ডোমকল, 4 মে: লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই নিজের পুরনো 'ছন্দে' ফিরছে ডোমকল। শনিবার পৃথক দু'টি ঘটনায় ডোমকলের দু'জায়গা থেকে উদ্ধার হল প্রায় 35টি তাজা বোমা । ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বোমা উদ্ধারে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন নিরীহ খেটে খাওয়া মানুষজন। অভিযোগ উঠেছে পুলিশি নিষ্ক্রিয়তার। যদিও পুলিশের পক্ষ থেকে অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস দেওয়া হয়েছে ।
আগামী 7 মে তৃতীয় দফায় মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে নির্বাচন। তার আগে মুর্শিদাবাদের ডোমকল থানার খিদিরপাড়া তিলের খেত থেকে দু'ব্যাগ ভরতি বোমা উদ্ধার করল পুলিশ। পাশাপাশি রায়পুর শ্মশান সংলগ্ন এলাকা থেকে এক বালতি তাজা বোমা বাজেয়াপ্ত করেছে ডোমকল থানার পুলিশ আধিকারিকরা । গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি চালানো হয় ৷ তল্লাশিতেই পুলিশ মোট 35টি তাজা বোমা উদ্ধার করে । অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল পাহারা দিয়ে রেখেছে পুলিশ। ইতিমধ্যে বোমগুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডে। তবে এত পরিমাণে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা। নির্বাচনের আগে কে বা কারা এত পরিমাণে বোমা এলাকায় মজুত করে রেখেছিল, ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।
নির্বাচন এলেই অগ্নিগর্ভ হয়ে ওঠে মুর্শিদাবাদ। বিশেষ করে বেলডাঙা, রেজিনগর ও ডোমকল । বৃহস্পতিবার রেজিনগর ও ডোমকল থেকে 42টি বোমা উদ্ধার করেছে পুলিশ। এদিন ফের একই ঘটনার সাক্ষী থাকল ডোমকল। পঞ্চায়েত, বিধানসভা হোক বা লোকসভা নির্বাচন, বারবার রক্তপাতের সাক্ষী থেকেছে ডোমকল। এবারও তার অন্যথা হবে না, তেমনটাই আশঙ্কা ডোমকলবাসীর।
গত পঞ্চায়েত নির্বাচন থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে ডোমকল। পঞ্চায়েতে বাম-কংগ্রেস জোট রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ সংগঠিত করেছিল। তার ফলে পিছু হটতে হয় তৃণমূলকে। রানিনগর পঞ্চায়েত সমিতি-সহ একাধিক পঞ্চায়েতের দখল নিয়েছে বাম-কংগ্রেস। বাম-কংগ্রেস আসন সমঝোতায় এবার প্রার্থী সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম শাসকদলের নিকটতম প্রতিদ্বন্দ্বী। এই পরিস্থিতিতে ডোমকলের মানুষ ঘর পোড়া গরুর মতো সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে ।
আরও পড়ুন: