ETV Bharat / state

নাটোরের রানি এই মন্দিরে পুজো দিতেন, জেনে নিন বুড়া কালী মাতার মাহাত্ম্য - KALI PUJA 2024

কথিত আছে, এক তান্ত্রিক একটি প্রস্তর খণ্ডকে বিগ্রহ রূপে পুজো শুরু করেন । পরবর্তীতে বুড়া কালী মাতার নিত্যপুজো শুরু হয় ।

bura kali puja
বুড়া কালী মাতার মন্দিরের পুজো (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2024, 12:28 PM IST

বালুরঘাট, 31 অক্টোবর: কালীপুজোতে এখনও প্রথা মেনে পাঁঠা বলি ও বোয়াল মাছ ভোগ দেওয়া হয় । জনশ্রুতি রয়েছে, এক সময় নাটোরের রানি ভবানী এই মন্দিরে পুজো দিতে আসতেন । বজরায় করে এসে তিনি আত্রেয়ী নদী থেকে জল নিয়ে এসে মায়ের পুজো দিয়ে আবার ফিরে যেতেন নাটোরে ।

দক্ষিণ দিনাজপুর জেলার শতাব্দী প্রাচীন কালীপুজোগুলোর মধ্যে অন্যতম এই বালুরঘাট তহবাজার এলাকার বুড়া কালী মাতার মন্দিরের পুজো । প্রতিবছরের মতো এ বছরও কালীপুজো উপলক্ষে সেখানে প্রস্তুতি চলছে জোরকদমে । এবার দীপান্বিতা অমাবস্যার কালীপুজো উপলক্ষে বুড়া কালী মাতার মন্দিরে আসার রাস্তা আলোকসজ্জায় ভরিয়ে তোলা হয়েছে । সেই পুরোনো রীতি রেওয়াজ মেনেই এ বছরও বালুরঘাট বুড়া কালী মাতার পুজো হবে । তবে সময়ের সঙ্গে সঙ্গে বর্তমানে পুজোর নিয়ম রীতি কিছুটা পরিবর্তিত হয়েছে ।

নাটোরের রানি এই মন্দিরে পুজো দিতে আসতেন (ইটিভি ভারত)

শোনা যায়, কয়েকশো বছর আগে বর্তমান বালুরঘাট বুড়া কালী মাতার মন্দিরের পাশ দিয়ে আত্রেয়ী নদী বইতো । মন্দির-সহ পুরো এলাকাটা ঘন জঙ্গল ছিল । শতাব্দীর প্রাচীন এই পুজোর সঠিক বয়স কত কেউ তা বলতে পারে না । এক তান্ত্রিক সেই সময় একটি প্রস্তর খণ্ডকে বিগ্রহ রূপে পুজো শুরু করেন । পরবর্তীতে বুড়া কালী মাতার নিত্যপুজো শুরু হয় । শতাব্দী প্রাচীন বিগ্রহের কারণেই বুড়া কালী মাতা নামে পরিচিত হন দেবী ।

bura kali puja
কালীপুজোয় বুড়া কালী মাতাকে স্বর্ণালংকারে সাজানো হয় (নিজস্ব ছবি)

বর্তমানে বুড়া কালী মাতা মন্দির থেকে অনেকটা পশ্চিমে সরে গিয়েছে আত্রেয়ী নদী । প্রথম দিকে টিনের ঘেরা দেওয়া মন্দিরে বুড়া কালী মাতার পুজো শুরু হয় । এখন বিশাল আকার মন্দিরের পূজিত হন বুড়া কালী মাতা । বুড়া কালী মাতার মন্দিরের পাশাপাশি শীতলা মাতা ও শিব ঠাকুরের মন্দির আছে ।

bura kali puja
সারা বছর রুপোর অলঙ্কারে সজ্জিত থাকনে বুড়া মা (নিজস্ব ছবি)

তবে শতাব্দী প্রাচীন বুড়া কালী মাতার পুজোকে কেন্দ্র করে দিনের পর দিন ভক্তদের ভিড় আরও বাড়ছে । প্রতিবছরই দীপান্বিতা অমাবস্যায় কালীপুজোর দিন সকাল থেকেই বুড়া কালী মাতার মন্দিরে ভক্তদের ঢল নামে এবং সন্ধ্যার পর থেকেই বুড়া কালী মাতার মন্দিরে পুজো দেওয়ার জন্য ভক্তদের ভিড় আরও বাড়তে থাকে । প্রতিবছরই কালীপুজোতে জেলা পুলিশ প্রশাসন বুড়া কালী মাতার পুজোতে যথেষ্ট সহযোগিতা করে থাকে । কালী পুজোর দিন মন্দিরে প্রচুর অন্ন ভোগের হাঁড়ি পড়ে ।

bura kali puja
সারা বছর রুপোর অলঙ্কারে সজ্জিত থাকনে বুড়া মা (নিজস্ব ছবি)

গত বছর বুড়া কালী মাতা পুজো সমিতির উদ্যোগে দেড় কিলো স্বর্ণালংকারে বালুরঘাটের অধিষ্ঠাত্রী দেবী বুড়া কালী মাতাকে নতুন রূপে সুসজ্জিত করা হয়েছিল । এবছরও বুড়া কালী মাতাকে নতুন রূপে ও স্বর্ণালংকারে সুসজ্জিত করা হচ্ছে । সারা বছর রুপোর অলঙ্কারে সজ্জিত থাকলেও, কালীপুজো উপলক্ষে বুড়া কালী মাতাকে স্বর্ণালংকারে সাজানো থাকে দু'দিন । দীপান্বিতা কালীপুজো ছাড়াও, সারাবছর বুড়া কালী মাতা পুজো সমিতি নিত্যপুজো পরিচালনা করে ।

bura kali puja
বুড়া কালী মাতা (নিজস্ব ছবি)
bura kali puja
বুড়া কালী মাতার মন্দির (নিজস্ব ছবি)

বালুরঘাট, 31 অক্টোবর: কালীপুজোতে এখনও প্রথা মেনে পাঁঠা বলি ও বোয়াল মাছ ভোগ দেওয়া হয় । জনশ্রুতি রয়েছে, এক সময় নাটোরের রানি ভবানী এই মন্দিরে পুজো দিতে আসতেন । বজরায় করে এসে তিনি আত্রেয়ী নদী থেকে জল নিয়ে এসে মায়ের পুজো দিয়ে আবার ফিরে যেতেন নাটোরে ।

দক্ষিণ দিনাজপুর জেলার শতাব্দী প্রাচীন কালীপুজোগুলোর মধ্যে অন্যতম এই বালুরঘাট তহবাজার এলাকার বুড়া কালী মাতার মন্দিরের পুজো । প্রতিবছরের মতো এ বছরও কালীপুজো উপলক্ষে সেখানে প্রস্তুতি চলছে জোরকদমে । এবার দীপান্বিতা অমাবস্যার কালীপুজো উপলক্ষে বুড়া কালী মাতার মন্দিরে আসার রাস্তা আলোকসজ্জায় ভরিয়ে তোলা হয়েছে । সেই পুরোনো রীতি রেওয়াজ মেনেই এ বছরও বালুরঘাট বুড়া কালী মাতার পুজো হবে । তবে সময়ের সঙ্গে সঙ্গে বর্তমানে পুজোর নিয়ম রীতি কিছুটা পরিবর্তিত হয়েছে ।

নাটোরের রানি এই মন্দিরে পুজো দিতে আসতেন (ইটিভি ভারত)

শোনা যায়, কয়েকশো বছর আগে বর্তমান বালুরঘাট বুড়া কালী মাতার মন্দিরের পাশ দিয়ে আত্রেয়ী নদী বইতো । মন্দির-সহ পুরো এলাকাটা ঘন জঙ্গল ছিল । শতাব্দীর প্রাচীন এই পুজোর সঠিক বয়স কত কেউ তা বলতে পারে না । এক তান্ত্রিক সেই সময় একটি প্রস্তর খণ্ডকে বিগ্রহ রূপে পুজো শুরু করেন । পরবর্তীতে বুড়া কালী মাতার নিত্যপুজো শুরু হয় । শতাব্দী প্রাচীন বিগ্রহের কারণেই বুড়া কালী মাতা নামে পরিচিত হন দেবী ।

bura kali puja
কালীপুজোয় বুড়া কালী মাতাকে স্বর্ণালংকারে সাজানো হয় (নিজস্ব ছবি)

বর্তমানে বুড়া কালী মাতা মন্দির থেকে অনেকটা পশ্চিমে সরে গিয়েছে আত্রেয়ী নদী । প্রথম দিকে টিনের ঘেরা দেওয়া মন্দিরে বুড়া কালী মাতার পুজো শুরু হয় । এখন বিশাল আকার মন্দিরের পূজিত হন বুড়া কালী মাতা । বুড়া কালী মাতার মন্দিরের পাশাপাশি শীতলা মাতা ও শিব ঠাকুরের মন্দির আছে ।

bura kali puja
সারা বছর রুপোর অলঙ্কারে সজ্জিত থাকনে বুড়া মা (নিজস্ব ছবি)

তবে শতাব্দী প্রাচীন বুড়া কালী মাতার পুজোকে কেন্দ্র করে দিনের পর দিন ভক্তদের ভিড় আরও বাড়ছে । প্রতিবছরই দীপান্বিতা অমাবস্যায় কালীপুজোর দিন সকাল থেকেই বুড়া কালী মাতার মন্দিরে ভক্তদের ঢল নামে এবং সন্ধ্যার পর থেকেই বুড়া কালী মাতার মন্দিরে পুজো দেওয়ার জন্য ভক্তদের ভিড় আরও বাড়তে থাকে । প্রতিবছরই কালীপুজোতে জেলা পুলিশ প্রশাসন বুড়া কালী মাতার পুজোতে যথেষ্ট সহযোগিতা করে থাকে । কালী পুজোর দিন মন্দিরে প্রচুর অন্ন ভোগের হাঁড়ি পড়ে ।

bura kali puja
সারা বছর রুপোর অলঙ্কারে সজ্জিত থাকনে বুড়া মা (নিজস্ব ছবি)

গত বছর বুড়া কালী মাতা পুজো সমিতির উদ্যোগে দেড় কিলো স্বর্ণালংকারে বালুরঘাটের অধিষ্ঠাত্রী দেবী বুড়া কালী মাতাকে নতুন রূপে সুসজ্জিত করা হয়েছিল । এবছরও বুড়া কালী মাতাকে নতুন রূপে ও স্বর্ণালংকারে সুসজ্জিত করা হচ্ছে । সারা বছর রুপোর অলঙ্কারে সজ্জিত থাকলেও, কালীপুজো উপলক্ষে বুড়া কালী মাতাকে স্বর্ণালংকারে সাজানো থাকে দু'দিন । দীপান্বিতা কালীপুজো ছাড়াও, সারাবছর বুড়া কালী মাতা পুজো সমিতি নিত্যপুজো পরিচালনা করে ।

bura kali puja
বুড়া কালী মাতা (নিজস্ব ছবি)
bura kali puja
বুড়া কালী মাতার মন্দির (নিজস্ব ছবি)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.