ETV Bharat / state

সন্দেশখালির মহিলাদের অসম্মানের অভিযোগ, কুণাল ঘোষের কুশপুত্তলিকা দাহ বিজেপির - TMC

BJP agitation against Kunal Ghosh: সন্দেশখালির মহিলাদের প্রতি অসম্মানজনক মন্তব্য করার অভিযোগ উঠেছে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে ৷ আবার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলকে উদ্দেশ্য করেও তিনি অবমাননাকর মন্তব্য করেছেন ৷ এর প্রতিবাদে বিক্ষোভ দেখাল বিজেপি ৷

ETV Bharat
সুকিয়া স্ট্রিটে কুণাল ঘোষের বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 21, 2024, 8:49 PM IST

Updated : Feb 21, 2024, 10:04 PM IST

কুণাল ঘোষের কুশপুত্তলিকা দাহ বিজেপির

কলকাতা, 21 ফেব্রুয়ারি: তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের কুশপুত্তলিকা পোড়াল বিজেপি ৷ কুণাল ঘোষের বিরুদ্ধে বিজেপি'র অভিযোগ, তিনি মহিলাদের অসম্মান করেছেন ৷ তাই বুধবার দুপুর থেকে তাঁর বাড়ির কাছে সুকিয়া স্ট্রিটে বিক্ষোভ দেখাল বিজেপি নেতৃত্ব ৷

এদিন পদ্ম শিবিরের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, মঙ্গলবার এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমে আলোচনায় কুণাল ঘোষ সন্দেশখালির মহিলাদের উদ্দেশ্যে করে কটূক্তি করেন ৷ বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পল কুণাল ঘোষের ওই মন্তব্যের প্রতিবাদ করেন ৷ তখন অগ্নিমিত্রা পালের প্রতিও অসম্মাজনক মন্তব্য করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ৷ সেই মন্তব্যের বিরোধিতা করেই কুণাল ঘোষের বাড়ির এলাকায় বিজেপির উত্তর কলকাতা জেলা শাখার পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় এদিন ৷

বুধবার এই বিক্ষোভের নেতৃত্ব দেন কাউন্সিলর সজল ঘোষ ও উত্তর কলকাতা জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ ৷ বিক্ষোভ চলাকালীন কুণাল ঘোষের ছবিতে কালো ও লাল রং দিয়ে কাটা চিহ্ন এঁকে দেওয়া হয় ৷ এছাড়াও কুণাল ঘোষের ছবি-কুশপুত্তলিকায় জুতো দেখানো হয় এবং সেটিকে পোড়ানো হয় ৷

এদিকে সুকিয়া স্ট্রিটে বিক্ষোভ চলাকালীন তৃণমূলের কতিপয় কর্মী-সমর্থক বিজেপির কর্মী-সমর্থকদের উপর চড়াও হয় ৷ এই প্রসঙ্গে তমোঘ্ন ঘোষ বলেন, "সন্দেশখালি থেকে শুরু করে উত্তর কলকাতার রাজপথে নারী শক্তিকে আটকানোর চেষ্টা করা হচ্ছে ৷ মুখ্যমন্ত্রী একজন নারী ৷ তিনি কি দেখতে পাচ্ছেন না নারীদের উপর আজ কীভাবে শেখ শাহজাহান বাহিনী ঝাঁপিয়ে পড়ল ৷ দুঃখ হলেও এর প্রতিবাদ এবং প্রতিরোধ করতে জানে বিজেপি ৷ এটা হচ্ছে আসলে শাহজাহান মডেল ৷" প্রসঙ্গত বুধবার শহর কলকাতায় বিভিন্ন জায়গায় বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়েছে ৷ একদিকে উত্তাল হয়েছে হাজরা মোড়, অন্যদিকে উত্তপ্ত হয়েছে উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিট ৷

আরও পড়ুন:

  1. অগ্নিগর্ভ পরিস্থিতির 14 দিনের মাথায় সন্দেশখালিতে রাজীব, পুলিশ কর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক
  2. 'মমতার বিবেকের মৃত্যু হয়েছে', সন্দেশখালি নিয়ে তোপ রবিশঙ্করের
  3. নজর ঘোরাতেই ইস্যু 'খালিস্তান', মোদিকে লেখা চিঠিতে মমতাকেও 'মিথ্যেবাদী' বললেন শুভেন্দু

কুণাল ঘোষের কুশপুত্তলিকা দাহ বিজেপির

কলকাতা, 21 ফেব্রুয়ারি: তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের কুশপুত্তলিকা পোড়াল বিজেপি ৷ কুণাল ঘোষের বিরুদ্ধে বিজেপি'র অভিযোগ, তিনি মহিলাদের অসম্মান করেছেন ৷ তাই বুধবার দুপুর থেকে তাঁর বাড়ির কাছে সুকিয়া স্ট্রিটে বিক্ষোভ দেখাল বিজেপি নেতৃত্ব ৷

এদিন পদ্ম শিবিরের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, মঙ্গলবার এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমে আলোচনায় কুণাল ঘোষ সন্দেশখালির মহিলাদের উদ্দেশ্যে করে কটূক্তি করেন ৷ বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পল কুণাল ঘোষের ওই মন্তব্যের প্রতিবাদ করেন ৷ তখন অগ্নিমিত্রা পালের প্রতিও অসম্মাজনক মন্তব্য করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ৷ সেই মন্তব্যের বিরোধিতা করেই কুণাল ঘোষের বাড়ির এলাকায় বিজেপির উত্তর কলকাতা জেলা শাখার পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় এদিন ৷

বুধবার এই বিক্ষোভের নেতৃত্ব দেন কাউন্সিলর সজল ঘোষ ও উত্তর কলকাতা জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ ৷ বিক্ষোভ চলাকালীন কুণাল ঘোষের ছবিতে কালো ও লাল রং দিয়ে কাটা চিহ্ন এঁকে দেওয়া হয় ৷ এছাড়াও কুণাল ঘোষের ছবি-কুশপুত্তলিকায় জুতো দেখানো হয় এবং সেটিকে পোড়ানো হয় ৷

এদিকে সুকিয়া স্ট্রিটে বিক্ষোভ চলাকালীন তৃণমূলের কতিপয় কর্মী-সমর্থক বিজেপির কর্মী-সমর্থকদের উপর চড়াও হয় ৷ এই প্রসঙ্গে তমোঘ্ন ঘোষ বলেন, "সন্দেশখালি থেকে শুরু করে উত্তর কলকাতার রাজপথে নারী শক্তিকে আটকানোর চেষ্টা করা হচ্ছে ৷ মুখ্যমন্ত্রী একজন নারী ৷ তিনি কি দেখতে পাচ্ছেন না নারীদের উপর আজ কীভাবে শেখ শাহজাহান বাহিনী ঝাঁপিয়ে পড়ল ৷ দুঃখ হলেও এর প্রতিবাদ এবং প্রতিরোধ করতে জানে বিজেপি ৷ এটা হচ্ছে আসলে শাহজাহান মডেল ৷" প্রসঙ্গত বুধবার শহর কলকাতায় বিভিন্ন জায়গায় বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়েছে ৷ একদিকে উত্তাল হয়েছে হাজরা মোড়, অন্যদিকে উত্তপ্ত হয়েছে উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিট ৷

আরও পড়ুন:

  1. অগ্নিগর্ভ পরিস্থিতির 14 দিনের মাথায় সন্দেশখালিতে রাজীব, পুলিশ কর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক
  2. 'মমতার বিবেকের মৃত্যু হয়েছে', সন্দেশখালি নিয়ে তোপ রবিশঙ্করের
  3. নজর ঘোরাতেই ইস্যু 'খালিস্তান', মোদিকে লেখা চিঠিতে মমতাকেও 'মিথ্যেবাদী' বললেন শুভেন্দু
Last Updated : Feb 21, 2024, 10:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.