আসানসোল, 6 জুলাই: "মা কালীকে যে মহুয়া ছাড়েননি তাঁর কাছ থেকে এটাই আশা করা যায় ৷" তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে এমনই জানালেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল । তাঁর কথায়, "অবাক হলেও এটাই ধরে নিয়েছি উনি যে দল করেন, সেই দলের সুপ্রিমো এমনই কদর্য ভাষায় রাষ্ট্রপতি হোক কিংবা প্রধানমন্ত্রী বা রাজপাল, সবাইকে আক্রমণ করেন । যে মহুয়া মৈত্র মা কালীকেও ছাড়েননি তাঁর কাছ থেকে তো এটাই আশা করা যায় ।"
তিনি আরও বলেন, "আপনি কয়েকদিন আগে সংসদ ভবনে আপনার বহিষ্কার নিয়ে নিজেকে দ্রৌপদীর সঙ্গে তুলনা করে বস্ত্রহরণের উদাহরণ টেনে এনেছেন । কিন্তু এই রাজ্যে যখন প্রতিদিন মহিলাদের বস্ত্রহরণ হচ্ছে তখন সে নিয়ে আপনি একটিও মন্তব্য করেননি । না করাটাই স্বাভাবিক । আপনি এবং আপনার দল ও সুপ্রিমো পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে নষ্ট করতে নেমেছেন । আপনাদের মুখে যখন এই কদর্য ভাষা শুনি, আমাদের লজ্জায় মাথা হেট হয়ে যায় ।"
জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মাকে নিয়ে 'আপত্তিকর' মন্তব্য করেছেন সাংসদ মহুয়া মৈত্র । সম্প্রতি এমনই অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদের বিরুদ্ধে। আর সেই অভিযোগ ঘিরে জাতীয় রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা ৷ ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ গ্রহণ করেছে জাতীয় মহিলা কমিশন। এদিন সেই বিষয়ে মহুয়া মৈত্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপির রাজ্য নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পল ।
হাথরসের ঘটনার পরে সম্প্রতি সেখানে গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা । আর তাতেই মহুয়া মৈত্র মন্তব্য করেছিলেন, "তিনি তাঁর বসের পাজামা ধরে থাকতেই ব্যস্ত ।" মহুয়ার এমন মন্তব্য মানহানিকর বলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য দাবি তুলেছে জাতীয় মহিলা কমিশন । এদিকে, এই ঘটনায় ইতিমধ্যে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি লিখেছেন রেখা শর্মা ৷ পাশাপাশি দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় অরোরাকেও বিষয়টি জানিয়েছেন তিনি ৷