাপত্তা সুনিশ্চিত করতে সব রকম ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন আধিকারিক ।

মেদিনীপুর, 12 নভেম্বর: রাজ্যের ছ'টি বিধানসভায় উপনির্বাচন বুধবার ৷ তার মধ্যে অন্যতম মেদিনীপুর বিধানসভা ৷ ভোটের সব প্রস্তুতি খতিয়ে দেখলেন নির্বাচনী আধিকারিক মধুমিতা মুখোপাধ্যায় ৷ তিনি মেদিনীপুর সদরের মহকুমা শাসক ৷ মঙ্গলবার মেদিনীপুর কলেজে ভোটকর্মীরা তাঁদের নথি, ইভিএম-সহ যাবতীয় সামগ্রী বুঝে নেন ৷ ভোটের ফলাফল ঘোষণা 23 নভেম্বর ৷

ইতিমধ্যে মেদিনীপুরে পৌঁছেছে 18 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ পশ্চিম মেদিনীপুর জেলার 15 টি বিধানসভার মধ্যে মেদিনীপুর শহর নিয়ে মেদিনীপুর বিধানসভা ৷ এই আসনের বিধায়ক ছিলেন অভিনেত্রী তথা বর্তমান তৃণমূল সাংসদ জুন মালিয়া ৷ 2024 সালের লোকসভা ভোটে তৎকালীন বিধায়ক জুন মালিয়া মেদিনীপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হন ৷ তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির অগ্নিমিত্রা পল ৷ ভোটে 27 হাজারের কিছু বেশি ভোটে সাংসদ নির্বাচিত হন জুন মালিয়া ৷

আগামিকাল বুধবার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনের প্রস্তুতি চলছে জোরকদমে (ইটিভি ভারত)

এরপর তিনি বিধায়ক হিসাবে পদত্যাগ করেন ৷ ফলে এই আসনটি ফাঁকা হয়ে যায় ৷ পুজো শেষ হতেই দেশের একাধিক রাজ্যে লোকসভা এবং বিধানসভা আসনে উপ-নির্বাচনের ঘোষণা করে নির্বাচন কমিশন ৷ জেলা নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, 236 নম্বর মেদিনীপুর বিধানসভা আসনে ভোটার সংখ্যা 2 লক্ষ 91 হাজার 643 ৷ এর মধ্যে মহিলা ভোটার 1 লক্ষ 48 হাজার 100 জন, পুরুষ ভোটার 1 লক্ষ 43 লক্ষ 542 ৷

পোলিং স্টেশন 304টি ৷ মহিলা বুথের সংখ্যা দু'টি, সেক্টর 25টি ৷ পুরো বিধানসভায় থাকবে চারটি ফ্লাইং স্কোয়াড টিম ৷ এর পাশাপাশি থাকছে ওয়েব কাস্টিং, সিএপিএফ ৷

এ বিষয়ে নির্বাচনী আধিকারিক তথা মেদিনীপুর সদর মহকুমা শাসক মধুমিতা মুখোপাধ্যায় বলেন, "আমরা সব রকম প্রস্তুতি নিয়ে নিয়েছি ৷ একদিকে যেমন রাজ্য পুলিশ থাকছে, তেমনই থাকছে কেন্দ্রীয় বাহিনী ৷ এই উপ-নির্বাচনে প্রায় 18 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ মোতায়েন থাকবে বুথে বুথে ৷" এর সঙ্গে বহুদিন ধরে স্কুল ঘরগুলি বন্ধ ৷ সাপের উপদ্রব থেকে বাঁচতে বিশেষ সাফাই অভিযানের বন্দোবস্তও করা হয়েছে ৷ এছাড়া, ভোট কর্মীদের সুরক্ষার নিরাপত্তা সুনিশ্চিত করতে সব রকম ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন আধিকারিক ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.