আমডাঙা, 15 জুন: ভোট পরবর্তী হিংসার শিকার হলেন আরও এক শাসক নেতা । শুক্রবার রাতে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ছুড়ল দুষ্কৃতীরা। তাতেই উড়ে গেল তৃণমূল নেতার বাড়ির চাল ৷ ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে উত্তর 24 পরগনার আমডাঙার বেড়াবেরিয়া অঞ্চলে।
সূত্রের খবর, বোমাবাজির সময় ঘরে ঘুমোচ্ছিলেন তৃণমূল নেতা আবদুল হান্নান ওরফে মিন্টু । বরাতজোরে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি । তবে, ঘটনার পর থেকে যথেষ্ট আতঙ্কিত ওই তৃণমূল নেতা । হামলার নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে তা জানা না গেলেও এর পিছনে বিরোধী দলের হাত রয়েছে বলে মনে করছেন তিনি ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে বিরোধী শিবির ৷ ঘটনার তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ । ফলে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ৷
বসিরহাটে তৃণমূল কর্মীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই আমডাঙার এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোরগোল ফেলে দিয়েছে এলাকায় ৷ স্থানীয় সূত্রে খবর, আবদুল হান্নান বর্তমানে তৃণমূলের টোটো ইউনিয়নের সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর বাড়ি বেড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের হরপাড়া গ্রামে । শুক্রবার গভীর রাতে দলীয় কাজ সেরে বাড়ি ফিরে ঘুমোচ্ছিলেন ৷ সেই সময় হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা । ঘুম ভেঙে তৃণমূল নেতা দেখেন, বাড়ির চাল উড়ে গিয়েছে । ঘরের ভিতর লন্ডভন্ড । বুঝতে পারেন তাঁর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে ৷
বসিরহাটে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, দেখুন সিসিটিভি ফুটেজ
এরপর তিনি ঘটনাটি পুলিশকে জানান । খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে । তবে কে বা কারা বোমা ছুড়ল তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে । ঘটনাস্থলে কোনও সিসিটিভি ফুটেজ না থাকায় হামলাকারীদের চিহ্নিত করতেও সমস্যা হচ্ছে । পারিপার্শ্বিক তথ্য প্রমাণের উপর ভিত্তি করেই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
এই বিষয়ে আবদুল হান্নান বলেন, "এর আগেও গ্রামে বোমাবাজির ঘটনা ঘটেছে । কেন শান্ত এলাকায় বারবার বোমাবাজির ঘটনা ঘটছে তা পুলিশ খতিয়ে দেখুক । যেভাবে আমার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে তাতে প্রাণহানিও হতে পারত । অল্পের জন্য বেঁচে গিয়েছি। তৃণমূলে সঙ্গে যুক্ত থাকার কারণেই হয়তো বোমাবাজি করা হয়েছে । এছাড়া তো আর কোনও কারণ দেখছি না ।"
যদিও বিরোধী সিপিএম ও বিজেপির তরফে ঘটনার দায় অস্বীকার করা হয়েছে । স্থানীয় সিপিএম নেতা জিয়াউল হকের কথায়,"ভোটে এখানে কোনওদিন রিগিংয়ের ঘটনা ঘটেনি । তা সত্ত্বেও কেন বারবার বোমাবাজির ঘটনা ঘটছে তা খতিয়ে দেখা উচিত পুলিশ প্রশাসনের । এর সঙ্গে সিপিএমের কোনও যোগ আছে কি না, তা তদন্ত করে দেখা হোক । তদন্তের আগে কারও উপর দোষ চাপানো ঠিক নয় ।" স্থানীয় বিজেপি নেতা জয়দেব পাল আবার এই ঘটনার পিছনে শাসকদলের অন্তর্দ্বন্দ্বের তত্ত্ব খাড়া করেছেন ।
ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, তৃণমূল কর্মীকে মারধর; উদ্ধার বোমা