কলকাতা, 1 ফেব্রুয়ারি: নিজাম প্যালেসের 19 তলায় সিবিআইয়ের অফিস থেকে উদ্ধার হল কলকাতা পুলিশের এক কর্মীর দেহ ৷ ঘটনায় ইতিমধ্যেই ভবানীপুর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে । এই বিষয়ে কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পুলিশকর্মীর নাম মীর আজাহার আলি । তিনি মুর্শিদাবাদের বাসিন্দা । ইতিমধ্যেই তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে ।
আজ বৃহস্পতিবার সকালে ওই পুলিশ কর্মীর দেহটি নিজাম প্যালেসের 19 তলার বাথরুম থেকে উদ্ধার হয় । জানা গিয়েছে, উদ্ধারের সময় দেহটি বাথরুমের কমোডের মধ্যে মুখ ঢোকানো অবস্থায় ছিল ৷ এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের দক্ষিণ বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, ইতিমধ্যেই ভবানীপুর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করা হয়েছে । ওই বাথরুম সংলগ্ন সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে । পাশাপাশি ওই পুলিশকর্মীর সহকর্মীদের সঙ্গেও কথা বলা হচ্ছে । এই ঘটনায় প্রাথমিক সন্দেহ হৃদরোগে আক্রান্ত হয়ে ওই পুলিশকর্মীর মৃত্যু হয়েছে । তবে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ।
জানা গিয়েছে, আজ সকালে 11টা নাগাদও ওই পুলিশকর্মী কর্মরত অবস্থায় ছিলেন নিজাম প্যালেসের 19 তলায় । তিনি কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীর গার্ড । বর্তমানে তিনি সিবিআই অফিসের নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছেন । তাঁর সহকর্মীদের সঙ্গে কথা বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, আজ সকাল 11টা নাগাদ তিনি বাথরুমে যান । কিন্তু দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও তিনি দরজা খুলছিলেন না । অনেকক্ষণ ধরে তাঁর সহকর্মীরা ডাকাডাকি করেও সাড়া শব্দ না মেলায় অবশেষে দরজা ভেঙে দেখা যায় বাথরুমের কোমডের মধ্যে তার মাথা ঢোকানো অবস্থায় পড়ে রয়েছে । সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু শেষরক্ষা হয়নি । চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
আরও পড়ুন :