কলকাতা, 11 অগস্ট: সিভিক ভলান্টিয়াররা কী কী কাজ করবেন, তার তালিকা প্রকাশের দাবি করল বিজেপি । রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রবিবার আরজি করের ঘটনার কথা তুলে ধরে এই দাবি করেন। পাশাপাশি পুলিশ ওয়েলফেয়ার বোর্ড নিয়েও একাধিক প্রশ্ন তুলেছেন মোদি মন্ত্রিসভার এই সদস্য ।
আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছে বলে অভিযোগ । ঘটনায় সঞ্জয় রায় নামে সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে। সে একা এই কাণ্ড ঘটিয়েছে নাকি তার সঙ্গে আরও কেউ ছিল, তা এখনও স্পষ্ট নয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে অপরাধের কথা স্বীকারও করে নিয়েছে সঞ্জয়। শুধু তাই নয়, পুলিশি জেরায় যথেষ্ট বেপরোয়া মনোভাবেরও পরিচয় দিয়েছে। তাকে নাকি একাধিক বলতে শোনা গিয়েছে, "ফাঁসি দিয়ে দিন!" এবার এই ঘটনায় সরব হল বিজেপি ।
সেক্টর ফাইভের বিজেপির দফতরের সাংবাদিক বৈঠক থেকে সুকান্ত দাবি করেন, সিভিক ভলান্টিয়ারদের উপর নিয়ন্ত্রণ থাকা দরকার। তাঁরা কোন কোন কাজ করবেন আর কোনটা করবেন না তা আগে থেকে ঠিক করে রাখা দরকার । সেটা হচ্ছে না ৷ এ রাজ্যে সিভিক ভলান্টিয়াররকে দিয়ে লাঠিচার্জ পর্যন্ত করানো হয়েছে । পরবর্তী সময়ে এই আচরণের জন্য আদালতে মুখও পুড়েছে রাজ্যের । শুধু তাই নয়, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে যে নির্বাচন কমিশন সিভিক ভলান্টিয়ারদের ভোটের কাজের বাইরে রাখার নির্দেশ দিয়েছিল, তাও তুলে ধরেন সুকান্ত । আর এখানেই তাঁর দাবি, সিভিক ভলান্টিয়ারদের কাজের তালিকা প্রকাশ করুক সরকার ।
এর পাশাপাশি পুলিশ ওয়েলফেয়ার বোর্ড নিয়েও প্রশ্ন তোলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী । সেই বোর্ডের মাথায় এখন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এক পুলিশ আধিকারিককে বসানো হয়েছে বলে দাবি করেন রাজ্য বিজেপি সভাপতি । আগে কলকাতা পুলিশের একটি থানার ওসি ছিলেন ওই আধিকারিক । এখন রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদেরও তাঁর কথা শুনে চলতে হচ্ছে ।