কলকাতা, 21 ফেব্রুয়ারি: তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের কুশপুত্তলিকা পোড়াল বিজেপি ৷ কুণাল ঘোষের বিরুদ্ধে বিজেপি'র অভিযোগ, তিনি মহিলাদের অসম্মান করেছেন ৷ তাই বুধবার দুপুর থেকে তাঁর বাড়ির কাছে সুকিয়া স্ট্রিটে বিক্ষোভ দেখাল বিজেপি নেতৃত্ব ৷
এদিন পদ্ম শিবিরের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, মঙ্গলবার এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমে আলোচনায় কুণাল ঘোষ সন্দেশখালির মহিলাদের উদ্দেশ্যে করে কটূক্তি করেন ৷ বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পল কুণাল ঘোষের ওই মন্তব্যের প্রতিবাদ করেন ৷ তখন অগ্নিমিত্রা পালের প্রতিও অসম্মাজনক মন্তব্য করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ৷ সেই মন্তব্যের বিরোধিতা করেই কুণাল ঘোষের বাড়ির এলাকায় বিজেপির উত্তর কলকাতা জেলা শাখার পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় এদিন ৷
বুধবার এই বিক্ষোভের নেতৃত্ব দেন কাউন্সিলর সজল ঘোষ ও উত্তর কলকাতা জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ ৷ বিক্ষোভ চলাকালীন কুণাল ঘোষের ছবিতে কালো ও লাল রং দিয়ে কাটা চিহ্ন এঁকে দেওয়া হয় ৷ এছাড়াও কুণাল ঘোষের ছবি-কুশপুত্তলিকায় জুতো দেখানো হয় এবং সেটিকে পোড়ানো হয় ৷
এদিকে সুকিয়া স্ট্রিটে বিক্ষোভ চলাকালীন তৃণমূলের কতিপয় কর্মী-সমর্থক বিজেপির কর্মী-সমর্থকদের উপর চড়াও হয় ৷ এই প্রসঙ্গে তমোঘ্ন ঘোষ বলেন, "সন্দেশখালি থেকে শুরু করে উত্তর কলকাতার রাজপথে নারী শক্তিকে আটকানোর চেষ্টা করা হচ্ছে ৷ মুখ্যমন্ত্রী একজন নারী ৷ তিনি কি দেখতে পাচ্ছেন না নারীদের উপর আজ কীভাবে শেখ শাহজাহান বাহিনী ঝাঁপিয়ে পড়ল ৷ দুঃখ হলেও এর প্রতিবাদ এবং প্রতিরোধ করতে জানে বিজেপি ৷ এটা হচ্ছে আসলে শাহজাহান মডেল ৷" প্রসঙ্গত বুধবার শহর কলকাতায় বিভিন্ন জায়গায় বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়েছে ৷ একদিকে উত্তাল হয়েছে হাজরা মোড়, অন্যদিকে উত্তপ্ত হয়েছে উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিট ৷
আরও পড়ুন: